দর্শন – সেট 1 (Page AC-9) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Philosophy Set-1 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-9, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025
দর্শন – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-9
I (Page No. : AC-9)
Philosophy (PHIL)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1 × 24 = 24
(i) ‘Logos’ শব্দটির অর্থ হল –
- (a) অনুমান
- (b) চিন্তা
- (c) সংবেদন
- (d) বচন।
উত্তর : Show
(b) চিন্তা
(ii) বৈধতার প্রশ্নটি জড়িত হল –
- (a) বাক্যের সঙ্গে
- (b) বচনের সঙ্গে
- (c) সিদ্ধান্তের সঙ্গে
- (d) যুক্তি আকারের সঙ্গে।
উত্তর : Show
(d) যুক্তি আকারের সঙ্গে
(iii) অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় –
- (a) কল্পনা
- (b) অনুভূতি
- (c) সংবেদন
- (d) যুক্তি।
উত্তর : Show
(d) যুক্তি
(iv) শর্ত অনুযায়ী বচন দুই প্রকার –
- (a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
- (b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন
- (c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
- (d) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন।
উত্তর : Show
(a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
(v) প্রতিটি নঞর্থক বচনের ………. পদটি অবশ্যই ব্যাপ্য হয় –
- (a) উদ্দেশ্য
- (b) বিধেয়
- (c) উদ্দেশ্য ও বিধেয়
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(b) বিধেয়
(vi) ‘বচনের বিরোধিতার’ ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নঞর্থক বচনের সত্যমূল্য হবে –
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) অনিশ্চিত
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(b) মিথ্যা
(vii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় –
- (a) বিপরীত বিরোধিতা
- (b) অধীন বিপরীত বিরোধিতা
- (c) বিরুদ্ধ বিরোধিতা
- (d) অসম বিরোধিতা।
উত্তর : Show
(b) অধীন বিপরীত বিরোধিতা
(viii) ‘FERISON’ মূর্তিটি বৈধ হয় –
- (a) প্রথম সংস্থানে
- (b) দ্বিতীয় সংস্থানে
- (c) তৃতীয় সংস্থানে
- (d) চতুর্থ সংস্থানে।
উত্তর : Show
Ans
(ix) পক্ষ পদ অপ্রধান আশ্রয়বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল –
- (a) সিদ্ধান্তের বিধেয় স্থানে
- (b) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
- (c) সাধ্য আশ্রয়বাক্যের বিধেয় স্থানে
- (d) সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে।
উত্তর : Show
(b) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
(x) যদি p তাহলে q, q নয় p নয় – এই যুক্তি আকারটি হল –
- (a) বৈধ M.P.
- (b) বৈধ M.T.
- (c) বৈধ H.S.
- (d) বৈধ D.S.
উত্তর : Show
(b) বৈধ M.T.
(xi) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল-
- (a) বৈকল্পিক বচন
- (b) প্রাকল্পিক বচন
- (c) নিরপেক্ষ বচন
- (d) স্ব-বিরোধী বচন।
উত্তর : Show
(c) নিরপেক্ষ বচন
(xii) অশূন্য বা সাত্তিক শ্রেণীর ভেনচিত্রটি হল –
উত্তর : Show
(b)
(xiii) “কোনো অ-S নয় অ-P “এই বচনটির বুলীয় ভাষ্য হল-
- (a) \(SP=0\)
- (b) \(\overline{S}P=0\)
- (c) \(\overline{S}\overline{P}=0\)
- (d) \(S\overline{P}=0\)
উত্তর : Show
(c) \(\overline{S}\overline{P}=0\)
(xiv) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে –
- (a) শুধুমাত্র অঙ্গবচনের উপর
- (b) শুধুমাত্র যোজকের উপর
- (c) অঙ্গবচন ও যোজকের উপর
- (d) এদের কোনোটিই নয়।
উত্তর : Show
(c) অঙ্গবচন ও যোজকের উপর
(xv) “P ≡ ~ P” এই বচনাকারটি –
- (a) স্বত্যঃসত্য
- (b) স্বতঃমিথ্যা
- (c) অনিয়ত
- (d) অসম্ভব।
উত্তর : Show
(b) স্বতঃমিথ্যা
(xvi) “খেলা চলবে যদি না বৃষ্টি হয়”- বচনটির প্রতীকায়িত রূপ হল-
- (a) ~ R ⊃ M
- (b) M ⊃ ~ R
- (c) ~ M ⊃ R
- (d) ~ R ⊃ ~ M
উত্তর : Show
(a) ~ R ⊃ M
(xvii) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল-
- (a) সাদৃশ্যের সংখ্যা
- (b) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
- (c) ব্যক্তিগত বৈসাদৃশ্য
- (d) ব্যক্তিগত সাদৃশ্য।
উত্তর : Show
Ans
(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হল-
- (a) বৈধতা নির্ণয়
- (b) অবৈধতা নির্ণয়
- (c) আকারগত সত্যতা নির্ণয়
- (d) সামান্যীকরণ।
উত্তর : Show
(d) সামান্যীকরণ
(xix) অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হল আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া।
- (a) বৈজ্ঞানিক
- (b) সাদৃশ্যমূলক
- (c) লৌকিক
- (d) গাণিতিক।
উত্তর : Show
Ans
(xx) বহুকারণবাদকে সমর্থন করেন
- (a) অ্যারিস্টটল
- (b) কান্ট
- (c) কোপি
- (d) বেইন।
উত্তর : Show
(d) বেইন
(xxi) “ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ”- এখানে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল –
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত
- (d) যৌক্তিক শর্ত।
উত্তর : Show
(c) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত
(xxii) ………. এর মতে, কারণ হল সদর্থক এবং নঞর্থক শর্তের সমষ্টি।
- (a) অ্যারিস্টটল
- (b) মিল
- (c) কোপি
- (d) বেইন।
উত্তর : Show
(b) মিল
(xxiii) মিলের যে পদ্ধতিতে ‘কাকতালীয় দোষ’ হয় তা হলো –
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) যুগ্ম পদ্ধতি
- (d) সহ-পরিবর্তন পদ্ধতি।
উত্তর : Show
(b) ব্যতিরেকী পদ্ধতি
(xxiv) মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হল –
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) সহ-পরিবর্তন পদ্ধতি
- (c) ব্যতিরেকী পদ্ধতি
- (d) মিশ্র পদ্ধতি।
উত্তর : Show
(a) অন্বয়ী পদ্ধতি
#দর্শন – সেট 1 (Page AC-11) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 16 = 16
(i) যুক্তি কাকে বলে?
উত্তর : যুক্তি হল এমন বচন সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর একটি বচনের সত্যতার ওপর নির্ভর করে বলে দাবি করা হয়।
উদাহরণ : সকল মানুষ হয় মরণশীল।
রাম হয় মানুষ।
∴ রাম হয় মরণশীল।
অথবা, যুক্তির বৈধতা বলতে কী বোঝো?
উত্তর : যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে সিদ্ধান্তটি সহ যখন আশ্রয়বাক্যে থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয় অর্থাৎ আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। একেই বলা হয় যুক্তির বৈধতা।
(ii) বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো।
উত্তর : বিপরীত বিরোধিতায় গুনগত পার্থক্য লক্ষ করা যায়। বিরুদ্ধ বিরোধিতায় গুন ও পরিমান উভয়গত পার্থক্য লক্ষ করা যায়।
অথবা, যদি ‘A’ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে?
উত্তর : ‘A’ বচন সত্য হলে ‘A’ এর বিরুদ্ধ বিরোধি বচন হবে ‘O’ এবং তার অসম বিরোধি বচন হবে ‘E’, অতএব ‘A’ বচন সত্য হলে ‘E’ বচন হবে মিথ্যা।
(iii) অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।
উত্তর : একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে। কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। অর্থাৎ একটি বচন সত্য হলে অপরটি বচনটি হবে অনিশ্চিত।
(iv) ‘O’ বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা।
উত্তর : কোনো কোনো মানুষ নয় সৎব্যাক্তি – ‘O’ (সত্য)। কোনো কোনো সৎব্যাক্তি নয় মানুষ -‘O’ (মিথ্যা)
অথবা, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি?
উত্তর : আশ্রয়বাক্যের গুন সিদ্ধান্তে পরিবর্তিত হবে।
(v) পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে?
উত্তর : ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে অবৈধ হয় এবং এক্ষেত্রে যে দোষ ঘটে তা হল পূর্বগ অস্বীকারজনিত দোষ।
অথবা, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের M.P. আকারের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বৃষ্টি হয়েছে। অতএব মাটি ভিজেছে।
যুক্তিটির আদর্শরূপ : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বৃষ্টি হয়েছে। ∴ মাটি ভিজেছে। দোষ : বৈধ (M.P.)
সাংকেতিক আকার : যদি p তবে q . হয় p. ∴ হয় q
(vi) একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়?
উত্তর : বিকল্প স্বীকার জনিত দোষ।
(vii) ভেনচিত্রে প্রকাশ করো: “সাংবাদিকরা উপস্থিত”
উত্তর : L.F – কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। – ‘I’
বুলীয় ভাষ্যরূপ : SP ≠ 0
ভেনচিত্র উপস্থাপন
(viii) ‘অস্তিত্বমূলক তাৎপর্য’ কাকে বলে?
উত্তর : কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোন একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয়, তখন তাকে বলা হয়। অস্তিত্বমূলক তাৎপর্য।
অথবা, ‘O’ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি?
উত্তর : \(S\overline{P}≠0\)
(ix) ‘Pv~P’ বচনাকারটি কখন সত্য হয়?
উত্তর : P-এর মান সত্য বা মিথ্যা যাই ধরি না কেন বচনাকারটি সত্য হবে।
P | Q | ~P | Pv~P |
T | T | F | T |
T | F | F | T |
F | T | T | T |
F | F | T | T |
অথবা, যদি ‘P ⊃ Q’ মিথ্যা হয় তাহলে ‘Q’-র সত্যমূল্য কী হবে?
উত্তর : প্রথম অংশটি সত্য এবং দ্বিতীয় অংশটি মিথ্যা থাকলে উত্তর মিথ্যা হবে। P ⊃ Q মিথ্যা, অর্থাৎ P = T, Q=F
∴ P ⊃ Q মিথ্যা হলে সেক্ষেত্রে Q-এর সত্যমূল্য হবে মিথ্যা।
(x) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তর : একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনকে বলাহয় নিবেশন দৃষ্টান্ত।
(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী?
উত্তর : পর্যবেক্ষণ এবং পরীক্ষণ।
অথবা, ‘আরোহমূলক লাফ’ কি?
উত্তর : আরোহ অনুমানের বিশেষজ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে অগ্রসর হত্তয়ার যাত্রাকে তর্ক বিজ্ঞানীরা বলেছেন আরোহমূলক লাফ।
(xii) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়?
উত্তর : অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কারণ অবৈজ্ঞানিক আরোহ অনুমান হল বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রারম্ভিক স্তর।
(xiii) উপমা যুক্তির ভিত্তি কি?
উত্তর : অসম্পূর্ণ সাদৃশ্য।
(xiv) বহুকারণবাদ বলতে কী বোঝো?
উত্তর : যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ এর দ্বারা উৎপন্ন হয়, সেই মতবাদকে বলা হয় বহুকারণবাদ।
(xv) মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো।
উত্তর : কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
(xvi) পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো?
উত্তর : যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি ঘটে সেই শর্তটিকে সমগ্র ঘটনার পর্যাপ্ত শর্ত বলা হয়।
অথবা, ‘বিষপান হল মৃত্যুর কারণ’- এক্ষেত্রে ‘কারণ’ কথাটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : পর্যাপ্ত শর্ত।
dorson Er r set diben na akta set diyei hoye gelo ? 😒
Good