পরিবেশের জন্য ভাবনা – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন এবং উত্তর
অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় তা হল –
- a) আয়োনোস্ফিয়ার,
- b) স্ট্রাটোস্ফিয়ার,
- c) ওজোনোস্ফিয়ার,
- d) ট্রপোস্ফিয়ার
উত্তর: Show
c) ওজোনোস্ফিয়ার
‘কেনেলি হেভিসাইড’ স্তরটি দেখা যায় যে স্তরে তা হল –
- a) আয়োনোস্ফিয়ার,
- b) ওজোনমন্ডল,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: Show
a) আয়োনোস্ফিয়ার
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তরে তা হল –
- a) আয়োনোস্ফিয়ার,
- b) ওজোনমন্ডল,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: Show
a) আয়োনোস্ফিয়ার
প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার জন্য উষ্ণতা কমে যায় প্রায় –
- a) 6.5°C,
- b) 7.5°C,
- c) 8.5°C,
- d) 9.5°C
উত্তর: Show
a) 6.5°C
বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) থার্মোস্ফিয়ার,
- c) মেসোস্ফিয়ার,
- d) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর: Show
a) ট্রপোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হল –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) স্ট্র্যাটোস্ফিয়ার,
- c) মেসোস্ফিয়ার,
- d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
a) ট্রপোস্ফিয়ার
বায়ুমন্ডলের কোন্ অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? –
- a) মেসোস্ফিয়ার,
- b) ট্রপোপজ,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
b) ট্রপোপজ
বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হল –
- a) স্ট্র্যাটোস্ফিয়ার,
- b) মেসোস্ফিয়ার,
- c) থার্মোস্ফিয়ার,
- d) ট্রপোস্ফিয়ার
উত্তর: Show
d) ট্রপোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরকে শান্তমন্ডল বলে সেটি হল –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) স্ট্র্যাটোস্ফিয়ার,
- c) মেসোস্ফিয়ার,
- d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
b) স্ট্র্যাটোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা –
- a) বাড়ে,
- b) কমে,
- c) প্রথমে বাড়ে তারপর কমে,
- d) প্রথমে কমে তারপর বাড়ে
উত্তর: Show
a) বাড়ে
ওজোন গ্যাসের স্তর দেখা যায় –
- a) ট্রপোস্ফিয়ারে,
- b) স্ট্র্যাটোস্ফিয়ারে,
- c) থার্মোস্ফিয়ারে,
- d) এক্সোস্ফিয়ারে
উত্তর: Show
b) স্ট্র্যাটোস্ফিয়ারে
বায়ুমন্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হল –
- a) আলোক,
- b) তাপ,
- c) অতিবেগুনি,
- d) গামা
উত্তর: Show
c) অতিবেগুনি
বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান –
- a) 10°C,
- b) 0°C,
- c) –50°C,
- d) –90°C
উত্তর: Show
d) –90°C
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে বলে –
- a) ট্রপোপজ,
- b) স্ট্র্যাটোপজ,
- c) মেসোপজ,
- d) এদের কোনোটিই নয়
উত্তর: Show
a) ট্রপোপজ
ট্রপোপজের উষ্ণতার মান –
- a) –45°C,
- b) –75°C,
- c) –55°C,
- d) –90°C
উত্তর: Show
c) –55°C
বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল –
- a) এক্সোস্ফিয়ার,
- b) ওজোনোস্ফিয়ার,
- c) আয়োনোস্ফিয়ার,
- d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
a) এক্সোস্ফিয়ার
মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হল –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) স্ট্রাটোস্ফিয়ার,
- c) আয়োনোস্ফিয়ার,
- d) এক্সোস্ফিয়ার
উত্তর: Show
c) আয়োনোস্ফিয়ার
স্ট্র্যাটোপজের উষ্ণতার মান –
- a) 0°C,
- b) 50°C,
- c) –50°C,
- d) 100°C
উত্তর: Show
a) 0°C
বায়ুমন্ডলের ঊর্ধ্বতম স্তরটি হল –
- a) থার্মোস্ফিয়ার,
- b) এক্সোস্ফিয়ার,
- c) মেসোস্ফিয়ার,
- d) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: Show
d) ম্যাগনেটোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোস্ফিয়ার, সেটি হল –
- a) ওজোনোস্ফিয়ার,
- b) আয়নোস্ফিয়ার,
- c) এক্সোস্ফিয়ার,
- d) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: Show
a) ওজোনোস্ফিয়ার
বায়ুমন্ডলের কোন্ স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) মেসোস্ফিয়ার,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) আয়নোস্ফিয়ার
উত্তর: Show
c) স্ট্র্যাটোস্ফিয়ার
বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) মেসোস্ফিয়ার,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
b) মেসোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে, সেটি হল –
- a) স্ট্র্যাটোস্ফিয়ার,
- b) ওজোনোস্ফিয়ার,
- c) ম্যাগনেটোস্ফিয়ার,
- d) আয়নোস্ফিয়ার
উত্তর: Show
d) আয়নোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে সেটি হল –
- a) ওজোনোস্ফিয়ার,
- b) আয়নোস্ফিয়ার,
- c) ট্রপোস্ফিয়ার,
- d) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর: Show
b) আয়নোস্ফিয়ার
আয়োনোস্ফিয়ার এর উর্ধ্বসীমা সীমার উষ্ণতা হল –
- a) 100°C,
- b) 500°C,
- c) 1200°C,
- d) কোনোটিই নয়
উত্তর: Show
c) 1200°C
বায়ুমন্ডলের কোন্ স্তরে ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় থাকে? –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) ম্যাগনেটোস্ফিয়ার,
- c) স্ট্র্যাটোস্ফিয়ার,
- d) মেসোস্ফিয়ার
উত্তর: Show
b) ম্যাগনেটোস্ফিয়ার
বায়ুমণ্ডলের কোন্ স্তর থেকে বেশির ভাগ কৃত্রিম উপগ্রহগুলি আবর্তন করে? –
- a) ট্রপোস্ফিয়ার,
- b) এক্সোস্ফিয়ার,
- c) থার্মোস্ফিয়ার,
- d) মেসোস্ফিয়ার
উত্তর: Show
b) এক্সোস্ফিয়ার
বায়ুমন্ডলের কোন্ স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? –
- a) স্ট্র্যাটোস্ফিয়ার,
- b) থার্মোস্ফিয়ার,
- c) ট্রপোস্ফিয়ার,
- d) মেসোস্ফিয়ার
উত্তর: Show
c) ট্রপোস্ফিয়ার
কোন্ স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? –
- a) স্ট্র্যাটোস্ফিয়ার,
- b) থার্মোস্ফিয়ার,
- c) ট্রপোস্ফিয়ার,
- d) মেসোস্ফিয়ার
উত্তর: Show
c) ট্রপোস্ফিয়ার
পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা ঘটে থাকে –
- a) স্ট্র্যাটোস্ফিয়ারে,
- b) থার্মোস্ফিয়ারে,
- c) ট্রপোস্ফিয়ারে,
- d) মেসোস্ফিয়ারে
উত্তর: Show
c) ট্রপোস্ফিয়ারে
আরও প্রশ্নোত্তরের আপডেট পেতে আমাদের সঙ্গী হও