ভূগোল – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

ভূগোল – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Geography Set-4 ABTA HS Test Paper Solution 2023-2024)

ভূগোল – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24

IV (AC-176)

GEOGRAPHY

Table of Contents

MCQ

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর সঠিক উত্তর লেখো : 1 × 21 = 21

(i) ভূঅভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা – 

  • (a) ভাডোসস্তর 
  • (b) অ্যাকুইফার 
  • (c) অ্যাকুইক্লুড 
  • (d) সবগুলোই ঠিক

উত্তর : Show

(d) সবগুলোই ঠিক

(ii) ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে – 

  • (a) ল্যাপিস 
  • (b) ক্লিন্টস 
  • (c) কার্স্ট জানালা 
  • (d) পোনরস

উত্তর : Show

(a) ল্যাপিস

(iii) ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হল – 

  • (a) উত্থিত 
  • (b) অবনত 
  • (c) যৌগিক 
  • (d) প্রশমিত উপকূল

উত্তর : Show

(b) অবনত

(iv) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় – 

  • (a) ইনসেল বার্জ 
  • (b) মোনাডনক 
  • (c) বাজাদা 
  • (d) নদীমঞ্চ

উত্তর : Show

(b) মোনাডনক

(v) পাখির পালকের মতো দেখতে নদী নকসাকে বলে – 

  • (a) বৃক্ষরূপী 
  • (b) জাফরিরূপী 
  • (c) পিনেট আকৃতি 
  • (d) বিপরানদী

উত্তর : Show

(c) পিনেট আকৃতি

(vi) মৃত্তিকার A ও B স্তরকে একত্রে বলা হয় – 

  • (a) রেগোলিথ 
  • (b) পরিলেখ 
  • (c) ক্যাটেনা 
  • (d) সোলাম

উত্তর : Show

(d) সোলাম

(vii) নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হল – 

  • (a) এন্টিসল 
  • (b) অ্যান্ডিসল 
  • (c) আলটিসল 
  • (c) আসফিসল 

উত্তর : Show

(a) এন্টিসল

(viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হল – 

  • (a) উষ্ণ সীমান্ত 
  • (b) শীতল সীমান্ত 
  • (c) চক্ষু 
  • (d) দেওয়াল 

উত্তর : Show

(c) চক্ষু

(ix) বায়ুমণ্ডলে সমোষ্ণতল ও সমচাপতল সমান্তরালে হলে তা হল – 

  • (a) ব্যারোট্রপিক 
  • (b) ব্যারোক্লিনিক 
  • (c) জেটবায়ু 
  • (d) রসবিতরঙ্গ 

উত্তর : Show

(a) ব্যারোট্রপিক

(x) বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোশটি হল – 

  • (a) হ্যাডলি 
  • (b) ফেরেল 
  • (c) মেরু 
  • (d) অঙ্কুশন কোশ 

উত্তর : Show

(b) ফেরেল

(xi) পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় – 

  • (a) মেরু অঞ্চলে 
  • (b) ক্রান্তীয় অঞ্চলে 
  • (c) নিরক্ষীয় অঞ্চলে 
  • (d) মরু অঞ্চলে 

উত্তর : Show

(c) নিরক্ষীয় অঞ্চলে

(xii) ভূমিক্ষয় কি ধরনের দুর্যোগ? – 

  • (a) প্রাকৃতিক 
  • (b) আধা প্রাকৃতিক 
  • (c) মানবিক 
  • (d) অতি প্রাকৃতিক 

উত্তর : Show

(b) আধা প্রাকৃতিক

(xiii) জলসেচের সুবিধা যুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে – 

  • (a) আর্দ্র কৃষি 
  • (b) শুষ্ক কৃষি 
  • (c) সেচন কৃষি 
  • (d) উদ্যান কৃষি 

উত্তর : Show

(d) উদ্যান কৃষি

(xiv) স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হল – 

  • (a) আরবীয় কফি 
  • (b) রোবাষ্টা কফি 
  • (c) লাইবেরীয় কফি 
  • (d) জ্যামাইকান কফি 

উত্তর : Show

(a) আরবীয় কফি

(xv) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে – 

  • (a) কলকাতাতে
  • (b) দুর্গাপুরে
  • (c) হলদিয়াতে
  • (d) আসানসোলে  

উত্তর : Show

(c) হলদিয়াতে

(xvi) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম – 

  • (a) উত্তরপ্রদেশ 
  • (b) মহারাষ্ট্র 
  • (c) পশ্চিমবঙ্গ 
  • (d) তামিলনাডু 

উত্তর : Show

(b) মহারাষ্ট্র

(xvii) 24×7 উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল – 

  • (a) মোটর গাড়ি 
  • (b) তথ্যপ্রযুক্তি 
  • (c) ইঞ্জিনিয়ারিং 
  • (d) যানবাহন শিল্প 

উত্তর : Show

(c) ইঞ্জিনিয়ারিং

(xviii) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল – 

  • (a) NH-44 
  • (b) NH-2 
  • (c) NH-60 
  • (d) NH-23

উত্তর : Show

(a) NH-44

(xix) একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হল – 

  • (a) ভারত 
  • (b) চীন 
  • (c) ইতালি 
  • (d) সুইডেন 

উত্তর : Show

(d) সুইডেন

(xx) গ্রামীণ বসতির বেশির ভাগ মানুষ নিযুক্ত থাকে – 

  • (a) শিল্পকর্মে 
  • (b) পর্যটন শিল্পে 
  • (c) কৃষি কাজে 
  • (d) ব্যবসা বাণিজ্যে 

উত্তর : Show

(c) কৃষি কাজে

(xxi) ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে – 

  • (a) 2000 সালে 
  • (b) 2001 সালে
  • (c) 2002 সালে 
  • (d) 2003 সালে

উত্তর : Show

(a) 2000 সালে

VSAQ

2. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়) : 1 × 14 = 14

(i) পর্যায়ন প্রক্রিয়ার সংজ্ঞা দাও। 

উত্তর : নদী উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে নদী খাতের ঢালের মধ্যে যে ভারসাম্যে সৃষ্টি হয়, তা পর্যায়ন নামে পরিচিত।

(ii) ফেচ এর সংজ্ঞা দাও। 

উত্তর : সমগতি সম্পন্ন বায়ু বাধাহীনভাবে খোলা সমুদ্রপৃষ্ঠে বা উন্মুক্ত সমুদ্রে যতদূর অতিক্রম করে তাকে ফেচ বলে। এটি নটিক্যাল মাইলে পরিমাপ করা হয়। 

অথবা, সম্মুখ সমুদ্র তরঙ্গ (সোয়াস) কী? 

উত্তর : সমুদ্রে উৎপন্ন সমুদ্র তরঙ্গ যখন বাধাহীনভাবে দ্রুত গতিতে উপকূলের দিকে অগ্রসর হয় এবং উপকূলে আছড়ে পড়ে তাকে সোয়াস বলে । যে উপকূলে সোয়াশ শক্তিশালী হয় সেই উপকূলে পলি বালি নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়। 

(iii) নিক বিন্দু কাকে বলে? 

উত্তর : পুনযৌবন লাভের ফলে সৃষ্ট নদীর পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিক বিন্দু বলে।

  • এই বিন্দু বরাবর জলপ্রপাতের সৃষ্টি হয়।
  • এই বিন্দু বরাবর নদী দ্রুত মস্তক মুখে ক্ষয় করতে থাকে।

(iv) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। 

উত্তর : যেসব নদী ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ভূমি ভাগ গভীরভাবে কেটে পূর্বেকার প্রবাহ পথ বজায় রেখে প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে।

অথবা, বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও। 

উত্তর : যখন কোন অববাহিকায় প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী পরস্পর মিলিত হয়ে এমন নকশা সৃষ্টি করে যে, তা দেখলে শাখা-প্রশাখা বিশিষ্ট গাছের মতো মনে হয় তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে।

(v) মৃত্তিকার ক্যাটেনা কী? 

উত্তর : একই প্রকার আদিশিলা এবং জলবায়ু থাকা সত্ত্বেও কোন অঞ্চলের বিভিন্ন অংশে ভূমির বন্ধুরতা, উচ্চতা, ঢাল, ইত্যাদির পার্থক্যের জন্য বিভিন্ন প্রকৃতির মাটি সৃষ্টি হয়, একই অঞ্চলে এইরূপ বিভিন্ন মাটির পারস্পরিক সম্পর্ককে মৃত্তিকা ক্যাটেনা বলে। বিজ্ঞানী মিলনে সর্বপ্রথম এটি উদ্ভাবন করেন। 

অথবা, শারীরবৃত্তীয় শুষ্ক মাটির সংজ্ঞা দাও। 

উত্তর : যে মাটিতে প্রচুর পরিমাণ জল থাকলেও উদ্ভিদ শোষণ করে তা শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করতে পারেনা, সেই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। সমুদ্র উপকূল ও নদী মোহনার খাঁড়ি অঞ্চলের জোয়ার প্লাবিত লবণাক্ত মাটিতে প্রচুর পরিমাণে খনিজ লবণ দ্রবীভূত থাকে বলে ওই জল উদ্ভিদের কোন কাজে লাগে না। 

(vi) ঘূর্ণবাতের সংজ্ঞা দাও। 

উত্তর :ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের কোন স্থানে হঠাৎ যদি উষ্ণতা বৃদ্ধি পায় তখন ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হলে পার্শ্ববর্তী অঞ্চলের ঠান্ডা বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে এগিয়ে আছে এবং প্রবল মেঘে কুন্ডলি আকারে প্রবাহিত হয়,এবং উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এইভাবে নিম্নচাপ মুখী কেন্দ্রের দিকে বায়ুর কুন্ডলি আকারে প্রবাহকে ঘূর্ণবাত বলে। 

অথবা, গর্জনশীলচল্লিশা কী? 

উত্তর : দক্ষিণ গোলার্ধে ৪০ ডিগ্রী দক্ষিণ অক্ষরেখা বরাবর তীব্র গতিতে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে। 

(vii) ITCZ-এর পুরো নাম কী? 

উত্তর : Inter Tropical Convergence Zone

(viii) বায়োম এর সংজ্ঞা দাও। 

উত্তর : পৃথিবীর কোন অঞ্চলে জলবায়ু মাটির সঙ্গে সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীজগৎ এর পারস্পরিক মিথক্রিয়ার মধ্য দিয়ে যে সুনির্দিষ্ট ও বৃহৎ জীবগোষ্ঠি এবং প্রাণী গোষ্ঠী গঠিত হয়, তাকে জীবভূমি বা বায়োম বলে।অর্থাৎ জলবায়ু দ্বারা প্রভাবিত বিশেষ জীবমন্ডল  হল বায়োম। 

(ix) ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যের নাম কী? 

উত্তর : আসাম

(x) মিলেট কী? 

উত্তর : জোয়ার,  বাজরা, রাগী, জাতীয় নিকৃষ্ট মানের খাদ্য শস্যকে মিলেটস বলে। 

অথবা, শস্য প্রগাঢ়তার সূত্রটি লেখো। 

উত্তর : শস্য প্রগাঢ়তার সূত্র

(xi) মিশ্র কৃষির সংজ্ঞা দাও। 

উত্তর : যে বাজারমূখী ও প্রায় ঝুঁকিহীন কৃষি ব্যবস্থাতে কৃষি খামারের খাদ্যশস্য, ফল, শাকসবজি, ইত্যাদি চাষের সঙ্গে বাণিজ্যিকভাবে পশুপালন করে পশুজাত দ্রব্য উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। 

(xii) বিশুদ্ধ কাঁচামাল কী? 

উত্তর : যেসব কাঁচামাল থেকে উৎপাদিত শিল্প দ্রব্যের ওজন কাঁচামালের তুলনায় হ্রাস বা বৃদ্ধি পায় না, তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। উদাহরণ :- তুলো।

অথবা, ব্রেক অফ্ বাল্ক কী? 

উত্তর : শিল্পের কাঁচামাল বা পণ্যদ্রব্য পরিবহন কালে যে সমস্ত স্থানে বারবার পরিবহন যান বদল করে মালপত্র উঠানো নামানো হয়, সেইসব বাধ্যতামূলক বিরতিযুক্ত স্থানগুলোকে ব্রেক অফ বাল্ক বলে। 

(xiii) পুনঃরপ্তানি বাণিজ্য কী? 

উত্তর : এক দেশ থেকে পণ্য আমদানি করে পুনরায় অন্য দেশের রপ্তানি করাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে।

অথবা, শূন্য জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দাও। 

উত্তর : কোনো একটি নির্দিষ্ট দেশে ও নির্দিষ্ট সময়ে সেই দেশের মোট জন্মহার ও মোট মৃত্যুহার প্রায় সমান হলে, জনসংখ্যার কোনো রূপ পরিবর্তন হয়না, এইরূপ জনসংখ্যা বৃদ্ধিকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। 

(xiv) ক্রিয়ামূলক অঞ্চলের সংজ্ঞা দাও।

উত্তর : সামাজিক ক্রিয়া-কলাপের উপর ভিত্তি করে গড়ে ওঠা অঞ্চলকে ক্রিয়ামূলক অঞ্চল বলে। এটি প্রধানত অর্থনৈতিক অঞ্চলের একটি ভাগ। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *