বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-8 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

VIII

BENGALI (Group-A)

(বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮

(ⅰ) ‘চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে।’- 

  • (ক) করুণার
  • (খ) ঘৃণার
  • (গ) ভালোবাসার
  • (ঘ) দরদের

উত্তর: Show

(ঘ) দরদের 

(ii) মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে।’- 

  • (ক) সংসারের অভাবের কথা
  • (খ) স্বামীর কথা
  • (গ) ছেলেমেয়ের কথা
  • (ঘ) ফুটপাতের লোকগুলোর কথা

উত্তর: Show

(ঘ) ফুটপাতের লোকগুলোর কথা

(iii) ‘সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে।’ ‘সে’ কে?- 

  • (ক) বড় বৌ
  • (খ) সেজ বৌ
  • (গ) বড়ো পিসিমা
  • (ঘ) বাসিনী

উত্তর: Show

(ক) বড় বৌ

(iv) ‘ভারতবর্ষ’ গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব –

  • (ক) দু’মাইল
  • (খ) এক ক্রোশ
  • (গ) চার ক্রোশ
  • (ঘ) পাঁচ ক্রোশ

উত্তর: Show

(ঘ) পাঁচ ক্রোশ

(v) ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা।’ বক্তা- 

  • (ক) মোল্লা সাহেব
  • (খ) ভটচাজ মশাই
  • (গ) ফজলু সেখ
  • (ঘ) চা-ওলা জগা

উত্তর: Show

(ঘ) চা-ওলা জগা

(vi) এ জীবন হল আমৃত্যু- 

  • (ক) যুদ্ধ ও সংগ্রামের
  • (খ) দুঃখের তপস্যা
  • (গ) বঞ্চনার তপস্যা
  • (ঘ) সুখের তপস্যা

উত্তর: Show

(খ) দুঃখের তপস্যা

(vii) হাজার বছর আগের এক রাতে বুকের থেকে যে মুক্তা রেখেছিল, সে হল – 

  • (ক) মিশরের মানুষী
  • (খ) দেশোয়ালি
  • (গ) স্বপ্নের মানবী
  • (ঘ) পাড়াগাঁর বাসরঘরের মেয়েটি

উত্তর: Show

(ক) মিশরের মানুষী

(viii) ‘আমি দেখি’ কবিতার মূল কাব্যগ্রন্থ- 

  • (ক) যেতে পারি, কিন্তু কেন যাব
  • (খ) হে প্রেম হে নৈঃশব্দ্য
  • (গ) অঙ্কুরী তোর হিরণ্য জল
  • (ঘ) প্রভু নষ্ট হয়ে যাই

উত্তর: Show

(গ) অঙ্কুরী তোর হিরণ্য জল

(ix) নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে- 

  • (ক) করুণা
  • (খ) ক্রোধ
  • (গ) হতাশা
  • (ঘ) আতঙ্ক

উত্তর: Show

(খ) ক্রোধ

(x) ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে- 

  • (ক) একটি
  • (খ) দুটি
  • (গ) তিনটি
  • (ঘ) চারটি

উত্তর: Show

(খ) দুটি

অথবা, (xi) ‘আমাকে অবশ্য মানায় ভালো।’- বক্তাকে মানায়-

  • (ক) পুলিশ
  • (খ) দিলদার
  • (গ) নায়ক
  • (ঘ) পণ্ডিত চরিত্রে

উত্তর: Show

(গ) নায়ক

(xii) আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন –

  • (ক) জাপানে
  • (খ) মস্কোয়
  • (গ) লন্ডনে
  • (ঘ) অস্ট্রেলিয়ায়

উত্তর: Show

(খ) মস্কোয়

(xiii) Farewell the tranquil mind -সংলাপটি যে নাটকের- 

  • (ক) কিং লিয়র
  • (খ) ওথেলো
  • (গ) ম্যাকবেথ
  • (ঘ) হ্যামলেট

উত্তর: Show

(খ) ওথেলো

(xiv) ‘মরা হাতি সোয়া লাখ’- রজনী চাটুজ্জের যে চরিত্রে অভিনয় দেখে এই উক্তি-

  • (ক) বখতিয়ার
  • (খ) দিলদার
  • (গ) শাজাহান
  • (ঘ) আলমগীর

উত্তর: Show

(খ) দিলদার

অথবা, (xv) ‘প্রোগ্রেসিভ লভ সিন।’-এ অমরের ভূমিকা ছিল- 

  • (ক) পুলিশের
  • (খ) নায়কের
  • (গ) গায়কের
  • (ঘ) ফেরিওয়ালার

উত্তর: Show

(ক) পুলিশের

(xvi) দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন- 

  • (ক) তিন বছরের যুদ্ধ
  • (খ) পাঁচ বছরের যুদ্ধ
  • (গ) সাত বছরের যুদ্ধ
  • (ঘ) নয় বছরের যুদ্ধ

উত্তর: Show

(গ) সাত বছরের যুদ্ধ

অথবা, (xvii) ‘চোখের জলটা তাদের জন্য’-কাদের কথা বলা হয়েছে?-

  • (ক) নানক ও মর্দানার কথা
  • (খ) বলী কান্ধারীর কথা
  • (গ) সর্বত্যাগী মানুষদের কথা
  • (ঘ) ইংরেজ শাসকের কথা

উত্তর: Show

(গ) সর্বত্যাগী মানুষদের কথা

(xviii) ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা তাঁর শ্রেষ্ঠ কীর্তি- 

  • (ক) কাদম্বিনী গাঙ্গুলি
  • (খ) প্রফুল্লচন্দ্র রায়
  • (গ) প্রশান্তচন্দ্র মহলানবীশ
  • (ঘ) মহেন্দ্রলাল সরকার

উত্তর: Show

(ঘ) মহেন্দ্রলাল সরকার

(xix) ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটি যার- 

  • (ক) বিনোদবিহারী
  • (খ) নন্দলাল
  • (গ) অবনীন্দ্রনাথ
  • (ঘ) সুনয়নী দেবী

উত্তর: Show

(ক) বিনোদবিহারী

(xx) পঙ্কজ রায় যে খেলার সঙ্গে যুক্ত- 

  • (ক) ফুটবল
  • (খ) ব্যাডমিন্টন
  • (গ) ক্রিকেট
  • (ঘ) সাঁতার

উত্তর: Show

(গ) ক্রিকেট

(xxi) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল- 

  • (ক) বিংশ শতকের শেষদিকে
  • (খ) ঊনবিংশ শতকের গোড়ায়
  • (গ) বিংশ শতকের গোড়ায়
  • (ঘ) ঊনবিংশ শতকের শেষদিকে

উত্তর: Show

(গ) বিংশ শতকের গোড়ায়

(xxii) তাড়িত মহাপ্রাণ ধ্বনি হল- 

  • (ক) ঘ
  • (খ) ড়
  • (গ) ঝ
  • (ঘ) ঢ়

উত্তর: Show

(ঘ) ঢ়

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১×১২=১২ 

(i) ‘তুমি কী বুঝবে সতীশবাবু’-উচ্ছবের এমন বলার কারণ কী?

উ. সতীশ বাবুর মত মানুষেরা যারা পাকা ঘরে থাকে, যাদের জীবনে অন্ন, বস্ত্র – বাসস্থানের চিন্তা নেই তাদের পক্ষে উৎসবের কাছে সামান্য ভাতের গুরুত্ব কী,  কিংবা ঝড় জলের বিভীষিকার মধ্যে জীবনধারণ যে কতখানি দুর্বিষহ বিষয়ে তা বোঝা সম্ভব নয়। 

(ii) বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কী ছিল?

উ. সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে চৌকিদারের পরামর্শ ছিল, নাম পরিচয়হীন বুড়ির মৃতদেহ নদীর চড়ায় ফেলে দিয়ে আসার।

(iii) ‘রূপনারানের কূলে’- মূল কাব্যগ্রন্থ উল্লেখ করো। 

উ. কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত ‘রূপনারানের কূলে’ কবিতাখানি ‘শেষলেখা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। 

(iv) সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে?

উ. আধুনিক কবি জীবনানন্দ দাশ তাঁর ‘শিকার’ কবিতায় কচি বাতাবিলেবুর সঙ্গে সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন।

(v) ‘শিশির ভেজা সবুজ সকালে’ কবি কী দেখেন?

উ. কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 

(iv) ‘সেই কবিতায় জাগে’- কী জাগে?

উ. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবির বিবেক জাগ্রত হওয়ার কথা বলা হয়েছে। 

(vii) ‘ইংরেজ কোম্পানি কিনা’- কেন এমন মন্তব্য?

উ. ভারতবর্ষে ইংরেজদের আগমনের হাতধরে আসে ট্রাম; যা যন্ত্র চালিত সোজা রাস্তায় লাইন ধরে চলে। যারা মানুষের উপর যন্ত্রকে স্থান দেয় তাদের সবকিছুই নিয়ম নিগড়ে বাঁধা তাই তাদের কাছে মানবিকতা আশাকরা বৃথা। 

অথবা, ‘জীবনে প্রথম মোক্ষম বুঝলুম’- কী বুঝলেন? (H.S. – 17)

উ. থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন।

(viii) রজনীকান্তের বয়স কত হয়েছিল?

উ. বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ৬৮ বছর।

অথবা, ‘হ্যাঁ বল্লভভাই বলে গেছেন।’- কী বলে গেছেন?

উ. বল্লভভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত। 

(ix) বর্ণনামূলক সমাসের আর এক নাম কী?

উ. বর্ণনামূলক সমাসের আর এক নাম হলো বহুব্রীহি সমাস। 

(x) ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখো।

উ.

  • ১। ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি।
  • ২। ধ্বনিমূল ভাষার অর্থের তফাত করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাত করতে পারেনা।

(xi) লাঙ্ কী?

উ. লাঙ: একটি ভাষা কৌমের অন্তর্গত যে সাধারণ ভাষাজ্ঞান ধ্বনি ও অর্থের মধ্যে সঙ্গতি সাধন করে কোনো মানুষকে তার ভাষা শিক্ষায় সহায়তা করে তাকে লাঙ বলা হয়।

(xii) সাকা হলে কী করতে হতো? অথবা ‘খরচ মেটাতো কে’-কীসের খরচ? [H.S. – 16]

উ. ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘সাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।

অথবা, ‘খরচ মেটাতো কে’ – কীসের খরচ?

উ. রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার, বিলাসব্যসনে প্রয়োজনীয় অর্থের কথাই এখানে বলা হয়েছে। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *