গ্যাসের আচরণ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ (Gaser Acharan) : অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : একটি বাক্যে উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের মান – 1)

গ্যাসের আচরণ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

1. বয়েলের সূত্রে ধ্রুবক কী কী ?

উত্তর :  Show

গ্যাসের তাপমাত্রা এবং ভর

2. বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। 

উত্তর :  Show

গ্যাসের ভর

3. স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উয়তায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? 

উত্তর :  Show

-273 °C

4. চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? 

উত্তর :  Show

গ্যাসের চাপ এবং ভর

5. চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি কী ?

উত্তর :  Show

মূলবিন্দুগামী সরলরেখা

6. তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত ? 

উত্তর :  Show

273 K

7. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 

উত্তর :  Show

373 K

8. 30°C এবং 300K-এর মধ্যে কোন্ তাপমাত্রাটি বেশি? 

উত্তর :  Show

30°C

9. সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত ? 

উত্তর :  Show

-273 °C

10. সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10°C হলে, কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে? 

[Hint : 1 K -এর পরিবর্তন = 1 °C -এর পরিবর্তন]

উত্তর :  Show

10 K

11. কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? 

উত্তর :  Show

273 K

12. পরমশূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? 

উত্তর :  Show

শূন্য

13. প্রমাণ চাপের মান কত? 

উত্তর :  Show

\(1.013 × 10^6 \: dyne/cm^2\)

14. 327°C -কে কেলভিন স্কেলে প্রকাশ করো। 

উত্তর :  Show

600 K

15. t° সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। 

উত্তর :  Show

(273 + t) K

16. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো।

উত্তর :  Show

\(PV = nRT\)

17. SI-তে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান লেখো। অথবা, গ্যাস ধ্রুবকের SI একক উল্লেখ করো। 

উত্তর :  Show

\(8.314 J.mol^{-1}.K^{-1}\)

18. বোলৎজম্যান ধ্রুবক ও সর্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো।

উত্তর :  Show

সর্বজনীন গ্যাস ধ্রুবক = বোলৎজম্যান ধ্রুবক × অ্যাভোগ্রাড্রো সংখ্যা বা \(R = k × N\)

19. আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? 

উত্তর :  Show

শূন্য

20. গ্যাসের কোন্ ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়?

উত্তর :  Show

ব্যাপন ক্রিয়া

21. STP-তে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 

উত্তর :  Show

22.4 লিটার

22. STP -তে কত গ্রাম \(N_2\) গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 L.atm ? 

[Hint : \(PV = ( \,\frac {W}{M}) \, RT\) 

  \(PV = 224 \, L.atm, \, M = 28 \, g/mol, \, R = 0.082 \, L.atm.mol^{-1}.K^{-1}, \, T = 273 \, K\)]

উত্তর :  Show

280.17 g

23. স্থির উষ্ণতায় বদ্ধপাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে? 

উত্তর :  Show

চাপ বাড়বে

24. R -এর মান \(L.atm.mol^{-1}.K^{-1}\) এককে কত হবে?

উত্তর :  Show

0.082

25. কোন্ শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে?

উত্তর :  Show

খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়

26. SI-তে গ্যাসের চাপ-এর একক কী? 

উত্তর :  Show

\(N/m^2\)

27. \(PV = ( \,\frac {W}{M}) \, RT\) সমীকরণটিতে \(M\) -এর একক কী?

উত্তর :  Show

\(g/mol\)

 

28. একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত?

উত্তর :  Show

শূন্য

শূন্যস্থান পূরণ করো

1. গ্যাসের চাপ মাপা হয় ……… যন্ত্রের সাহায্যে।

উত্তর :  Show

ম্যানোমিটার

2. উয়তার ……… স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না।

উত্তর :  Show

পরম বা কেলভিন

3. গ্যাসীয় অণুগুলি পাত্রের দেয়ালের সঙ্গে ……… সংঘর্ষ ঘটায়।

উত্তর :  Show

স্থিতিস্থাপক

4. আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ, ……… 

উত্তর :  Show

স্থিতিস্থাপক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *