ভূগোল – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Geography Set-3 ABTA HS Test Paper Solution 2023-2024)
ভূগোল – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24
III (AC-151)
GEOGRAPHY
MCQ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো: 1 × 21 = 21
(i) পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে –
- (a) আবহিক জল
- (b) সহজাত জল
- (c) উৎস্যন্দ জল
- (d) মহাসাগরীয় জল
উত্তর : Show
(b) সহজাত জল
(ii) চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় –
- (a) স্ট্যালাকটাইট
- (b) স্ট্যালাগমাইট
- (c) হেলিকটাইট
- (d) স্তম্ভ
উত্তর : Show
(c) হেলিকটাইট
(iii) একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়, তাকে বলে –
- (a) সামুদ্রিক গুহা
- (b) খিলান
- (c) জিও
- (d) ক্যাজম
উত্তর : Show
(c) জিও
(iv) ডেভিস সমপ্রায়ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন –
- (a) ইচপ্লেন
- (b) পেডিপ্লেন
- (c) প্যানপ্লেন
- (d) প্লেন
উত্তর : Show
(b) পেডিপ্লেন
(v) চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি হয় তাকে বলে –
- (a) আয়তক্ষেত্ররূপী
- (b) সমকৌণিক
- (c) কৌণিক
- (d) বৃত্তাকার জলনির্গম প্রণালী
উত্তর : Show
(a) আয়তক্ষেত্ররূপী
(vi) জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয়, তাকে বলে –
- (a) বগমাটি
- (b) গ্লেইমাটি
- (c) চারনোজেম মাটি
- (d) পডসল মাটি
উত্তর : Show
(b) গ্লেইমাটি
(vii) প্রশমিত মাটির PH-এর মান –
- (a) 6
- (b) 6.5
- (c) 7
- (d) 7.5
উত্তর : Show
(c) 7
(viii) হ্যারিকেন সৃষ্টি হয় –
- (a) ক্যারিবিয়ান সাগরে
- (b) চীন সাগরে
- (c) আরব সাগরে
- (d) জাপান সাগরে
উত্তর : Show
(a) ক্যারিবিয়ান সাগরে
(ix) শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হল –
- (a) নিরক্ষীয়
- (b) মৌসুমী
- (c) তুন্দ্রা
- (d) ভূ-মধ্যসাগরীয়
উত্তর : Show
(d) ভূ-মধ্যসাগরীয়
(x) লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদের বলে –
- (a) মেসোফাইট
- (b) লিথোফাইট
- (c) হ্যালোফাইট
- (d) জেরোফাইট
উত্তর : Show
(c) হ্যালোফাইট
(xi) প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে –
- (a) এক্স-সিটু সংরক্ষণ
- (b) আলফা সংরক্ষণ
- (c) বিটা সংরক্ষণ
- (d) ইন-সিটু সংরক্ষণ
উত্তর : Show
(d) ইন-সিটু সংরক্ষণ
(xii) সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল –
- (a) ধস
- (b) ভূমিকম্প
- (c) ঘূর্ণিঝড়
- (d) ভূমিক্ষয়
উত্তর : Show
(b) ভূমিকম্প
(xiii) প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হল –
- (a) লৌহ-ইস্পাত শিল্প
- (b) পশম সংগ্রহ
- (c) নরম কাঠের বাণিজ্য
- (d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা
উত্তর : Show
(b) পশম সংগ্রহ
(xiv) জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল –
- (a) গম
- (b) মিলেট
- (c) ধান
- (d) ভুট্টা
উত্তর : Show
(c) ধান
(xv) শিকড় আলগা শিল্প হল –
- (a) ইস্পাত শিল্প
- (b) কাগজ শিল্প
- (c) কার্পাসবয়ন শিল্প
- (d) পেট্রোরসায়ন শিল্প
উত্তর : Show
(c) কার্পাসবয়ন শিল্প
(xvi) ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্প কারখানা –
- (a) ভদ্রাবতী
- (b) জামশেদপুর
- (c) বিশাখাপত্তনম
- (d) দুর্গাপুর
উত্তর : Show
(c) বিশাখাপত্তনম
(xvii) একদেশ থেকে পণ্য আমদানি করে অন্যদেশে রপ্তানি করাকে বলা হয় –
- (a) আমদানী
- (b) পুনঃ আমদানী
- (c) রপ্তানি
- (d) পুনঃরপ্তানি
উত্তর : Show
(d) পুনঃরপ্তানি
(xviii) তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূলভিত্তি হল –
- (a) জ্ঞান
- (b) বিনিয়োগ ক্ষমতা
- (c) কর্মসংস্থান
- (d) আন্তর্জাতিক সম্পর্ক
উত্তর : Show
(d) আন্তর্জাতিক সম্পর্ক
(xix) কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে –
- (a) জনস্বল্পতা
- (b) কাম্য জনসংখ্যা
- (c) জনাকীর্ণতা
- (d) স্থিতিশীল জনসংখ্যা
উত্তর : Show
(a) জনস্বল্পতা
(xx) মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হল –
- (a) জলবিন্দু বসতি
- (b) নীহারিকা বসতি
- (c) শুষ্কবিন্দু বসতি
- (d) দণ্ডাকৃতী বসতি
উত্তর : Show
(a) জলবিন্দু বসতি
(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল –
- (a) সাক্ষরতার হার
- (b) মোট আভ্যন্তরীণ উৎপাদন
- (c) প্রত্যাশিত আয়ুষ্কাল
- (d) ক্রয় ক্ষমতার সমতা
উত্তর : Show
(b) মোট আভ্যন্তরীণ উৎপাদন
VSAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) পর্যায়ন বলতে কী বোঝায়?
উত্তর : ভূপৃষ্ঠের উপরে ছয় এবং সঞ্চয় এর মাধ্যমে ভারসাম্য স্থাপনের ফলে যে সমতলিকরণ ভূপৃষ্ঠের সৃষ্টি হয় যার উচ্চতা সমুদ্র সমতলের সমান তাকে পর্যায়ন বলে। বিজ্ঞানী চেম্বারলিন সর্বপ্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন।
অথবা, আর্তের্জীয় প্রস্রবন বলতে কী বোঝায়?
উত্তর : ভাঁজ প্রাপ্ত শিলাস্তরের অধ্য ভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা অবস্থান করলে, সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে স্তরের মধ্যে কোন কুপ খনন করলে আতেজীয় প্রস্রবণে সৃষ্টি হয়।
(ii) স্ট্যাক কী?
উত্তর : সামুদ্রিক খিলান সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে ধ্বসে গিয়ে সমুদ্র জলতলের উপরে থাম বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে তাকে স্ট্যাক বলে।
অথবা, ডালমেশিয়ান উপকূল কাকে বলে?
উত্তর : যে সমুদ্র উপকূলে শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকা গুলি তটরেখার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে সমুদ্রে নিমজ্জিত হয়ে যে উপকূল গঠন করে তাকে ডালমেশিয়ান উপকূল বলে। এই প্রকার উপকূলগুলির আকৃতি সরু ও লম্বাটে প্রকৃতির হয়।
(iii) নিক্ বিন্দু কাকে বলে?
উত্তর : উত্তর : পুনযৌবন লাভের ফলে সৃষ্ট নদীর পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিক বিন্দু বলে। ★এই বিন্দু বরাবর জলপ্রপাতের সৃষ্টি হয়। ★এই বিন্দু বরাবর নদী দ্রুত মস্তক মুখে ক্ষয় করতে থাকে।
(iv) বিপরা নদী কাকে বলে?
উত্তর : যেসব নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ ভূমি ভাগের পারম্ভিক ঢাল এর বিপরীতে প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে।
অথবা, পিনেট জলনির্গম প্রণালী কী?
উত্তর : পাখির পালকের ন্যায় আকৃতি বিশিষ্ট জলনির্গম প্রণালীকে পিনেট জননির্গম প্রণালী বলে। এটি বৃক্ষরুপী জলনির্গম প্রণালীর একটি প্রকারভেদ।
(v) রেগোলিথ কী?
উত্তর : একটি পরিণত মৃত্তিকা প্রোফাইলের সর্বনিম্নে আদি শিলার উপর চূর্ণ-বিচূর্ণ, অসংবদ্ধ, জৈব পদার্থহীন শিথিল স্তরকে রেগোলিথ বলে। এর গভীরতা ৩০ মিটার পর্যন্ত হয়।
অথবা, ইলুভিয়েশন কী?
উত্তর : মৃত্তিকা সৃষ্টির যে মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরিস্তর A এ থেকে খনিজ দ্রব্য গুলি জলে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় অপসারিত হয়ে মৃত্তিকার B স্তরে নিচে সঞ্চিত হওয়াকে ইলুভিয়েশন প্রক্রিয়া বলে।
(vi) নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব নিমজ্জিত জলজ উদ্ভিদের জলাশয়ের তলদেশে মৃত্তিকায় আটকে থাকে না তাদের নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ বলে। উদাহরণ – ঝাঁঝি।
(vii) জেট বায়ু প্রবাহ কী?
উত্তর : ট্রপস্ফিয়ারের উপরিভাগে ৮ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় শর্পিলাকার পথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 200 থেকে 400 কিলোমিটার বেগে প্রবাহিত বায়ুকে জেট বায়ু বলে। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের দেশগুলির উপরই অংশ দিয়ে এই বায়ু প্রবাহিত হয়।
অথবা, I.T.C.Z কী?
উত্তর : উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের কাছাকাছি এসে উষ্ণ হয়ে উপরে উঠে যায়, আর এই মিলন অঞ্চলকে I.T.C.Z. বলে।যা Inter Tropical Convergence Zone নামে পরিচিত।
(viii) জীব বৈচিত্র্যের উষ্ণকেন্দ্র বলতে কী বোঝ?
উত্তর : পৃথিবীর যেসব অঞ্চলে জীবের বৈচিত্র অনেক বেশি ও প্রজাতির সংখ্যা অনেক একই সঙ্গে বহু প্রজাতি বিপন্ন অবস্থায় অবস্থান করে, এই ধরনের বৈশিষ্ট্য যুক্ত অঞ্চলকে জীব বৈচিত্রের উষ্ণ কেন্দ্র বলা হয়।নরম্যান ম্যায়ারস এই শব্দটি প্রথম ব্যবহার করে।
অথবা, গ্রিন ডেটা বুক কী?
উত্তর :যে বইতে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবের নাম উল্লেখ থাকে, তা গ্রিন ডাটা বুক নামে পরিচিত।
(ix) DART -এর পুরো অর্থ লেখো।
উত্তর : Deep Ocean Assessment and Reporting of Tsunami.
(x) অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে?
উত্তর : জীবিকা নির্বাহ বা জীবনধারণের জন্য যেসব কাজ করলে মানুষের চাহিদা পূরণ হয়, সম্পদের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয় তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে। উদাহরণ :- কৃষিকাজ, পশু পালন, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি।
অথবা, ভারতে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম লেখো।
উত্তর : উত্তর প্রদেশ।
(xi) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : কোয়েম্বাটোর।
(xii) শিপিং লাইন কী?
উত্তর : সমুদ্রে যেসব কোম্পানির জাহাজ ব্যবসা-বাণিজ্যের জন্য যাতায়াত করে তাকে শিপিং লাইন বলে।
(xiii) জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে?
উত্তর : কোন একটি দেশে কোন একটি নির্দিষ্ট বছরে জনসংখ্যা সম্পর্কিত (জন্মহার, মৃত্যুহার, সাক্ষরতার হার, সম্পদের পরিমাণ etc)তথ্য সমীক্ষা করে সেই দেশের জনসংখ্যা সম্পর্কিত যে পূর্বাভাস প্রদান করা হয় তাকে জনসংখ্যার অভিক্ষেপ বলে। প্রতি ২ বছর অন্তর রাষ্ট্রসংঘ এই অভিক্ষেপ প্রকাশ করে।
(xiv) কলকাতার সহযোগী ও পরিপূরক বন্দর কোনটি?
উত্তর : হলদিয়া বন্দর।