বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

II

BENGALI (Group – A)

(নতুন পাঠক্রম)

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮

(i) “নদীতে ফেলে দিয়ে এসো! ঠিক গতি হয়ে যাবে- যা হবার!”- কথাটি –

  • (ক) নিবারণ বাগদির
  • (খ) ফজলু সেখের
  • (গ) ভটচাজ মহাশয়ের
  • (ঘ) চৌকিদারের

উত্তর: Show

(ঘ) চৌকিদারের

(ii) “মহানাম শতপতি তো এল না।”- মহানাম শতপতি এলে কী হবে?- 

  • (ক) পূজা হবে
  • (খ) বিবাহ হবে
  • (গ) ছরাদ হবে
  • (ঘ) নাচ গান হবে

উত্তর: Show

(গ) ছরাদ হবে

(iii) “দারুণ হতাশা জেগেছে ওর মনে।”- কার মনে হতাশা জেগেছে?- 

  • (ক) নিখিলের মনে
  • (খ) মৃত্যুঞ্জয়ের মনে
  • (গ) টুনুর মনে
  • (ঘ) নিখিলের স্ত্রীর মনে

উত্তর: Show

(খ) মৃত্যুঞ্জয়ের মনে

(iv) করিম ফরাজি একদা ছিল- (H.S. – 17)

  • (ক) ডাকাত
  • (খ) পেশাদার লাঠিয়াল
  • (গ) মৌলবি
  • (ঘ) পুরোহিত

উত্তর: Show

(খ) পেশাদার লাঠিয়াল

(v) মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে- 

  • (ক) ঝিঙেশাল
  • (খ) রামশাল
  • (গ) কনকপাণি
  • (ঘ) পদ্মজালি

উত্তর: Show

(খ) রামশাল

(vi) নিহত ভাইয়ের….. দেখে-

(ক) শীর্ণদেহ (খ) জরাজীর্ণ দেহ (গ) শবদেহ (ঘ) নিথর দেহ

উত্তর: Show

(গ) শবদেহ

(vii) “অবসন্ন মানুষের শরীরে” কবি কী দেখেন? (H.S. – 15)

  • (ক) চাঁদের কলঙ্ক
  • (খ) কুল কলঙ্ক
  • (গ) ধুলোর কলঙ্ক
  • (ঘ) চারিত্রিক কলঙ্ক

উত্তর: Show

(গ) ধুলোর কলঙ্ক

(viii) হরিণটি কোন্ সময়ের জন্য অপেক্ষা করছিল?-

  • (ক) বিকেলবেলা
  • (খ) ভোরবেলা
  • (গ) সন্ধ্যেবেলা
  • (ঘ) রাত্রিবেলা

উত্তর: Show

(খ) ভোরবেলা

(ix) “সে কখনো করে না বঞ্চনা।” কে বঞ্চনা করে না?- (H.S. – 16)

  • (ক) সত্য
  • (খ) স্বপ্ন
  • (গ) মূল্য
  • (ঘ) আঘাত

উত্তর: Show

(ক) সত্য

(x) “তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি।” কোন দেশের যাত্রার সংলাপ? –

  • (ক) পশ্চিমবঙ্গের
  • (খ) উড়ে দেশের
  • (গ) আসামের
  • (ঘ) বাংলাদেশের

উত্তর: Show

(খ) উড়ে দেশের

অথবা, (ix) “কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল।”- কে ট্যাক্সি ডেকে দিয়েছিল?-

  • (ক) কালীনাথ সেন
  • (খ) দিলদার
  • (গ) রামব্রীজ
  • (ঘ) অজিতেশ

উত্তর: Show

(গ) রামব্রীজ

(xii) রামব্রীজ কত টাকা বক্শিশ পেয়েছিলেন?- (H.S. – 22, 19)

  • (ক) তিন টাকা
  • (খ) চার টাকা
  • (গ) পাঁচ টাকা
  • (ঘ) দশ টাকা

উত্তর: Show

(ক) তিন টাকা

অথবা, (xiii) “সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেডপণ্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেন নি।”- উক্তিটি কার?-

  • (ক) শম্ভু মিত্রের
  • (খ) অমর গাঙ্গুলির
  • (গ) সার্জেন্টের
  • (ঘ) তৃপ্তি মিত্রের

উত্তর: Show

(খ) অমর গাঙ্গুলির

(xiv) “এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না।”- বাজে কথাটি কী?- (H.S. – 23)

  • (ক) একটা অস্পৃশ্য ভাঁড়
  • (খ) একটা নকলনবীশ
  • (গ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প
  • (ঘ) ওকে আমি চিনি

উত্তর: Show

(গ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প

অথবা, (xv) “The night is calling me-me-me” – বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন্ বিদেশী নাট্যকারের সংলাপ?

  • (ক) শেকস্পীয়র
  • (খ) বার্নার্ড শ
  • (গ) আইজেনস্টাইন
  • (ঘ) এলিয়ট

উত্তর: Show

(খ) বার্নার্ড শ

(xvi) মর্দানা, বলী কান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? –

  • (ক) একবার
  • (খ) দুইবার
  • (গ) তিনবার
  • (ঘ) চারবার

উত্তর: Show

(গ) তিনবার

অথবা, (xvii) গলদের কে নিপাত করেছিল?-

  • (ক) আলেকজান্ডার
  • (খ) ফ্রেডারিক
  • (গ) সিজার
  • (ঘ) ফিলিপ

উত্তর: Show

(গ) সিজার

(xviii) টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে?- (H.S. – 17)

  • (ক) রামনিধি গুপ্ত
  • (খ) সলিল চৌধুরী
  • (গ) যদু ভট্ট
  • (ঘ) নির্মলেন্দু চৌধুরী

উত্তর: Show

(ক) রামনিধি গুপ্ত

(xix) অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে- (H.S. – 17)

  • (ক) গুয়াশ
  • (খ) ওয়াশ
  • (গ) স্কেচ
  • (ঘ) পট

উত্তর: Show

(ক) গুয়াশ

(xx) প্রথম কোন্ বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন?-

  • (ক) বুলা চৌধুরী
  • (খ) মুনমুন দে চৌধুরী
  • (গ) আরতি সাহা
  • (ঘ) ঝুম্পা সাহা

উত্তর: Show

(গ) আরতি সাহা

(xxi) মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা –

  • (ক) ৩০ টি
  • (খ) ২৯ টি
  • (গ) ৩১ টি
  • (ঘ) ৩২ টি

উত্তর: Show

(ক) ৩০ টি

(xxii) একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে – (H.S. – 17)

  • (ক) সমাস
  • (খ) সন্ধি
  • (গ) পদদ্বৈত
  • (ঘ) প্রত্যয়

উত্তর: Show

(গ) পদদ্বৈত

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) “একটা কাজ করে দিতে হবে ভাই।” কোন্ কাজ করার কথা বলা হয়েছে?

উ. কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় তার সহকর্মী নিখিলকে তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য অনুরোধ করে। 

(ii) “পাঁচ ভাগে ভাত হয়?” – পাঁচ ভাগটি কী কী? (H.S. – 22)

উ. মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্প অনুসারে বড় বাড়িতে নিরামিষ ডাল, তরকারির সঙ্গে ঝিঙেশাল চালের ভাত এবং মাছের সঙ্গে রামশাল চালের ভাত খাওয়া হয়। বড়বাবু কনকপানি চাল, মেজো এবং ছোট বাবু বারোমাস পদ্মজালি চালের ভাত খান। বামুন, চাকর ও ঝি-দের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। পাঁচ ভাগ বলতে এই পাঁচ রকমের চালের কথা বোঝানো হয়েছে। 

(iii) সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কী করেছেন?

উ. জীবন সায়াহ্নে উপনীত সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ সত্যের দারুন মূল্য দিতে নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন।

(iv) দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে কেন?

উ. চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় দেশোয়ালীরা সারারাত মাঠে আগুন জ্বেলে শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য।

(v) “এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে / মাঝে মাঝে শুনি।” মাঝে মাঝে কী শোনা যায়?

উ. নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।

(vi) “গাছের সবুজটুকু শরীরে দরকার।” – সবুজটুকু শরীরে দরকার কেন?

উ. ‘অঙ্গুরি তোর হিরণ্য জল’-এর কবি শঙ্খ ঘোষ নগর সভ্যতার দৈনন্দিন যন্ত্রময়তার ক্লান্ত শরীরের আরোগ্যের জন্য গাছের সবুজ টুকু খুবই প্রয়োজন।

(vii) “আপনি বামুন মানুষ, মিছে কথা বলব না।” – বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? (H.S. – 15)

উ. নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটার কালীনাথ সেন সত্য কথা বলেছেন।

সত্য কথাটি হলো কালীনাথ সেনের রাত্রে ঘুমানোর ঘর নেই তাই তিনি গ্রীন রুমে ঘুমান। আর এই সত্য কথাখানি মালিকের কানে তুলতে না বলেছেন, কেননা তাহলে তিনি বেঘোরে মারা পড়বেন।

অথবা, ‘বিভাব’ নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কী? (H.S. – 19)

উ. কাবুকি থিয়েটারের বিশেষত্ব:

  • ১। কাবুকি একপ্রকার জাপানি থিয়েটার। 
  • ২। পর্যাপ্ত উপকরণের অভাবে শুধুমাত্র ভঙ্গিমার দ্বারা নাট্যউপস্থাপন। 
  • ৩। পরিপ্রেক্ষিতের বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন। 

(viii) “বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ” তার হতাশার কারণ কী?

উ. শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে প্রথম লভসিনে নায়কের প্রয়োজন পড়ায়, বৌদির নায়ক নির্বাচন করতে চাইলে অমর গাঙ্গুলী মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র যখন নায়ক হিসেবে শম্ভু মিত্রকে নির্বাচন করেন, তখন অমর সেই কথা শুনে স্পষ্টত হতাশ হয়ে পড়েন। 

অথবা, “শাহাজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?” -‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটকে উল্লিখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে?

উ. আলোচ্য সংলাপটি বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ‘রিজিয়া’ নাটকের অন্তর্গত বক্তিয়ার চরিত্রের। 

(ix) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন?

উ. শ্রমজীবী মানুষের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কবিতার জন্ম। রাজা আসে যায়, লাল জমা গায়, নীল জামা গায়। কিন্তু শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে – ওরা কাজ করে। আর তাই কবি শ্রমজীবী, মেহনতি মানুষদেরকেই ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন।

অথবা, হাসান আব্দালের বর্তমান নাম কী?

উ. কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে উল্লিখিত হাসান আব্দালয়ের বর্তমান নাম পাঞ্জাসাহেব। অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটক জেলার রাওলপিন্ডির কাছে হাসানআব্দাল তথা পাঞ্জা সাহেব অবস্থিত।

(x) সুরতরঙ্গ কী? উদাহরণ দাও।

উ. বাক্যের মধ্যে বিভিন্ন শব্দে সুরাঘাতের হ্রাসবৃদ্ধি অর্থাৎ, সুরের তীব্রতার ওঠা-নামার দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয়, তখন সেই সুরের ওঠানামাকে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ বলে।

যেমন –

  • বিবৃতি বাক্যঃ অন্তরীপ এখন ছবি আঁকবে।
  • প্রশ্নবাক্যঃ অন্তরীপ এখন ছবি আঁকবে?

(xi) LAD-এর পুরো নাম কী?

উ. নোয়ান চমস্কির মতে, মানুষের মাথায় একটা ভাষা-প্রত্যঙ্গ রয়েছে, যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস (Language Acquisition Device)। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উসকে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলে ল্যাড (LAD)।

(xii) শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও।

উ. ‘মৃগ’ শব্দটির মূল অর্থ ছিল ‘পশু’। বর্তমান অর্থ বা সঙ্কুচিত অর্থ পশুদের মধ্যে শুধু ‘হরিণ’কেই বোঝায়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *