স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Health and Physical Education Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-2024

II (AC-97)

HEALTH AND PHYSICAL EDUCATION (PHED)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 8 = 8 

(i) প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়? 

(a) 14 

(b) 18 

(c) 15 

(d) 11

উত্তর : Show

(c) 15

(ii) অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? 

(a) অস্ট্রেলিয়া 

(b) এশিয়া 

(c) আফ্রিকা 

(d) ইউরোপ 

উত্তর : Show

(b) এশিয়া

(iii) একগ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালরির পরিমাণ হল – 

(a) 9.3 

(b) 5.1 

(c) 4.5 

(d) 4.1

উত্তর : Show

(d) 4.1

(iv) সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাসের হার মিনিটে ………. বার হয়ে থাকে। 

(a) 1-5 

(b) 20-30 

(c) 12-16 

(d) 35-40 

উত্তর : Show

(c) 12-16

(v) Motivation শব্দটি এসেছে ল্যাতিন শব্দ – 

(a) Movere 

(b) Motivra 

(c) Motive 

(d) Motivation 

উত্তর : Show

(a) Movere

(vi) সহজাত প্রবৃত্তি হল ………. টি। 

(a) 14 

(b) 17 

(c) 19 

(d) 16

উত্তর : Show

(b) 17

(vii) জ্যাভলিন নিক্ষেপ সেক্টর-কোণ কত ডিগ্রি? – 

(a) 34° 

(b) 28° 

(c) 29° 

(d) 29.34°

উত্তর : Show

(c) 29°

(viii) অনুলোম-বিলোম হল একটি – 

(a) আসন

(b) প্রাণায়ম 

(c) ধ্যান 

(d) কর্মযোগ

উত্তর : Show

(b) প্রাণায়ম

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তিন/চার লাইনের মধ্যে দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 4 = 4

(i) I.O.C এর পূর্ণরূপ লেখো। 

উত্তর : International Olympic Committee 

অথবা, শারীর শিক্ষার সংজ্ঞা দাও। 

উত্তর : C.A. বিউকার এর মতে – শারীরশিক্ষা হল সমস্ত শিক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টাই হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে শারীরিক, মানসিক, প্রাদেশিক ও সামাজিক দিক থেকে উপযুক্ত নাগরিক গড়ে তোলা।

(ii) প্রবাহী বায়ু কাকে বলে? 

উত্তর : স্বাভাবিক ভাবে শ্বাস গ্ৰহণ(প্রশ্বাস) এবং শ্বাস ত্যাগে(নিঃশ্বাস)যে পরিমাণ বায়ু গৃহীত বা বর্জিত হয় তার পরিমাণকে প্রবাহী বায়ু বলে। এর পরিমাণ 500ml।

অথবা, কোন্‌ যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? 

উত্তর : স্ফিগমোম্যানোমিটার

(iii) কোন যন্ত্রের সাহায্যে বায়ুধারকত্ব পরিমাপ করা হয়? 

উত্তর : ‘ওয়েট স্পাইরোমিটার’।

অথবা, ফার্টলেক কথাটির অর্থ কী? 

উত্তর : ফার্টলেক কথাটির অর্থ হল – গতির খেলা।

(iv) উচ্চলম্ফনের পদক্ষেপগুলি লেখো। 

উত্তর : (a) অ্যপ্রোচ রান, (b) টেক অফ, (c) ক্রস -বার অতিক্রম এবং (d) ল্যান্ডিং।

অথবা, বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কী বোঝ?

উত্তর : দূরপাল্লার দৌড়ের জন্য বা কোনো কাজ দীর্ঘক্ষণ চালিয়ে যাওয়ার জন্য সহনশীলতার প্রয়োজন হয়। এই সহনশীলতা বৃদ্ধি করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কেই বিরামযুক্ত প্রশিক্ষণ বলা হয়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *