বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-11 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XI

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) ‘বাদা থেকে চাল আসছে।’ ‘বাদা’ শব্দের অর্থ – 

  • (ক) বন 
  • (খ) জলাভূমি 
  • (গ) গুদাম 
  • (ঘ) গোলাঘর

উত্তর: Show

(খ) জলাভূমি

(ii) মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা চারজন। 

  • (ক) পাঁচজন 
  • (খ) সাতজন 
  • (গ) নয়জন 
  • (ঘ) চারজন

উত্তর: Show

(গ) নয়জন

(ii) ‘আমি স্বকর্ণে শুনেছি।’- এখানে ‘আমি’ – 

  • (ক) করিম ফরাজি 
  • (খ) ফজলু সেখ 
  • (গ) নকড়ি নাপিত 
  • (ঘ) মোল্লা সাহেব

উত্তর: Show

(খ) ফজলু সেখ

(iv) বুড়ো কর্তার বাঁচার কথা ছিল। – 

  • (ক) ৮২ বছর 
  • (খ) ৮৪ বছর 
  • (গ) ৯০ বছর 
  • (ঘ) ৯৮ বছর

উত্তর: Show

(ঘ) ৯৮ বছর

(v) বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল- (H.S. – 16)

  • (ক) ভাত 
  • (খ) ছাতু 
  • (গ) বাদার চাল 
  • (ঘ) মুড়ি 

উত্তর: Show

(খ) ছাতু

(vi) ‘চিনিলাম আপনারে’ – কবি নিজেকে চিনলেন- 

  • (ক) দুঃখে কষ্টে 
  • (খ) বেদনায় 
  • (গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায় 
  • (ঘ) যন্ত্রণায় যন্ত্রণায়

উত্তর: Show

(গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

(vii) আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো – 

  • (ক) কোমল সবুজ 
  • (খ) কোমল নীল 
  • (গ) কোমল নীলাভ 
  • (ঙ) নীল

উত্তর: Show

(খ) কোমল নীল

(viii) ‘মাঝে মাঝে শুনি’ – কবি শোনেন – 

  • (ক) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 
  • (খ) কয়লাখনির গভীর, বিশাল শব্দ 
  • (গ) দেবদারুর দীর্ঘ রহস্য 
  • (ঘ) নদীর কলতান

উত্তর: Show

(খ) কয়লাখনির গভীর, বিশাল শব্দ

(ix) ‘দেহ চায়’ – দেহ যা চায় তা হল- (H.S. – 17)

  • (ক) সবুজের সান্নিধ্য 
  • (খ) সবুজ বাগান 
  • (গ) সবুজ গাছ 
  • (ঘ) সবুজের সংস্পর্শ

উত্তর: Show

(খ) সবুজ বাগান

(x) ‘এই কিছুক্ষণের জন্য।’ – বক্তা কিছুক্ষণের জন্য- 

  • (ক) পুলিশ 
  • (খ) দাতাকর্ণ 
  • (গ) নায়ক 
  • (ঘ) নায়িকা

উত্তর: Show

(খ) দাতাকর্ণ

অথবা, (xi) … বক্তিয়ারের সিনটা? -বক্তিয়ারের সিনটা রয়েছে- 

  • (ক) শাজাহান নাটকে 
  • (খ) রিজিয়া নাটকে 
  • (গ) পথিক নাটকে 
  • (ঘ) নূরজাহান নাটকে

উত্তর: Show

(খ) রিজিয়া নাটকে

(xii) “ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া?” – ‘ড্যাব ড্যাব করে তাকিয়ে’ থাকবে- 

  • (ক) শম্ভু 
  • (খ) অমর 
  • (গ) চাঁদ 
  • (ঘ) বৌদি

উত্তর: Show

(গ) চাঁদ

অথবা, (xiii) ‘শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্ত মিশে আছে’- 

  • (ক) অভিনয় 
  • (খ) প্রতিভা 
  • (গ) যৌবন 
  • (ঘ) ট্যালেন্ট

উত্তর: Show

(খ) প্রতিভা

(xiv) অমর স্কুলে সংস্কৃতে পেয়েছিলেন- 

  • (ক) এগারো 
  • (খ) তেরো 
  • (গ) পনেরো 
  • (ঘ) দশ

উত্তর: Show

(খ) তেরো

অথবা, (xv) “বাঃ বাঃ দারুণ! কী ট্যালেন্ট” – একথা বলেছেন- 

  • (ক) দর্শক 
  • (খ) শ্রোতা 
  • (গ) জ্ঞানী ব্যক্তিরা 
  • (ঘ) কালীনাথ

উত্তর: Show

(খ) জ্ঞানী ব্যক্তিরা

(xvi) “সেখানে কী সবাই প্রাসাদেই থাকত?” – এখানে যে শহরের কথা বলা হয়েছে, তা হল- (H.S. – 16)

  • (ক) রোম 
  • (খ) বাইজেনটিয়াম 
  • (গ) লিমা 
  • (ঘ) থিবস

উত্তর: Show

(খ) বাইজেনটিয়াম

অথবা, (xvii) “মর্দানা জানায়…” মর্দানা জানিয়েছিল সে – 

  • (ক) পীর নানকের সঙ্গী 
  • (খ) দরবেশ নানকের সঙ্গী 
  • (গ) গুরু নানকের সঙ্গী 
  • (ঘ) সন্ন্যাসী নানকের সঙ্গী

উত্তর: Show

(ক) পীর নানকের সঙ্গী

(xviii) ‘রাঙামাটির পথ’ – চিত্রটি অঙ্কন করেছেন- 

  • (ক) রবীন্দ্রনাথ 
  • (খ) অবনীন্দ্রনাথ 
  • (গ) নন্দলাল বসু 
  • (ঘ) রামকিঙ্কর

উত্তর: Show

(গ) নন্দলাল বসু

(xix) “ছিন্নমূল” (১৯৫১) ছায়াছবিটি নির্মাণ করেন- 

  • (ক) সলিল সেন 
  • (খ) নিমাই ঘোষ 
  • (গ) সত্যজিৎ রায় 
  • (ঘ) মৃণাল সেন

উত্তর: Show

(খ) নিমাই ঘোষ

(xx) প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত – 

  • (ক) শিবচন্দ্র নন্দী 
  • (খ) গোলকচন্দ্র নন্দী 
  • (গ) মহেন্দ্রনাথ নন্দী 
  • (ঘ) রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়

উত্তর: Show

(ক) শিবচন্দ্র নন্দী

(xxi) কোনটি অবিভাজ্য ধ্বনি নয়- 

  • (ক) যতি 
  • (খ) দৈর্ঘ্য 
  • (গ) রূপমূল 
  • (ঘ) শ্বাসাঘাত

উত্তর: Show

(গ) রূপমূল

(xxii) বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন –

  • (ক) চমস্কি 
  • (খ) ব্লুমফিল্ড 
  • (গ) সোস্যুর 
  • (ঘ) জোন্স

উত্তর: Show

(খ) ব্লুমফিল্ড

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) “সেটা আশ্চর্য নয়।” কোন্ বিষয়টি আশ্চর্য নয়? 

উত্তর: দুর্ভিক্ষ ও মন্বন্তরের প্রেক্ষাপটে অনাহারে মৃত্যু ও মৃত ব্যক্তির ফুটপাতে পড়ে থাকা অত্যন্ত সাধারণ ও সহজবোধ্য বিষয় হয়ে উঠেছিল। কিন্তু মৃত্যুঞ্জয়ের মত অত্যন্ত সংবেদনশীল ও দরদী এক মানুষের কাছে এ ব্যাপারটাও যে জটিল বেদনা বহরূপ ধারণ করতে পারে এ কথা নিখিল জানতো তাই মৃত্যুঞ্জয়ের অকারণ উত্তেজিত হওয়াকে আশ্চর্য নয় বলে নিখিলের মনে হয়। 

(ii) “- তাহলে কী করব চৌকিদারদা?”- এই প্রশ্নের উত্তরে চৌকিদার কী বলেছিলেন? 

উত্তর: বেওয়ারিস বুড়ির মৃতকল্প দেহের সদগতি করার জন্য চৌকিদার নদীর চড়ায় ফেলে দিয়ে আসতে বলেছিলেন। 

(iii) “আগুন জ্বলল আবার -” – আবার আগুন জ্বলেছিল কেন?

উত্তর: ‘মহাপৃথিবী’র কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় শিকারী মানুষের ললুপতার শিকার হয় সুন্দরী বাদামি হরিণটি। তারই মাংস রান্নার জন্য আবার আগুন জ্বালানো হয়েছিল।

(iv) “মাঝে মাঝে শুনি” – কবি কী শোনেন?

উত্তর: নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।

(v) “আমি তা পারি না।”- কবি কী পারেন না? (H.S. – 16)

উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

(vi) কবির ‘চোখ’ ও ‘দেহ’ ‘আমি দেখি’ কবিতায় কী কী চায়?

উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে।

(vii) “এমনি এলাম – একেবারে এমনি নয়,” – বক্তা কী করতে এসেছিলেন? (H.S. – 22, 18)

উত্তর: ‘বিভাব’ নাটকের রচয়িতা তথা নায়ক অভিনেতা শম্ভু, অমরের বাড়িতে এসেছিলেন হাসির নাটকের খোরাক জোগাড় করতে।

অথবা, “মরে যাব তবু ভুলব না,” – বক্তা কী ভুলবেন না? (H.S. – 20)

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে রজনীকান্ত বলেছেন তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।

(viii) “লাগল ঝঞ্ঝাট। পালাও।” – ঝঞ্ঝাট লাগার কারণ কী?

উত্তর: অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল, আর এ থেকেই ঝঞ্ঝাট লাগার সম্ভাবনা।

অথবা, “চাকরিটা ছেড়ে দিলাম।” – বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? [H.S. – 18]

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়ের টানে, নাটকের প্রতি ভালবাসায় পুলিশের চাকরি ছেড়ে দেন।

(ix) “অমনি আমি বলে উঠি,” – বক্তা কী বলে ওঠেন?

উত্তর: ‘অলৌকিক’ গল্পের কথক কর্তার সিং দুগ্গাল বলে উঠেছিলেন যে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনকে যখন থামানো গেল তখন পাথরের চাঁইকে থামানো যাবে না কেন।

অথবা, “সেখানে কী সবাই প্রাসাদেই থাকত?” এখানে কোন্ নগরীর কথা বলা হয়েছে? 

উত্তর: ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ – কবিতায় সেখানে বলতে বাইজান্টিয়ামের কথা বলা হয়েছে। 

(x) মুন্ডমাল শব্দ কাকে বলে? 

উত্তর: একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

(xi) বাংলা বাক্যের পদক্রমটি লেখো। 

উত্তর: বাংলা বাক্যের প্রদক্রম হল – কর্তা, কর্ম ও ক্রিয়া (SOV)।

(xii) বর্ণনামূলক সমাসের অপর নাম কী?

উত্তর: বর্ণনামূলক সমাসের আর এক নাম হলো বহুব্রীহি সমাস।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *