স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Health and Physical Education Set-1 ABTA HS Test Paper Solution 2023-2024)

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-2024

I (AC-70)

HEALTH AND PHYSICAL EDUCATION (PHED)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 8 = 8

(i) আধুনিক অলিম্পিক পতাকাটির নকসা কে তৈরি করেন? 

(a) থিয়োডিসিয়াস 

(b) ব্যারন পিয়ের দ্যা কুবার্তিন 

(c) ভলিন্দেরা সিং 

(d) হেনরি মার্টিন ডিডেরান 

উত্তর :Show

(b) ব্যারন পিয়ের দ্যা কুবার্তিন

(ii) অলিম্পিক মোটো (অদর্শ) “অলটিয়াসের” অর্থ – 

(a) আরো জোড়ে 

(b) আরো উঁচুতে 

(c) আরো শক্তিশালী 

(d) এদের কোনোটিই নয় 

উত্তর : Show

(b) আরো উঁচুতে 

(iii) বয়ঃসন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে কত বছরে শুরু – 

(a) 11 

(b) 18 

(c) 13 

(d) 14

উত্তর : Show

(c) 13

অথবা, (iv) গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলে – 

(a) জীব বল বিদ্যা 

(b) টেকনো স্পোর্টস 

(c) স্পোর্টস ম্যানেজমেন্ট 

(d) স্পোর্টস মেডিসিন

উত্তর : Show

(d) স্পোর্টস মেডিসিন

(v) সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাস হার মিনিটে – 

(a) 1-5 

(b) 20-30 

(c) 35-40 

(d) 12-15

উত্তর : Show

(d) 12-15

অথবা, (vi) অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি হল – 

(a) আসন 

(b) প্রাণায়াম 

(c) প্রত্যাহার 

(d) ধ্যান

উত্তর : Show

(b) প্রাণায়াম

(vii) Motivation কথার অর্থ হল – 

(a) প্রক্ষোভ 

(b) প্রবৃত্তি 

(c) আগ্রহ 

(d) কোনোটি নয়

উত্তর : Show

(b) প্রবৃত্তি 

(viii) কোন্‌ যন্ত্রের সাহায্যে রক্তের শর্করার পরিমাণ জানা যায়? – 

(a) স্ফিগমোম্যানোমিটার 

(b) স্টেথোস্কোপ 

(c) থার্মোমিটার 

(d) গ্লুকোমিটার

উত্তর : Show

(d) গ্লুকোমিটার

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

2. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1 × 4 = 4 

(i) রক্তচাপ কাকে বলে? 

উত্তর :  রক্ত চলাচলের সময় ধমনির গায়ে যে চাপ তৈরি হয়, তাকেই রক্তচাপ বলে।

অথবা, (ii) BMI-এর সূত্রটি লেখো। 

উত্তর :

BMI

(iii) WHO-এর পুরো নাম কী? 

উত্তর : World Health Organization 

অথবা, (iv) আধুনিক অলিম্পিক কত সালে পুনঃসংস্করণ করা হয়? 

উত্তর : 1896 খ্রিষ্টাব্দে

(v) নমনীয়তা বা Flexibility কাকে বলে? 

উত্তর : বাইরে থেকে প্রযুক্ত টানজনিত বল কিংবা চাপজনিত বা সংকোচক বলের অধীনে কোনও পদার্থের ফেটে, ভেঙে বা টুকরো না হওয়া পর্যন্ত অস্থিতিস্থাপক ও স্থায়ী রূপবিকার প্রর্দশন করার যান্ত্রিক ধর্মটিকেই নমনীয়তা বা Flexibility বলে।

অথবা, (vi) প্রক্ষোভ কী? 

উত্তর : উদ্দীপকের প্রভাবে প্রভাবিত মানসিক অবস্থা এবং তার সঙ্গে সম্পর্কিত দৈহিক প্রক্রিয়াকে প্রক্ষোভ বা আবেগ বলে।

(vii) ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? 

উত্তর : ক্রীড়া প্রশিক্ষণ হল একপ্রকার শিক্ষামূলক প্রক্রিয়া যা বৈঞ্জানিক নীতির উপর প্রতিষ্ঠিত ও যার লক্ষ্য হল ক্রীড়া-প্রতিযোগিতায় উচ্চদক্ষতা প্রর্দশনের উদ্দেশ্যে ক্রীড়াবিদ্ দের প্রস্তুত করা।

অথবা, (viii) কত বছর বয়স থেকে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?

উত্তর : ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় ১৩ বছর বয়স থেকে এবং মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় ১১ বছর বয়স থেকে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *