বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-3 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

III

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮ 

(i) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – 

  • (ক) পাঁচজন লোক
  • (খ) সাতজন লোক
  • (গ) ন’জন লোক
  • (ঘ) দশজন লোক

উত্তর: Show

(গ) ন’জন লোক

(ii) ‘আজ চোখে পড়লো প্রথম’- প্রথম চোখে পড়লো – 

  • (ক) ফুটপাতে মৃত্যু
  • (খ) অনাহারে মৃত্যু
  • (গ) ভিক্ষুক
  • (ঘ) অনাহারে থাকা মানুষ

উত্তর: Show

(খ) অনাহারে মৃত্যু

(iii) থুত্থুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো- 

  • (ক) তুলোর কম্বল
  • (খ) ছেঁড়া কাপড়
  • (গ) নোংরা চাদর
  • (ঘ) দামী শাল

উত্তর: Show

(ক) তুলোর কম্বল

(iv) ‘এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি।’ কারণ –

  • (ক) তারা অসুস্থ
  • (খ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
  • (গ) তারা ঘরজামাই থাকে
  • (ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত

উত্তর: Show

(খ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না

(v) ‘সরকার ঘর কত্তে খরচা দেবে শুনছো না’?- একথা বলেছিল- 

  • (ক) গ্রামের সবাই
  • (খ) সতীশবাবু
  • (গ) সাধনবাবু
  • (ঘ) বাসিনীর ভাজ

উত্তর: Show

(গ) সাধনবাবু

(vi) ‘রূপনারানের কূলে’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?-

  • (ক) মানসী
  • (খ) সোনার তরী
  • (গ) শেষ লেখা
  • (ঘ) শেষ সপ্তক

উত্তর: Show

(গ) শেষ লেখা

(vii) ‘আমার ক্লান্তির উপরে ঝরুক’- 

  • (ক) বকুল ফুল
  • (খ) মহুয়া ফুল
  • (গ) শিউলি ফুল
  • (ঘ) এদের কোনোটিই নয়

উত্তর: Show

(খ) মহুয়া ফুল

(viii) ‘যা পারি কেবল – তা জাগে’- 

  • (ক) কবিতায়
  • (খ) চেতনায়
  • (গ) বিবেকে
  • (ঘ) ভাবনায়

উত্তর: Show

(ক) কবিতায়

(ix) ‘চারিদিকে পেয়ারা ও নোনার গাছ’- 

  • (ক) গোধূলিমদির মেয়েটির মতো
  • (খ) টিয়ার পালকের মতো
  • (গ) মচকা ফুলের পাপড়ির মতো
  • (ঘ) ভোরের রৌদ্রের মতো

উত্তর: Show

(খ) টিয়ার পালকের মতো

(x) ‘রাজা রথারোহণম নাটয়তি।’-এর অর্থ- 

  • (ক) রাজা রথে আরোহণ করলেন
  • (খ) রাজা রথ থেকে নামলেন
  • (গ) রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন
  • (ঘ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন

উত্তর: Show

(ঘ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন

অথবা, (xi) ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স- 

  • (ক) ৫০ বছর
  • (খ) ৬০ বছর
  • (গ) ৬৮ বছর
  • (ঘ) ৭০ বছর

উত্তর: Show

(গ) ৬৮ বছর

(xii) ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?’ সংলাপটি বলেছেন- 

  • (ক) বৌদি
  • (খ) শম্ভু
  • (গ) অমর
  • (ঘ) শম্ভু ও অমর

উত্তর: Show

(খ) শম্ভু

অথবা, (xiii) ‘শাহাজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে? – কোন্ নাটকের সংলাপ? –

  • (ক) জনা
  • (খ) রিজিয়া
  • (গ) নূরজাহান
  • (ঘ) মেবার পতন

উত্তর: Show

(খ) রিজিয়া

(xiv) ‘সাজাহান’ নাটকটির রচয়িতা- 

  • (ক) দ্বিজেন্দ্রলাল রায়
  • (খ) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
  • (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) গিরীশচন্দ্র ঘোষ

উত্তর: Show

(ক) দ্বিজেন্দ্রলাল রায়

অথবা, (xv) তুলসী লাহিড়ির নাটক থেকে বলি- (ফিল্মি ঢঙে) ‘আমি তো চললাম…’ -তুলসী লাহিড়ির কোন্ নাটকের উক্তি?- 

  • (ক) ছেঁড়াতার
  • (খ) পথিক
  • (গ) নবান্ন
  • (ঘ) এদের কোনোটিই নয়

উত্তর: Show

(খ) পথিক

(xvi) লিমা হল- 

  • (ক) গ্রিসের রাজধানী
  • (খ) পেরুর রাজধানী
  • (গ) বাদ্যযন্ত্র বিশেষ
  • (ঘ) মূল্যবান অলংকার

উত্তর: Show

(খ) পেরুর রাজধানী

অথবা, (xvii) গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন – 

  • (ক) জয় নিরহঙ্কার
  • (খ) জয়গুরু গোবিন্দ
  • (গ) জয় নিরঙ্কার
  • (ঘ) জয়গুরু

উত্তর: Show

(গ) জয় নিরঙ্কার

(xviii) ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা- 

  • (ক) নন্দলাল বসু
  • (খ) রামকিঙ্কর বেইজ
  • (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
  • (ঘ) সুনীল দাস

উত্তর: Show

(গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

(xix) ‘ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী।’-গানটি লিখেছিলেন- 

  • (ক) মুকুন্দ দাস
  • (খ) মানবেন্দ্র মুখোপাধ্যায়
  • (গ) সলিল চৌধুরী
  • (ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: Show

(ক) মুকুন্দ দাস

(xx) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হল-

  • (ক) বিল্বমঙ্গল
  • (খ) রাজা হরিশ্চন্দ্র
  • (গ) জামাইষষ্ঠী
  • (ঘ) নল দময়ন্তী

উত্তর: Show

(খ) রাজা হরিশ্চন্দ্র

(xxi) ক্লিপিংস-এর উদাহরণ হল-

  • (ক) স্পা
  • (খ) ফেসবুক
  • (গ) DM
  • (ঘ) ফোন

উত্তর: Show

(ঘ) ফোন

(xxii) তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হল-

  • (ক) ড্
  • (খ) ঢ্
  • (গ) ড়্
  • (ঘ) ঢ়্

উত্তর: Show

(ঘ) ঢ়্

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?’- কোন অপরাধের কথা বলা হয়েছে? 

উ. ফ্রয়েডীয় চিন্তা-ভাবনার লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় পেট ভরে খেয়ে বেঁচে আছে, আর একটা লোক না খেতে পেয়ে মরে গেল। এই ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে অপরাধবোধ জাগিয়ে তুলেছে বলেই সে এমন উক্তি করেছে।

(ii) “ছোটোলোকে বলে ‘ডাওর’।”- ‘ডাওর’ কী?

উ. ‘ডাওর’ – হলো আঞ্চলিক উপভাষার শব্দ, যার অর্থ প্রবল বৃষ্টিপাত। শীতকালের রাঢ় বাংলায় বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ছোটলোকেরা তাকে বলে ডাওর।

(iii) ‘অপেক্ষা করছিল।’- কে, কার জন্য অপেক্ষা করছিল? 

উ. উত্তররৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণটি নক্ষত্রহীন আঁধার রাতে নিরন্তর প্রচেষ্টায় চিতাবাঘিনির হাত থেকে নিজেকে রক্ষা করেছিল। সে জানত ভোরের আলো ফুটলেই তার এই প্রচেষ্টার অবসান হবে। তাই সে ব্যাকুল ভাবে ভোরের এই কাঙ্ক্ষিত জন্য অপেক্ষা করছিল।

(iv) ‘অনেক, অনেক দূরে আছে।’- অনেক দূরে কী আছে? 

উ. নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি কাঙ্ক্ষিত মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক, অনেক দূরে।

(v) ‘বাগানে বসাও।’ -বাগানে কী বসাবার কথা বলা হয়েছে?

উ. ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় নগর জীবনের যান্ত্রিকতা, বিষাক্ত ধূলিধূসরিত পান্ডুরতা, বিবর্ণ পৃথিবীর নির্মমতায় কবির মন ও চোখ দুই-ই ক্লান্ত এবং দূষিত। সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। আর সে কারণেই গাছ তুলে এনে বাগানে বসাবার নির্দেশ দিয়েছেন।

(vi) ‘যে মেয়ে নিখোঁজ,’-মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? 

উ. রাজনৈতিক ষড়যন্ত্রে কিছু অসামাজিক মানুষের কার্যকলাপে অপহৃতা ও নির্যাতিতা এবং পাশবিক অত্যাচারে ছিন্নভিন্ন দেহ জঙ্গলে পরিত্যক্তা; তাই সে নিখোঁজ। 

(vii) ‘বহুরূপী তখন লাটে উঠবে’- বহুরূপী লাটে উঠবে কেন? 

উ. ‘বিভাব’ নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে ‘বহুরূপী’ লাটে উঠবে।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ বিদেশি নাটকের ছায়ায় রচিত?

উ. আন্তন চেখভের ‘সোয়ন সং’ নাটকের অনুপ্রেরণায় রচিত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকটি।

(viii) অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রোমোশন দেননি কেন? 

উ. অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র তেরো পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রোমোশন দেননি।

অথবা ‘এই তো জীবনের সত্য কালীনাথ,’- সত্যটা কী? 

উ. অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না। এটাই হল জীবনের সত্য। 

(ix) ‘উনি রীতিমতো হতভম্ব।’- কে, কী দেখে হতভম্ব হয়েছিলেন? 

উ. দরবেশ বলী কান্ধারি যখন দেখেন যে, তার কুয়োয় একটুকুও জল নেই তখন তিনি হতভম্ব হয়েছিলেন। 

অথবা, ‘যখন সমুদ্র তাকে খেলে’- সমুদ্র কাকে খেয়েছিল? (H.S. – 17)

উ. শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গ্রিক পুরান অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই ‘সমুদ্র তাকে খেলো’ বলে উল্লেখ করেছেন।

(x) প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। 

উ. প্রধান ভাষা বিজ্ঞানের পাঁচটি শাখা হলো –

  • ১। ধ্বনিবিজ্ঞান (Phonetics) 
  • ২। ধ্বনিতত্ত্ব (Phonology)
  • ৩। রূপতত্ত্ব (Morphology)
  • ৪। বাক্য তত্ত্ব (Syntex)
  • ৫। শব্দার্থ তত্ত্ব (Semantics)

(xi) উদাহরণসহ ‘প্রকৃতি’ বুঝিয়ে দাও।

উ. পদ বা পদের যে অবিভাজ্য অংশ পদকে মৌলিক ভাব প্রদান করে তাকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। যথা: নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতি। 

উদাহরণ:

  • নাম প্রকৃতি – গাছ, হাত।
  • ধাতু প্রকৃতি – চল্, বল্।

(xii) ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝায়?

উ. দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।

যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *