দর্শন – সেট 3 (Page AC-101) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Philosophy Set-3 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-101, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025
দর্শন – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-101
III (Page No. : AC-101)
Philosophy (PHIL)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1 × 24 = 24
(i) অবধারনের ভাষায় প্রকাশিত রূপকে বলে-
- (a) যুক্তি
- (b) অনুমান
- (c) বচন
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(c) বচন
(ii) ‘Logos’ শব্দটির অর্থ হল-
- (a) বচন
- (b) যুক্তি
- (c) অনুমান
- (d) চিন্তা।
উত্তর : Show
(d) চিন্তা
(iii) বৈধতার প্রশ্নটি জড়িত-
- (a) বাক্যের সঙ্গে
- (b) বচনের সঙ্গে
- (c) যুক্তির সঙ্গে
- (d) সিদ্ধান্তের সঙ্গে।
উত্তর : Show
(c) যুক্তির সঙ্গে
(iv) যদি p তাহলে q, q নয়: P নয়- এই যুক্তির আকারটি হল-
- (a) বৈধ M.P
- (b) বৈধ M.T
- (c) বৈধ H.S
- (d) বৈধ D.S।
উত্তর : Show
(b) বৈধ M.T
(v) ‘PvQ’- এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি-
- (a) P সত্য এবং Q মিথ্যা হয়
- (b) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
- (c) P মিথ্যা এবং Q সত্য হয়
- (d) P সত্য এবং Q সত্য হয়।
উত্তর : Show
(b) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
(vi) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল-
- (a) লৌকিক আরোহ
- (b) বৈজ্ঞানিক আরোহ
- (c) মন্দ উপমা
- (d) ভালো উপমা।
উত্তর : Show
(c) মন্দ উপমা
(vii) যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল-
- (a) A বচন
- (b) E বচন
- (c) I বচন
- (d) O বচন।
উত্তর : Show
(d) O বচন
(viii) লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন-
- (a) মিল
- (b) হবস
- (c) বেকন
- (d) জনসন।
উত্তর : Show
(c) বেকন
(ix) নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হল-
- (a) দুই
- (b) তিন
- (c) চার
- (d) পাঁচ।
উত্তর : Show
(d) পাঁচ
(x) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল-
- (a) দৃষ্টান্তের সংখ্যা
- (b) পর্যবেক্ষণ ও পরীক্ষা
- (c) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
- (d) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম।
উত্তর : Show
(b) পর্যবেক্ষণ ও পরীক্ষা
(xi) আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই-
- (a) বৈধ
- (b) অবৈধ
- (c) সম্ভাব্য
- (d) সত্য।
উত্তর : Show
(c) সম্ভাব্য
(xii) FERIO মূর্তিটি বৈধ হয়-
- (a) প্রথম সংস্থানে
- (b) দ্বিতীয় সংস্থানে
- (c) তৃতীয় সংস্থানে
- (d) চতুর্থ সংস্থানে।
উত্তর : Show
(a) প্রথম সংস্থানে
(xiii) বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন-
- (a) বেইন
- (b) মিল
- (c) হেগেল
- (d) রাসেল।
উত্তর : Show
(a) বেইন
(xiv) ‘আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। সুতরাং বৃষ্টি হবে’ এক্ষেত্রে মিলের পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) সহপরিবর্তন পদ্ধতি
- (d) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি।
উত্তর : Show
(a) অন্বয়ী পদ্ধতি
(xv) বিবর্তন হল একপ্রকার –
- (a) অবরোহ অনুমান
- (b) আরোহ অনুমান
- (c) উপমানুমান
- (d) মাধ্যম অনুমান।
উত্তর : Show
(a) অবরোহ অনুমান
(xvi) সকল অ-S হয় P-বচনটির ভেনচিত্র হল-
উত্তর : Show
d
(xvii) Pv ~ P- এই যৌগিক বচনটি সর্বদা-
- (a) স্বতঃ মিথ্যা
- (b) স্বতঃসত্য
- (c) অনিশ্চিত
- (d) অনির্দিষ্টমান।
উত্তর : Show
(b) স্বতঃসত্য
(xviii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হল –
পূর্ববর্তী ঘটনা | অনুবর্তী ঘটনা |
A1BC | a1bc |
A2BC | a2bc |
A3BC | a3bc |
∴ ‘A’ হল ‘a’ এর কারণ।
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) সহপরিবর্তন পদ্ধতি
- (d) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি।
উত্তর : Show
(c) সহপরিবর্তন পদ্ধতি
(xix) স্থায়ী করণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হল-
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) সহপরিবর্তন পদ্ধতি
- (d) পরিশেষ পদ্ধতি।
উত্তর : Show
(a) অন্বয়ী পদ্ধতি
(xx) শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল –
- (a) কারণের গুণগত লক্ষণ
- (b) পরিমাণগত লক্ষণ
- (c) পরিমানগত ও গুণগত লক্ষণ
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(b) পরিমাণগত লক্ষণ
(xxi) কাকতালীয় দোষ ঘটে-
- (a) অন্বয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে
- (b) ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে
- (c) সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে।
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(b) ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে
(xxii) অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনের তা হল-
- (a) সামান্য বচন
- (b) বিশেষ বচন
- (c) যৌগিক বচন
- (d) প্রাকল্পিক বচন।
উত্তর : Show
(b) বিশেষ বচন
(xxiii) মিল হলেন –
- (a) এককারণবাদী
- (b) বহুকারণবাদী
- (c) জড়বাদী
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(b) বহুকারণবাদী
(xxiv) সাত্তিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি হল-
উত্তর : Show
b
#দর্শন – সেট 3 (Page AC-102) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 16 = 16
(i) বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো।
উত্তর : যে মতবাদ অনুসারে একাধিক কারণ একত্র মিলিত হয়ে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহুকারণ সমন্বয়।
উদাহরণ : যখন একাধিক লোক মিলিত হয়ে একটি গাড়ি টানে, তখন বহুকারণ সমন্বয় কার্যটি সম্পন্ন হয়।
(ii) অমাধ্যম অনুমান কাকে বলে?
উত্তর : যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে অমাধ্যম অনুমান বলে।
উদাহরণ : কোনো মশা নয় মাছি। – ‘E’
∴ কোনো মাছি নয় মশা। – ‘E’
(iii) বিরুদ্ধ পদ কাকে বলে?
উত্তর : যদি দুটি পদ এমন দুটি শ্রেণিকে বোঝায়, যাদের কোনো বস্তুই উভয় শ্রেণির অন্তর্ভুক্ত হতে পারে না এবং ওই দুটি পদ দ্বারা নির্দিষ্ট শ্রেণির সবটুকু সম্পূর্ণ হয়, তখন সেই বিরোধী দুটি পদকে পরস্পরের বিরুদ্ধ পদ বা পরিপূরক পদ বলে।
অথবা, বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে?
উত্তর : বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে অস্বীকার করতে হবে তখন সেক্ষেত্রে সে দোষ ঘটবে তা হল বিকল্প পরিগ্রহন দোষ।
(iv) সম্বন্ধ অনুযায়ী বচন কয়প্রকার ও কী কী?
উত্তর : সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার, যথা – নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন।
অথবা, শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝায়?
উত্তর : যে শ্রেণিতে অন্তঃতপক্ষে একজনও সদস্য নেই অথবা যে শ্রেণিতে কোনো বস্তুর বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে।
(v) যুক্তির বৈধতা বলতে কী বোঝায়?
উত্তর : যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে সিদ্ধান্তটি সহ যখন আশ্রয়বাক্যে থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয় অর্থাৎ আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। একেই বলা হয় যুক্তির বৈধতা।
অথবা, পদের ব্যাপ্যতা কাকে বলে?
উত্তর : নিরপেক্ষ বচনের কোনো পদের যখন সমগ্র ব্যাক্তার্থকে গ্রহণ করা হলে সেই বচনের সেই পদটি ব্যাপ্য হয় এবং নিরপেক্ষ বচনের কোনো পদের যখন আবিশ্যিক ব্যাক্তার্থকে গ্রহণ করা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় পদের ব্যাপ্যতা।
(vi) রীড প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো।
উত্তর : পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান, গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
অথবা, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী?
উত্তর : কারণ হল কতগুলি শর্তের সমষ্টি। অপরপক্ষে, শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয়।
(vii) যদি ‘A’ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধে বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে?
উত্তর : ‘A’ বচন মিথ্যা হলে A-এর বিরুদ্ধ বচন হবে – ‘O’ এবং তার অসম বিরোধী বচন হবে – ‘E’। ‘A’ বচন মিথ্যা হলে E বচন হবে অনিশ্চিত।
অথবা, বিপরীত বিরোধিতা কাকে বলে?
উত্তর : একই উদ্দেশ্য ও একই বিধেয় পদযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যখন গুনগত পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় বিপরীত বিরোধিতা।
উদাহরণ : সকল মানুষ হয় ধার্মিক ব্যক্তি। – ‘A’
কোনো মানুষ নয় ধার্মিক ব্যক্তি। – ‘E’
(viii) গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের (M.P) একটি উদাহরণ দাও।
উত্তর : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।
বৃষ্টি হয়েছে।
∴ মাটি ভিজেছে।
যুক্তিটির আদর্শরূপ : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বৃষ্টি হয়েছে। ∴ মাটি ভিজেছে। দোষ : বৈধ (M.P.)
সাংকেতিক আকার : যদি p তবে q . হয় p. ∴ হয় q
(ix) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন?
উত্তর : সাধারণ মানুষ কার্য-কারণ সমন্বয়ের ওপর নির্ভর না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে অনুমান করে থাকে। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়।
অথবা, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?
উত্তর : কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্য-কারণ নীতির ওপর ভিত্তি করে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান।
(x) আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও।
উত্তর : ভিজে কাঠে অগ্নিসংযোগ না করলে ধূম সৃষ্টি হয় না এবং ভিজে কাঠে অগ্নিসংযোগ করলে ধূম সৃষ্টি হয়। অতএব, ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হল ধূম সৃষ্টির আবশ্যিক পার্যাপ্ত শর্ত।
(xi) একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও।
উত্তর : রাম, শ্যাম ও যদু তিনজনের ম্যালেরিয়া জ্বর হয়েছে। রাম ও শ্যাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে। অতএব, যদুও কুইনাইন খেয়ে ভালো হবে।
অথবা, মিল প্রদত্ত উপমা যুক্তির সংজ্ঞা দাও।
উত্তর : যে আরোহ অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দু-একটি বাহ্যিক বিষয়ে মিল বা সাদৃশ্য লক্ষ্য করে যখন সেই দুইয়ের মধ্যে অপর কোনো এক সাদৃশ্যের অনুমান লক্ষ্য করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে।
(xii) অনির্দিষ্ট বচনাকার কাকে বলে?
উত্তর : যে যৌগিক বচনের সত্যসারণীর নিবেশন দৃষ্টান্ত সত্য ও মিথ্যা উভয়ই হয়, তাকে বলা হয় অনির্দিষ্ট বচনাকার।
অথবা, একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর : সংযৌগিক বচনের যেকোনো একটি সংযোগী বচন মিথ্যা হলে সমগ্র সংযৌগিক বচন মিথ্যা হবে।
(xiii) প্রকৃতির একরূপতা নীতির মূল কথা কী?
উত্তর : যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, তাকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি।
অথবা, কার্য কারণ নিয়ম বলতে কী বোঝায়?
উত্তর : যে নীতি অনুসারে প্রকৃতির রাজ্যে প্রত্যেকটি ঘটনার কোনো না কোনো কারণ রয়েছে, বিনা কারণে কোনো কিছুই ঘটতে পারে না, তাকে কার্য কারণ নিয়ম বলে।
(xiv) ভেনচিত্র প্রকাশ করো: সাংবাদিকরা উপস্থিত।
উত্তর : L.F – কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। – ‘I’
বুলীয় ভাষ্যরূপ : SP ≠ 0
ভেনচিত্র উপস্থাপন
(xv) অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝায়?
উত্তর : কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোন একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয়, তখন তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য।
(xvi) ‘A’ বচনের সরলাবর্তনের উদাহরণ দাও।
উত্তর : সকল ফুল হয় পুষ্প। – ‘A’
∴ সকল পুষ্প হয় ফুল। – ‘A’