ভূগোল – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Geography Set-5 ABTA HS Test Paper Solution 2023-2024)
ভূগোল – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24
V (AC-190)
GEOGRAPHY
MCQ
1. প্রতিটি সঠিক উত্তর বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 × 21 = 21
i) কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয়? –
(a) আবহবিকার
(b) ক্ষয়ীভবন
(c) নগ্নীভবন
(d) ভূমিকম্প
উত্তর : Show
(d) ভূমিকম্প
(ii) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল –
(a) দার্জিলিং
(b) দীঘা
(c) ডেকান ট্রাপ অঞ্চল
(d) চেরাপুঞ্জি
উত্তর : Show
(d) চেরাপুঞ্জি
(iii) স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হল –
(a) পেডিপ্লেন
(b) প্লায়া
(c) পেনিপ্লেন
(d) গিরিখাত
উত্তর : Show
(a) পেডিপ্লেন
(iv) ভারতের পূর্ব উপকূল একটি –
(a) যৌগিক উপকূল
(b) প্রশমিত উপকূল
(c) উত্থিত উপকূল
(d) রিয়া উপকূল
উত্তর : Show
(c) উত্থিত উপকূল
(v) গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে তা হল –
(a) কেন্দ্রাভিমুখী
(b) কেন্দ্রবর্হিমুখী
(c) আয়তাকার
(d) বৃক্ষরূপী
উত্তর : Show
(b) কেন্দ্রবর্হিমুখী
(vi) অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হল –
(a) জেলিসল
(b) মলিসল
(c) এণ্ডিসল
(d) ভার্টিসল
উত্তর : Show
(c) এণ্ডিসল
(vii) ওয়াকার সঞ্চালন দেখা যায় –
(a) প্রশান্ত মহাসাগরে
(b) ভারত মহাসাগরে
(c) আটলান্টিক মহাসাগরে
(d) মেরু সাগরে
উত্তর : Show
(a) প্রশান্ত মহাসাগরে
(viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে লক্ষ্য করা যায় –
(a) স্ট্র্যাটোকিউমুলাস
(b) কিউমুলোনিম্বাস
(c) স্ট্র্যাটাস
(d) কিউমুলাস মেঘ
উত্তর : Show
(b) কিউমুলোনিম্বাস
(ix) অম্লমৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে –
(a) হ্যালোফাইট
(b) লিথোফাইট
(c) অক্সিলোফাইট
(d) মেসোফাইট
উত্তর : Show
(c) অক্সিলোফাইট
(x) ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হল –
(a) জেনেভা চুক্তি
(b) বসুন্ধরা সম্মেলন
(c) মন্ট্রিল চুক্তি
(d) সিমলা চুক্তি
উত্তর : Show
(c) মন্ট্রিল চুক্তি
(xi) কোনো বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে বলে –
(a) আলফা বৈচিত্র
(b) গামা বৈচিত্র
(c) বিটা বৈচিত্র
(d) অন্ধকার বৈচিত্র
উত্তর : Show
(b) গামা বৈচিত্র
(xii) বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে –
(a) রেড ডাটা বুক-এ
(b) গ্রিন ডাটা বুক-এ
(c) ব্লাক ডাটা বুক-এ
(d) ব্রাউন ডাটা বুক-এ
উত্তর : Show
(a) রেড ডাটা বুক-এ
(xiii) কানহা ব্যাঘ্রপ্রকল্পটি অবস্থিত –
(a) মধ্যপ্রদেশে
(b) কর্ণাটকে
(c) অন্ধ্রপ্রদেশে
(d) পশ্চিমবঙ্গে
উত্তর : Show
(a) মধ্যপ্রদেশে
(xiv) খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয় –
(a) ২৫%
(b) ৫৫%
(c) ৭৫%
(d) ৯৫%
উত্তর : Show
(c) ৭৫%
(xv) Pink-Collar শ্রমিকরা যুক্ত থাকে –
(a) প্রথম ক্ষেত্রের কার্যাবলীতে
(b) দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলীতে
(c) তৃতীয় ক্ষেত্রের কার্যাবলীতে
(d) চতুর্থ ক্ষেত্রের কার্যাবলীতে
উত্তর : Show
(c) তৃতীয় ক্ষেত্রের কার্যাবলীতে
(xvi) সমপরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে –
(a) আইসোটিম
(b) আইসোডাপেন
(c) আইসোবার
(d) আইসোর্থাম
উত্তর : Show
(a) আইসোটিম
(xvii) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত –
(a) পুষায়
(b) ম্যানিলায়
(c) আমস্টারডামে
(d) হুনান প্রদেশে
উত্তর : Show
(b) ম্যানিলায়
(xviii) দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয় তা হল –
(a) অপারেশন ব্ল্যাকবোর্ড
(b) রূপালি বিপ্লব
(c) অপারেশন ফ্ল্যাড
(d) সবুজ বিপ্লব
উত্তর : Show
(c) অপারেশন ফ্ল্যাড
(xix) সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে –
(a) বঙ্গোপসাগরকে
(b) চীন সাগরকে
(c) লোহিত সাগরকে
(d) আটলান্টিক মহাসাগরকে
উত্তর : Show
(d) আটলান্টিক মহাসাগরকে
(xx) পৌর বসতি উদ্ভবের প্রথম পর্যায় হল –
(a) ইয়োপলিস
(b) নেক্রোপলিস
(c) টাইরানোপলিস
(d) পলিস
উত্তর : Show
(d) পলিস
(xxi) ভারতের বৈদ্যুতিন ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স, যেটি অবস্থিত –
(a) দিল্লিতে
(b) চেন্নাইতে
(c) কলকাতাতে
(d) বেঙ্গালুরুতে
উত্তর : Show
(d) বেঙ্গালুরুতে
VSAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর : ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের রূপ পরিবর্তনে যে সমস্ত প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। উদাহরণ : বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, হিমবাহ ইত্যাদি।
(ii) ‘ড্রিপস্টোন’ কী?
উত্তর : চুনাপাথর গঠিত অঞ্চলে গুহার ছাদ থেকে চুঁইয়ে-চুঁইয়ে জলীয় দ্রবণের ফোটা দ্বারা সৃষ্ট ভূমিরূপ কে পাতন ড্রিপস্টোন বলে। অন্ধ্রপ্রদেশের বোরা গুহা তে এটি লক্ষ্য করা যায়। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ।
অথবা, ‘গ্রেড’ কথাটির অর্থ কী?
উত্তর : ভূপৃষ্ঠের উপরে ক্ষয়,বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলিকরণ কে Grade বলে। গিলবাট সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।
(iii) পরাজিত নদী কাকে বলে?
উত্তর : ★★এরকম কোন নদীর নাম নাই।।।Questions ভুল আছে★★ ।
অথবা, অনুগামী নদী কাকে বলে?
উত্তর : যে সমস্ত নদী ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয় সেই সমস্ত নদীকে অনুগামী নদী বলে। যেমন : গঙ্গা নদী।
(iv) কংকালসার মাটি কাকে বলে?
উত্তর : পার্বত্য অঞ্চলে পর্বতের ঢাল বরাবর নবীন মৃত্তিকার সাথে নুড়ি, কাঁকর, বালি যুক্ত হয়ে যে অনুন্নত বা অনুর্বর মৃত্তিকা গঠন করে, তাকে কঙ্কালসার মৃত্তিকা বলে।
(v) টাইফুন কোথায় লক্ষ্য করা যায়?
উত্তর : চীন সাগরে।
(vi) ENSO কী?
উত্তর : El Nino Southern Oscillation.অর্থাৎ এল নিনোর ফলে সমগ্র পৃথিবীর দক্ষিণ গোলার্ধের জলবায়ুর এক অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে দক্ষিণী দোলাচল বলে।
অথবা, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : হেনরী পিডিংটন।
(vii) পৃথিবীতে সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ?
উত্তর : চীন।
(viii) ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে?
উত্তর : গুজরাটের গির অরণ্য।
অথবা, ক্রায়ো সংরক্ষণ কী?
উত্তর : যে এক্স ইটু সংরক্ষণ পদ্ধতিতে উদ্ভিদের মুকুল,ভ্রুন,বীজ,পরাগরেণ, কলা , কোশ এবং প্রাণীদের শুক্রাণ, ডিম্বাণু প্রভৃতি বিষয়গুলিকে জীবাণু বা রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন -১৯৬° উষ্ণতায় সংরক্ষণ করা হয়।
(ix) ভারতে করোনা বিপর্যয় মোকাবিলায় কোন দুটি টীকা বেশি প্রয়োগ করা হয়েছে?
উত্তর : covaxcine ও covisild.
(x) নীল বিপ্লব বলতে কী বোঝ?
উত্তর : মাছের উৎপাদন বৃদ্ধির জন্য যে একগুচ্ছ প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা হয়, যার ফলে ভারতে মৎস্যের উদপাদন অভাবনীয় ভাবে বৃদ্ধি পায়, তা নীল বিপ্লব নামে পরিচিত। অরূপ কৃষ্ণানকে ভারতের নীল বিপ্লবের জনক বলা হয়।
অথবা, পোমামকালচার কী?
উত্তর : বাজারভিত্তিক উদ্যান কৃষিতে বিভিন্ন প্রকার বর্ষজীবী ও মরসুমি ফলের চাষকে প্রেমাম কালচার বলা হয়। উদাহরণ :- মুলো, পটল ইত্যাদি।
(xi) শিকড় আলগা শিল্প বলতে কী বোঝ?
উত্তর : যেসব শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক হয়, সেক্ষেত্রে শিল্পটি কাঁচামাল উৎপাদক অঞ্চল বা, বাজারের নিকট বা,অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত যে কোনো স্থানে স্থাপন করা সম্ভব, এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। উদাহরণ : কার্পাস বস্ত্র বয়ন শিল্প।
(xii) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর : দুর্গাপুর।
(xiii) জলবিন্দু বসতি বলতে কী বোঝ?
উত্তর : সাধারণত পানীয় জল বা জল সেচের সুযোগ-সুবিধা যুক্ত স্থান কে কেন্দ্র করে যে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে, তাকে জলবিন্দু বসতি বলে। উদাহরণ : মরুভূমির মাঝখানে মরুদ্যান কে কেন্দ্র করে এই ধরনের জনবসতি গড়ে ওঠে।
অথবা, পৌর পিণ্ড কাকে বলে?
উত্তর : আধুনিক নগরায়নের ফলশ্রুতিতে মূল নগরের সঙ্গে ছোট ছোট পৌর বসতির একত্রি ভবনের ফলে যে সুবৃহৎ নগর গড়ে ওঠে, তাকে পৌর পিণ্ড বলে।উদাহরণ : কলকাতা , মুম্বাই।
(xiv) ব্রেনড্রেন কী?
উত্তর : পরিব্রাজনের একটি বিশেষ দিক হল মেধা প্রবাহ। অর্থাৎ উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী, বুদ্ধিজীবী প্রমুখদের উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তরকে মেধা প্রবাহ বলে। এই মেধা প্রবাহের ফলে উন্নত দেশ আরো বেশি প্রযুক্তিগত দিক থেকে উন্নতি লাভ করে।