বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-9 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

IX

BENGALI (Group-A)

(বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

১। ঠিক বিকল্পটি নির্বাচন করা (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) ‘ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা-পুলিশ’ – বক্তা কে? – 

  • (ক) থানার দারোগা
  • (খ) চাওয়ালা জগা
  • (গ) চৌকিদার
  • (ঘ) নামহীন এক ব্যক্তি

উত্তর: Show

(গ) চৌকিদার

(ii) বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি ছিল- 

  • (ক) সোনার
  • (খ) রূপার
  • (গ) পিতলের
  • (ঘ) তামার

উত্তর: Show

(গ) পিতলের

(iii) ‘মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের’- (H.S. – 15)

  • (ক) বমি হয়
  • (খ) ঘুম পায়
  • (গ) রাগ হয়
  • (ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়

উত্তর: Show

(ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়

(iv) ‘দেবতার গতিক ভালো নয়কো’- বক্তা হলেন-

  • (ক) বাসিনী
  • (খ) বড়ো বউ
  • (খ) উচ্ছব
  • (ঘ) চন্নুনীর মা

উত্তর: Show

(ঘ) চন্নুনীর মা

(v) ‘গাঁ থেকে এইছি। খেতে পাইনে বাবা’- বক্তা কে?- 

  • (ক) মৃত্যুঞ্জয়
  • (খ) নিখিল
  • (গ) মৃত্যুঞ্জয়ের ভাই
  • (ঘ) ভিখিরি মানুষ

উত্তর: Show

(ক) মৃত্যুঞ্জয়

(vi) গাছ আনো …… বসাও। শূন্যস্থানে বসবে- (H.S. – 18)

  • (ক) ছাদে
  • (খ) বারান্দার টবে
  • (গ) বাগানে
  • (ঘ) উঠোনে

উত্তর: Show

(গ) বাগানে

(vii) ‘পথের দু’ধারে ছায়া ফেলে’-

  • (ক) দেবদারু গাছ
  • (খ) শাল গাছ
  • (গ) মহুয়া গাছ
  • (ঘ) শিমূল গাছ

উত্তর: Show

(ক) দেবদারু গাছ

(viii) ‘সে কখনো করে না বঞ্চনা’ -‘সে’ বলতে বোঝানো হয়েছে- (H.S. – 16)

  • (ক) কঠিনকে
  • (খ) মৃত্যুকে
  • (গ) সত্যকে
  • (ঘ) জীবনকে

উত্তর: Show

(গ) সত্যকে

(ix) ‘টিয়ার পালকের মতো সবুজ’ কী?- 

  • (ক) অশ্বত্থ ও কলাগাছের পাতা
  • (খ) পেয়ারা ও অশ্বত্থ গাছ
  • (গ) পেয়ারা ও নোনা গাছ
  • (ঘ) আম-জাম-কাঁঠাল গাছ

উত্তর: Show

(গ) পেয়ারা ও নোনা গাছ

(x) ‘এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল’- এরপর সে কী সেজেছিল?-

  • (ক) চাষি
  • (খ) রাজা
  • (গ) চাকর
  • (ঘ) পুরোহিত

উত্তর: Show

(ঘ) পুরোহিত

অথবা (xi) ‘আরে গেলো কোথায় লোকটা?- এখানে লোকটা হল- 

  • (ক) রজনীকান্ত
  • (খ) কালীনাথ
  • (গ) দিলদার
  • (ঘ) রামব্রিজ

উত্তর: Show

(ঘ) রামব্রিজ

(xii) শম্ভু মিত্র ‘বিভাব’ নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন, তা ছিল- 

  • (ক) উড়িয়া তামাশা
  • (খ) মারাঠি তামাশা
  • (গ) রাজস্থানী তামাশা
  • (ঘ) পুরানো বাংলা তামাশা

উত্তর: Show

(খ) মারাঠি তামাশা

অথবা, (xiii) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল- 

  • (ক) ব্রাহ্মণ বংশে
  • (খ) প্রাচীন রাজবংশে
  • (গ) কায়স্থ বংশে
  • (ঘ) দরিদ্র পরিবারে

উত্তর: Show

(ক) ব্রাহ্মণ বংশে

(xiv) “আমি তো চললাম- আবার দেখা হয় কিনা কে জানে”- কোন্ নাটকের উদ্ধৃতি? –

  • (ক) দুঃখীর ইমান
  • (খ) ছেঁড়া তার
  • (গ) পথিক
  • (ঘ) শর্মিষ্ঠা

উত্তর: Show

(গ) পথিক

অথবা, (xv) রজনীকান্তের প্রেমিকা তাঁকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল – 

  • (ক) শাজাহান
  • (খ) দিলদার
  • (গ) আলমগীর
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তর: Show

(গ) আলমগীর

(xvi) ‘একলাই নাকি?’- কার কথা বলা হয়েছে?-

  • (ক) আলেকজান্ডার
  • (খ) জুলিয়াস সিজার
  • (গ) দ্বিতীয় ফ্রেডরিক
  • (ঘ) ফিলিপ

উত্তর: Show

(ক) আলেকজান্ডার

অথবা, (xvii) গুরু নানক অনুচরসহ বসেছিলেন-

  • (ক) বাবলা তলায়
  • (খ) নদীর ধারে
  • (গ) পাথরের ওপরে
  • (ঘ) কুটির প্রাঙ্গণে

উত্তর: Show

(ক) বাবলা তলায়

(xviii) গুরুসদয় দত্ত কোন্ খেলার সঙ্গে যুক্ত?-

  • (ক) কবাডি
  • (খ) সার্কাস
  • (গ) ভলিবল
  • (ঘ) ব্রতচারী

উত্তর: Show

(ঘ) ব্রতচারী

(xix) হীরালাল সেনের তথ্যচিত্র হল- 

  • (ক) দিল্লি দরবার
  • (খ) বালা
  • (গ) দ্য ইনার আই
  • (ঘ) দুর্বার গতি পদ্মা

উত্তর: Show

(ক) দিল্লি দরবার

(xx) কলাভবনের আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনেন?- 

  • (ক) নন্দলাল বসু
  • (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) যামিনী রায়
  • (ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর: Show

(ক) নন্দলাল বসু

(xxi) মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা- মতটির প্রবক্তা- 

  • (ক) উইলিয়াম জোন্স
  • (খ) নোয়াম চমস্কি
  • (গ) উইলিয়াম কেরি
  • (ঘ) স্যামুয়েল ওয়েসলি

উত্তর: Show

(খ) নোয়াম চমস্কি

(xxii) দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, যতি হল- 

  • (ক) বিভাজ্য ধ্বনি
  • (খ) অবিভাজ্য ধ্বনি
  • (গ) বাধ্বনি
  • (ঘ) সহধ্বনি

উত্তর: Show

(খ) অবিভাজ্য ধ্বনি

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে’- মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কী ছিল? 

উ. কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরাজ ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে অন্য সকলের মত নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে।

(ii) ‘অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী’- একথা কে বলতো? 

উ. লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে উৎসবের ঠাকুমা বলতো – ‘রন্ন হলো মা নক্কী’ অর্থাৎ অন্যই লক্ষ্মী।

(iii) ‘জেগে উঠিলাম’-কে কোথায় জেগে উঠলেন? (H.S. – 20)

উ. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি রূপনারানের কূলে জেগে উঠলেন। 

(iv) ‘শীতের দুঃস্বপ্নের মতো’ কে নেমে আসে?

উ. কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো শীতের দুঃস্বপ্ন নেমে আসে।

(v) ‘অবসন্ন মানুষের শরীরে দেখি’- কবি কী দেখেন?

উ. নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় খনি শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। 

(vi) ‘গোধূলিমদির মেয়েটির মতো’- মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে?

উ. ‘বনলতা সেন’ কাব্যের কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় মেয়াটিকে দেখা যায়  পাড়াগাঁর বাসর ঘরে। 

গোধূলিমদির মেয়েটির মতো হলো – রাতের আকাশের নিঃসঙ্গ তারকা।

(vii) ‘বিশ্বভারতীই কী পারমিশন দেবে’?- কীসের পারমিশন? (H.S. – 17)

উ. ‘বিভাব’ নাটকে লভ সিনে নায়িকার কন্ঠে ফিল্মি কায়দায় গাওয়া ‘মালতি লতা দোলে’ – এই রবীন্দ্র সংগীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্র সংগীতের কপিরাইট ছিল।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন?

উ. ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারের পোশাক পরে, জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন। 

(viii) ‘হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়।’- কীসের জন্য এই শোভাযাত্রা হচ্ছিল?

উ. নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের শেষের দিকে বেঁচে থাকার ন্যূনতম চাহিদা চাল ও কাপড়ের দাবিতে এই শোভাযাত্রা হচ্ছিল।

অথবা, ‘তোমার চোখে জল, কেন বল তো?’-কার চোখে কেন জল এসেছে?

উ. প্রবীণ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চাটুজ্জের অভিনয়ে অভিভূত শ্রোতা প্রম্পটার কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে, আবেগে, ভালোবাসায়। 

(ix) ‘খরচ মেটাতো কে’? – কীসের খরচ?

উ. রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার, বিলাসব্যসনে প্রয়োজনীয় অর্থের কথাই এখানে বলা হয়েছে।

অথবা, ‘নেমে সে নালিশ জানালো’ – কে, কার কাছে নালিশ জানিয়েছিল?

উ. তৃষ্ণার্ত মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল যে, বলী কান্ধারি তাকে জল দিতে রাজি হননি। 

(x) তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কী?

উ. সমগোত্রজ বিভিন্ন ভাষার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তাদের উৎস ভাষা বা মূল ভাষাকে নির্ণয় করা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। 

(xi) সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী?

উ. সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হল এমন এক ধরনের প্রক্রিয়া, যেখানে শব্দের চেহারা পরিবর্তিত হয় এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোন পরিবর্তন ঘটে না। 

যেমন – টেলিফোন > ফোন, বড়দিদি > বড়দি

(xii) প্রকৃতি কাকে বলে?

উ. পদ বা পদের যে অবিভাজ্য অংশ পদকে মৌলিক ভাব প্রদান করে তাকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। যথা: নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতি। 

  • উদাহরণ:
    • নাম প্রকৃতি – গাছ, হাত।
    • ধাতু প্রকৃতি – চল্, বল্।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *