ভূগোল – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Geography Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)
ভূগোল – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
II (AC-89)
GEOGRAPHY
MCQ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো: 1 × 21 = 21
(i) অদ্রবণীয় লৌহ-যৌগের দ্বারা সৃষ্ট ভূ-পৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় –
- (a) হিউমাস
- (b) ল্যাটেরাইট
- (c) টেরারোসা
- (d) কারেন
উত্তর : Show
(c) টেরারোসা
(ii) গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন –
- (a) ডব্লু পেঙ্ক
- (b) জে টি হ্যাক
- (c) এল সি কিং
- (d) ডব্লু এম ডেভিস
উত্তর : Show
(b) জে টি হ্যাক
(iii) বর্তমান ভূ-গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে –
- (a) পরবর্তী নদী
- (b) পূর্ববর্তী নদী
- (c) অধ্যারোপিত নদী
- (d) পুনর্ভবা নদী
উত্তর : Show
(c) অধ্যারোপিত নদী
(iv) পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয় –
- (a) বাষ্পীভবন বেশি হলে
- (b) বন্যা হলে
- (c) তুষারপাত বেশি হলে
- (d) বৃষ্টিপাত বেশি হলে
উত্তর : Show
(a) বাষ্পীভবন বেশি হলে
(v) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল –
- (a) ‘A’ স্তর
- (b) ‘B’ স্তর
- (c) ‘O’ স্তর
- (d) ‘R’ স্তর
উত্তর : Show
(c) ‘O’ স্তর
(vi) পিট বা বগ মাটি সৃষ্টি হয় –
- (a) জলাভূমিতে
- (b) ব্যাসল্ট শিলায়
- (c) চুনাপাথরের ওপর
- (d) গ্রানাইট শিলায়
উত্তর : Show
(a) জলাভূমিতে
(vii) মৃত্তিকার ‘B’ স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল –
- (a) স্যালিনাইজেশান
- (b) পডসলাইজেশান
- (c) ল্যাটেরাইজেশান
- (d) ক্যালসিফিকেশান
উত্তর : Show
(c) ল্যাটেরাইজেশান
(viii) ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততঃপক্ষে যত হওয়া প্রয়োজন তা হল –
- (a) 23°C
- (b) 27°C
- (c) 12°C
- (d) 32°C
উত্তর : Show
(b) 27°C
(ix) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয়, তা হল –
- (a) শীতল সীমান্ত
- (b) উষ্ণ সীমান্ত
- (c) অক্লুডেড সীমান্ত
- (d) ফ্রন্টোজেনেসিস
উত্তর : Show
(c) অক্লুডেড সীমান্ত
(x) দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে –
- (a) জুন-জুলাই
- (b) নভেম্বর-ডিসেম্বর
- (c) মার্চ-এপ্রিল
- (d) সেপ্টেম্বর-অক্টোবর
উত্তর : Show
(a) জুন-জুলাই
(xi) মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায় –
- (a) মৌসুমী বিস্ফোরণ
- (b) খরা
- (c) ছেদ
- (d) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
উত্তর : Show
(d) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
(xii) করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল –
- (a) মধ্যপ্রদেশ
- (b) উত্তরাখণ্ড
- (c) আসাম
- (d) রাজস্থান
উত্তর : Show
(b) উত্তরাখণ্ড
(xiii) বিপন্ন অস্তিত্বসম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় –
- (a) রেড লিস্ট
- (b) গ্রিন ডেটা বুক
- (c) রেড ডেটা বুক
- (d) রেড ডেটা কার্ড
উত্তর : Show
(c) রেড ডেটা বুক
(xiv) গোপালী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, সেটি হল –
- (a) চিংড়ি চাষ
- (b) মাছ উৎপাদন
- (c) পেঁয়াজ উৎপাদন
- (d) কমলালেবু উৎপাদন
উত্তর : Show
(a) চিংড়ি চাষ
(xv) আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় –
- (a) ট্রাক ফার্মিং
- (b) হার্বিকালচার
- (c) ফ্যাক্টোরি ফার্মিং
- (d) মার্কেট গার্ডেনিং
উত্তর : Show
(a) ট্রাক ফার্মিং
(xvi) শিল্পক্ষেত্রে পরিবহণ পথে বাধ্যতামূলক বিরতি (Break of Bulk Point) থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয়, তা হল –
- (a) শিল্পের উৎপাদন বেশি হয়
- (b) শিল্প লাভজনক হয়
- (c) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
- (d) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়
উত্তর : Show
(c) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
(xvii) শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন –
- (a) উইভার
- (b) নরম্যান বোরলগ
- (c) হীরালাল চৌধুরি
- (d) স্বামীনাথন
উত্তর : Show
(a) উইভার
(xviii) সম-পরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে –
- (a) আইসোডোপেন
- (b) আইসোটিম
- (c) আইসোহ্যালাইন
- (d) ক্রিটিক্যাল আইসোডোপেন
উত্তর : Show
(b) আইসোটিম
(xix) জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হল –
- (a) ফোর্ড
- (b) মারুতি সুজুকি
- (c) মাসিডিজ বেঞ্চ
- (d) হুন্ডাই
উত্তর : Show
(c) মাসিডিজ বেঞ্চ
(xx) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হল –
- (a) বিউফোর্ট খাল
- (b) পানামা খাল
- (c) সুয়েজ খাল
- (d) কোল্পমাম-কোট্টাপুরম
উত্তর : Show
(b) পানামা খাল
(xxi) কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায়, তা হল –
- (a) ধনুকাকৃতির পিরামিড
- (b) শঙ্কু আকৃতির পিরামিড
- (c) ব্যারেল আকৃতির পিরামিড
- (d) ন্যাসপাতি আকৃতির পিরামিড
উত্তর : Show
(d) ন্যাসপাতি আকৃতির পিরামিড
VSAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে কি বলে?
উত্তর : গুহা স্তম্ভ বলে।
অথবা, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায়ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি দেখা যায় তাকে কি বলে?
উত্তর : মোনাডনক
(ii) নিক্ বিন্দু কী?
উত্তর : পুনযৌবন লাভের ফলে সৃষ্ট নদীর পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিক বিন্দু বলে।
- এই বিন্দু বরাবর জলপ্রপাতের সৃষ্টি হয়।
- এই বিন্দু বরাবর নদী দ্রুত মস্তক মুখে ক্ষয় করতে থাকে।
অথবা, বিপরা নদী কাকে বলে?
উত্তর : যেসব নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ ভূমি ভাগের পারম্ভিক ঢাল এর বিপরীতে প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে।
(ii) ক্ষারকীয় মাটির PH-এর মাত্রা কত?
উত্তর : ৭ এর বেশি হয়।
(iv) কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কী বলে?
উত্তর : হিউমাস।
অথবা, মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে কী বলে?
উত্তর : মৃত্তিকা পরিলেখ বলে। Soil profile.
(v) ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান সাগরে কী নামে পরিচিত?
উত্তর : তাইফু।
অথবা, সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কী?
উত্তর : অক্ষাংশ অনুযায়ী তাপমাত্রার বিনিময় কে এককথায় সূচক চক্র বলা হয়। সাধারণত জেট বায়ুর ক্ষেত্রে তরঙ্গের আকারে মেরুদেশীয় শীতল বায়ু নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয়। আবার নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু উচ্চ অক্ষাংশে প্রবাহিত হয়, এই রূপ তাপের বিনিময়কে সূচক চক্র বলা হয়।
(vi) মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বণ্টনের ওপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণিবিভাগ করেন?
উত্তর : জার্মান আবহাওয়াবিদ কোপেন।
অথবা, ‘ক্রান্তীয় অঞ্চলের শীতকাল হয় রাত্রি’ (Night is the Winter of Tropics) – কোন জলবায়ুকে নির্দেশ করে?
উত্তর : এই অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার (৫-১৫) ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হওয়ার ফলে রাতের বেলা উষ্ণতা খুব কমে যায় এবং এখানকার স্থানীয় অধিবাসীরা রাত্রিবেলা শীত অনুভব করে এই কারণে নিরক্ষীয় জলবায়ুকে Night is the winter of Tropics বলে।
(vii) মেগাথার্ম উদ্ভিদের দুটি উদাহরণ দাও।
উত্তর : মেহগিনি ও আবলুস।
অথবা, হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
উত্তর : শাসমুল লক্ষ্য করা যায়।
(viii) ওজন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কী?
উত্তর :মন্ট্রিল প্রটোকল।
অথবা, ক্লাইমোক্রোনোলোজি কী?
উত্তর : পৃথিবীর জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞানকে ক্লাইমোক্রোনোলোজি বলে।
(ix) ভারতের দুটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের নাম লেখো।
উত্তর : পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও উত্তর-পূর্বের হিমালয় অঞ্চল।
অথবা, ওজন গহ্বর কাকে বলে?
উত্তর : বর্তমান দিনে বায়ু দূষণের ফলে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় স্ট্যাটোস্ফিয়ার এ ওজোন গ্যাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ওজোন স্তর ক্ষয়ের ফলে পৃথিবীর কোথাও কোথাও ওজোন স্তরের যে শূন্যতা বা ফাঁক সৃষ্টি হয়েছে তা ওজন গহ্বর নামে পরিচিত। বিজ্ঞানী ফারমেন ১৯৮৫ সালে আন্টার্টিকায় এই গহর আবিষ্কার করেন।
(x) শুষ্ক কৃষি কাকে বলে?
উত্তর : জল সেচের সুবিধাহীন শুষ্ক অঞ্চলে স্বল্প জলের যোগানের ভিত্তিতে যে কৃষি প্রণালীতে মিলে, গম, ডাল, ভুট্টা চাষ করা হয় তাকে শুষ্ক কৃষি বলে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেন্টিমিটারের কম হয়।
অথবা, বাণিজ্যিক কৃষির সংজ্ঞা দাও।
উত্তর : যে কৃষি প্রণালীতে বৃহৎ জমিতে স্বল্পকায়িক শ্রম ও অধিক মূলধন, যন্ত্রপাতি ও জড় শক্তির দ্বারা রপ্তানিমুখী বাণিজ্যের উদ্দেশ্যে যখন কৃষিকাজ করা হয় তাকে বাণিজ্যিক কৃষি বলে। প্রধান কৃষিজ ও ফসল হলো গম।
(xi) ভারতের কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনে শীর্ষস্থান লাভ করে?
উত্তর : গুজরাত।
অথবা, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়?
উত্তর : নিউ ম্যাঙ্গালোর।
(xii) ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কী?
উত্তর : নেলোর-চিত্তুরের শ্রী সিটি।
(xiii) ভারতে বর্তমানে মেগাসিটি কয়টি?
উত্তর : ৫টি।
অথবা, শুষ্কবিন্দু বসতি কী?
উত্তর : বন্যাপ্রবণ অঞ্চলের অধিবাসীরা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন উঁচু অথবা শুষ্ক স্থানকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে তখন তাকে শুষ্ক বিন্দু জনবসতি বলে।
(xiv) ‘ব্রেন ড্রেন’ বলতে কী বোঝ?
উত্তর : পরিব্রাজনের একটি বিশেষ দিক হল মেধা প্রবাহ। সাধারণত উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, গবেষক,বিজ্ঞানী প্রমুখেরা উন্নত পরিষেবা পাওয়ার আশায় উন্নত দেশে দীর্ঘ মেয়াদী সময়ে স্থানান্তর হওয়াকে মেধা প্রবাহ বলা হয়।
অথবা, ভারতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে?
উত্তর : ১৯০১ – ১৯২১