দর্শন – সেট 4 (Page AC-137) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Philosophy Set-4 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-137, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025
দর্শন – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-137
IV (Page No. : AC-137)
Philosophy (PHIL)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1 × 24 = 24
(i) যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে –
- (a) অবরোহ
- (b) আরোহ
- (c) সাপেক্ষ
- (d) নিরপেক্ষ।
উত্তর : Show
(a) অবরোহ
(ii) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত, সত্য হয় তবে যুক্তিটি –
- (a) অবশ্যই বৈধ হবে
- (b) অবশ্যই অবৈধ হবে
- (c) বৈধ বা অবৈধ হবে
- (d) এদের কোনোটিই নয়।
উত্তর : Show
(c) বৈধ বা অবৈধ হবে
(iii) কোন্ যুক্তির সব অবয়বগুলিই নিরপেক্ষ বচন?-
- (a) সাপেক্ষ
- (b) মাধ্যম
- (c) নিরপেক্ষ
- (d) অমাধ্যম।
উত্তর : Show
(c) নিরপেক্ষ
(iv) ………. বচনে দুটি পদই বাপ্য।-
- (a) A
- (b) E
- (c) I
- (d) O
উত্তর : Show
(b) E
(v) .………. বচনের গুণ নির্দেশ করে। –
- (a) উদ্দেশ্য
- (b) বিধেয়
- (c) সংযোজক
- (d) বিকল্প।
উত্তর : Show
(c) সংযোজক
(vi) দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্য ……….. হবে –
- (a) মিথ্যা
- (b) সত্য
- (c) সংশয়াত্মক
- (d) সার্বিক।
উত্তর : Show
(a) মিথ্যা
(vii) E বচনের অনুবর্তী হল
- (a) A
- (b) E
- (c) I
- (d) O।
উত্তর : Show
(d) O
(viii) EE মূর্তিতে ………. দোষ আছে। –
- (a) দুটি নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ
- (b) অবৈধ সাধ্য
- (c) অবৈধ পক্ষ
- (d) অব্যাপ্য হেতু।
উত্তর : Show
(a) দুটি নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ
(ix) মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হল একটি –
- (a) নিরপেক্ষ বচন
- (b) প্রাকল্পিক বচন
- (c) বৈকল্পিক বচন
- (d) কোনোটিই নয়।
উত্তর : Show
(a) নিরপেক্ষ বচন
(x) যদি p তবে q, p/ ∴ q –
- (a) বৈধ
- (b) অবৈধ
- (c) সংশয়াত্মক
- (d) বিরুদ্ধ।
উত্তর : Show
(a) বৈধ
(xi) O বচনের বুলীয়রূপ হল –
- (a) \(S \overline{P}=O\)
- (b) \(S P=O\)
- (c) \(SP≠O\)
- (d) \(S \overline{P}≠O\)
উত্তর : Show
(d) \(S \overline{P}≠O\)
(xii) মৎস্যকন্যা নেই বচনটির ভেনচিত্র হল-
উত্তর : Show
(b)
(xiii) ‘•’, ‘V’, ‘⊃’ ‘ ≡’ প্রভৃতি চিহ্নগুলি হল –
- (a) গ্রাহক
- (b) ধ্রুবক
- (c) মানক
- (d) সংযোজক।
উত্তর : Show
(b) ধ্রুবক
(xiv) P ≡ q – এই বাক্যটি হল –
- (a) প্রাকল্পিক
- (b) বৈকল্পিক
- (c) দ্বি-প্রাকল্পিক
- (d) সংযৌগিক।
উত্তর : Show
(c) দ্বি-প্রাকল্পিক
(xv) সত্যসারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন তিনটি হবে তখন সারির সংখ্যা হবে
- (a) ২টি
- (b) ৪টি
- (c) ৬টি
- (d) ৮টি।
উত্তর : Show
(d) ৮টি
(xvi) একবাচক বচন থেকে সার্বিক বচনে আসা অথবা কমব্যাপক সার্বিক বচন থেকে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম হল –
- (a) সামান্যীকরণ
- (b) পর্যবেক্ষণ
- (c) পরীক্ষণ
- (d) আরোহ অনুমানমূলক লাফ।
উত্তর : Show
(a) সামান্যীকরণ
(xvii) অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হল –
- (a) অবাধ অভিজ্ঞতা
- (b) কার্যকরণ
- (c) সাদৃশ্য
- (d) আরোহমূলক লাফ।
উত্তর : Show
(a) অবাধ অভিজ্ঞতা
(xviii) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই –
- (a) সুনিশ্চিত
- (b) সম্ভাব্য
- (c) সত্য
- (d) বৈধ।
উত্তর : Show
(b) সম্ভাব্য
(xix) ‘মেঘ না করলে বৃষ্টি হয় না’- এখানে ‘কারণ’ কথাটি –
- (a) পর্যাপ্ত শর্তরূপ কারণ
- (b) আবশ্যিক শর্তরূপে কারণ
- (c) আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ
- (d) এদের কোনোটিই নয়।
উত্তর : Show
(b) আবশ্যিক শর্তরূপে কারণ
(xx) শর্ত কয়প্রকার?
- (a) দুই
- (b) তিন
- (c) চার
- (d) পাঁচ।
উত্তর : Show
(b) তিন
(xxi) বহুকারণবাদকে সমর্থন করেন-
- (a) অ্যারিস্টটল
- (b) কান্ট
- (c) কোপি
- (d) বেইন।
উত্তর : Show
(d) বেইন
(xxii) অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করলে দোষ হয়
- (a) অস্তিত্বমূলক দোষ
- (b) কাকতালীয় দোষ
- (c) অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ
- (d) বহুকারণ দোষ।
উত্তর : Show
(b) কাকতালীয় দোষ
(xxiii) ‘শিক্ষা যতই প্রসারলাভ করছে, অপরাধের সংখ্যা ততই কমছে, সুতরাং অনুমান করা যায় যে, শিক্ষার প্রসারই হল অপরাধ কমার কারণ’ – এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, সেটি হল
- (a) অন্বয়ী
- (b) ব্যতিরেকী
- (c) সহপরিবর্তন
- (d) পরিশেষ।
উত্তর : Show
(c) সহপরিবর্তন
(xxiv) আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তক হলেন –
- (a) কোপি
- (b) মিল
- (c) বেইন
- (d) অ্যারিস্টটল।
উত্তর : Show
(b) মিল
#দর্শন – সেট 4 (Page AC-137) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 16 = 16
(i) যুক্তির অংশ বা অবয়বগুলি কী কী?
উত্তর : যুক্তির দুটি অবয়ব যথা – i) আশ্রয় বা হেতু বা যুক্তিবাক্য ও ii) সিদ্ধান্ত
অথবা, যুক্তির আকার বলতে কী বোঝায়?
উত্তর : যুক্তির গঠন বিন্যাস বা কাঠামোকে বলা হয় যুক্তির আকার।
(ii) বিরূপতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো।
উত্তর :
অথবা, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?
উত্তর : একই উদ্দেশ্য ও এই বিধেয়পদযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুন ও পরিমাণ উভয়গত পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে।
(iii) যদি A বচন সত্য হয় তাহলে অনুবর্তী বচনের সত্যমূল্য কী হবে?
উত্তর : A বচন সত্য হলে A-এর অনুবর্তী বচন হবে I। অতএব A বচন সত্য হলে I বচন হবে সত্য।
(iv) সম-আবর্তন কাকে বলে?
উত্তর : যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান এক হয় তাকে সম-আবর্তন বলে।
অথবা, ‘০’ বচনের আবর্তন সম্ভব?
উত্তর : ‘০’ বচনের আবর্তন সম্ভব নয়। কারণ ‘০’ বচনের আবর্তন করতে গিয়ে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম তথা যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়। সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য পারে না। এই নিয়মটি লঙ্ঘিত হয়।
(v) মিশ্র প্রাকল্পিক ন্যায়ের ‘অস্বীকার সংক্রান্ত’ নিয়মটি উল্লেখ করো।
উত্তর : ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তের পূর্বগকে অস্বীকার করতে হবে।
(vi) D.S আকারে প্রতীকী উদাহরণ দাও।
উত্তর : হয় p অথবা q
নয় p
∴ হয় q
(vii) কোনো S নয় অ-P বচনটির বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অঙ্কন করো।
উত্তর : L.F. : কোনো S নয় অ-P – E
বুলীয়ভাষ্য : \(S\overline{P}=0\)
ভেনচিত্র উপস্থাপন :
(viii) অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে?
উত্তর : কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোন একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয়, তখন তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য।
অথবা, নব্যযুক্তি বিজ্ঞানীরা প্রচলিত যুক্তি বিজ্ঞানের কোন বিরোধিতাকে গ্রহণ করেছেন?
উত্তর : বিরুদ্ধ বিরোধিতা।
(ix) একটি সংযৌগিক বচনাকার কখন সত্য হয়?
উত্তর :
অথবা, বৈধতা বিচার করো: p ⊃ q / p / ∴ q
উত্তর :
p | q | p ⊃ q | p | ∴ q |
T | T | T | T | T |
T | F | F | T | F |
F | T | T | F | T |
F | F | T | F | F |
∴ যুক্তির আকারটি বৈধ।
(x) স্বতঃসত্য বচন কাকে বলে?
উত্তর : যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশণ দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় স্বতঃসত্য বচন।
অথবা, স্বতঃমিথ্যা বচন কাকে বলে?
উত্তর : যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশণ দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় স্বতঃমিথ্যা বচন।
(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী?
উত্তর : পর্যবেক্ষণ ও পরিক্ষণ।
(xii) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও।
উত্তর : আমি যে কয়টি কাক দেখেছি সেগুলো কালো। (অন্য কোনো রঙের কাক আমি আজ পর্যন্ত দেখিনি)
∴ সকল কাক হয় কালো।
অথবা, মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও।
উত্তর : রণিতা ও রমিতা দুই বোন। দুজনের প্রথম অক্ষর ‘র’ । দুজনেরই প্রিয় রং নীল, দুজনেই বাংলা পড়তে ভালোবাসে, দুজনেই ফুটবল খেলা দেখতে ভালোবাসে। যেহেতু রণিতা স্কুলে প্রথম হয়। সেহেতু রমিতাও স্কুলে প্রথম হবে।
(xiii) ‘আরোহমূলক লাফ’ বলতে কী বোঝায়?
উত্তর : আরোহ অনুমানের বিশেষজ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে অগ্রসর হত্তয়ার যাত্রাকে তর্ক বিজ্ঞানীরা বলেছেন আরোহমূলক লাফ।
(xiv): ‘অগ্নিকাণ্ডের ফলে বাঁশ, দরমা, খড় প্রভৃতি দাহ্য বস্তু দিয়ে তৈরি একটি ঘর ভষ্মীভূত হল’ – এই ঘটনার ২ টি সদর্থক শর্তের উল্লেখ করো।
উত্তর : এই ঘটনার সদর্থক শর্তগুলি হল – অক্সিজেন ও অগ্নিসংযোগ।
(xv) শক্তির নিত্যতা সূত্র কী?
উত্তর : এই পৃথীবিতে যে সমস্ত শক্তি আছে তা অবিনশ্বর। শক্তির রূপান্তর ঘটে মাত্র কিন্তু তার পরিমাণের কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না।
অথবা, পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও।
উত্তর : বিষপান করলে মৃত্যু ঘটবে। কিন্তু বিষপান না করলেও মৃত্যু ঘটতে পারে। যেমন: কলেরা, টাইফয়েড। অতএব, বিষপান হল মৃত্যুর পর্যাপ্ত শর্ত।
(xvi) ক, খ-এর আবশ্যিক শর্ত – একথার অর্থ কী?
উত্তর : ‘ক’ না ঘটলে ‘খ’ ঘটে না। কিন্তু ‘ক’ ঘটলে ‘খ’ নাও ঘটতে পারে।
Dorson er aro set guli den sir