একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 6

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 6

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 6

/40
75

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 6

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিকল্পসমূহ:

2 / 40

2) বুড়োর পরনে ছিল –

3 / 40

3) ফাঁসূড়েকে সে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা হল –

4 / 40

4) Assertion-Reasoning Type

সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (A): কবি সাম্যের গান গেয়েছেন।

কারণ (R): কবি চান পৃথিবীতে সব ধর্মের ব্যবধান মুছে যাক।

বিকল্পসমূহ:

5 / 40

5) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল …….।

6 / 40

6) সাঁওতালি ভাষার লিপির নাম –

7 / 40

7) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

ক্ষেন্তির চেহারা হল – 

(i) খুব লম্বা

(ii) গোলগোল

(iii) মুখটি ছোট্ট

(iv) চোখগুলি ডাগর

বিকল্পসমূহ:

8 / 40

8) ইন্দো-ইউরোপীয় শাখাটি কটি শাখায় বিভক্ত?

9 / 40

9) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

আমি চুরিই করি, আর যাই করি, আমি তোমার ……… মূলীভূত কারণ।

10 / 40

10) বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও:

বিবৃতি ১: সহায়হরি নিঃশব্দে খিড়কী দোর দিয়ে বাহির হয়ে গেলেন।

 

বিবৃতি ২: সহায়হরি পুঁইশাকের পক্ষ নিয়ে অন্নপূর্ণাকে চটাতে চাননি।

বিকল্পসমূহ :

11 / 40

11) কোথায় আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?

12 / 40

12) বাংলা ভাষার জন্ম হয় কবে?

13 / 40

13) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

বালতিক …….. ভাষাগুচ্ছের অন্তর্গত।

14 / 40

14) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থের মধ্যে যে চিরকুটটি পাওয়া যায় তা হল ……. ।

15 / 40

15) Assertion-Reasoning Type 

সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (A): সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। 

কারণ (R): আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব?

বিকল্পসমূহ:

16 / 40

16) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল –

17 / 40

17) ‘বিড়াল’ প্রবন্ধটির বক্তা কে?

18 / 40

18) কবিতানুসারে সঠিক ক্রমটি নির্ণয় করো:

(i) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে / কবির কোনো লিপিকার স্বর

(ii) আর তুচ্ছ ফাঁসুড়েকে / দিচ্ছে ঝুলিয়ে

(iii) ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ

(iv) কবি তাঁর সুর নিয়ে / শ্বাস ফেলছেন জনতার মাঝখানে।

বিকল্পসমূহ:

19 / 40

19) স্তন্ত মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিকল্পসমূহ:

20 / 40

20) ক্ষেন্তির জন্য শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল?

21 / 40

21) আনুমানিক ১৩৯৯ খ্রিস্টাব্দে নদিয়া জেলার অন্তর্গত কোন্ গ্রামে কৃত্তিবাস জন্মগ্রহণ করেন?

22 / 40

22) ‘আমরা কিছু পাইব না কেন?’ – বিড়াল এখানে কী না পাওয়ার কথা বলেছে?

23 / 40

23) মার্জার মনে মনে হেসে, কমলাকান্তের দিকে তাকিয়ে ভাবছিল যে –

24 / 40

24) কেস স্টাডি:

১৭২২ খ্রিস্টাব্দে বর্ধমানের অম্বিকা – কালনায় শাক্ত পদাবলির এই বিশিষ্ট কবি জন্ম নেন যিনি মহারাজা প্রতাপচাঁদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তাঁর পদাবলী সংগ্রহে রয়েছে প্রায় ২৪০ টি পদ। কোন্‌ শাক্ত পদকর্তার কথা বলা হচ্ছে?

বিকল্পসমূহ:

25 / 40

25) সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে

26 / 40

26) একটি প্রচলিত ভাষার প্রধান অবলম্বন তার –

27 / 40

27) ‘যোগায় অমৃত ফল’ – কে জোগায়?

28 / 40

28) দ্রাবিড় ভাষাবংশের প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল –

29 / 40

29) উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন?

30 / 40

30) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

সে যে ……… ছাড়া আর কিছুই খায় না।

31 / 40

31) ‘পুঁইমাচা’ গল্পের শুরু হয় কোন্ ঋতুতে?

32 / 40

32) সিন্ধু সভ্যতা আসলে –

33 / 40

33) ‘সাম্যবাদী কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন?

34 / 40

34) চৈতন্যদেব প্রচার করেছিলেন –

35 / 40

35) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো: কামরূপী বা রাজবংশী উপভাষা যে অঞ্চলে প্রচলিত –

(i) নদীয়া

(ii) চট্টগ্রাম

(iii) রাজশাহী

(iv) জলপাইগুড়ি

বিকল্পসমূহ :

36 / 40

36) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) বিদ্যাসাগরের প্রজ্ঞা, তাঁর হৃদয় ঐশ্বর্যের দ্যুতি হেমাদ্রির স্বর্ণকান্তির ন্যায় অম্লান।

(ii) বিদ্যাসাগর মহাশয় দরিদ্র ছিলেন বলে তাঁকে দীনের বন্ধু বলা হত।

(iii) বিদ্যাসাগরের আতরের গন্ধের সঙ্গে চন্দনের সুবাসের তুলনা করা হয়েছে।

(iv) বনস্পতির ছায়ায় যেমন আশ্রয় পায় পথের পথিক, প্রাণীকুল, তেমনি বিদ্যাসাগর দীনজনের আশ্রয়স্থল।

বিকল্পসমূহ:

37 / 40

37) ‘বিমলা’ শব্দের অর্থ হল

38 / 40

38) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন ……  ।

39 / 40

39) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

যদি …….. চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়?

40 / 40

40) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও: চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন।

(i) চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন।

(ii) চর্যাপদে কবির সংখ্যা চব্বিশ জন।

(iii) চর্যার দর্শনে জৈন দর্শনের প্রভাব আছে।

(iv) মল্লার, বরাড়ী ইত্যাদি চর্যার রাগ রাগিনী।

বিকল্পসমূহ:

Your score is

0%

Please rate this quiz

User NameScore
Fatema khatun75%
Bb dtg75%
Munira Khatun90%
Sura77%
Sura70%
Agt0%
P0%
Sabita87%
Mahima De80%
Sumit sikhder15%
.42%
N80%
..82%
Priyanka65%
Ok62%
Dibyendu Basak80%
Utpal Maji75%
Utpal Maji50%
Akash27%
Jayetri85%
Mainuddin70%
Trisha sarkar37%
Swapna shil72%
Joya77%
Deep mitra47%
Partha62%
Moriom parvin55%
Nandini das92%
Nandini das72%
Ap87%
Arpita pal72%
Rahul Das80%
Deep Mandal87%
Sujay Rana60%
Arindam das65%
Jiniya65%
Shreya Das90%
Namita65%
Swapna shil65%
Arnab67%
Purnima82%
Pallabi das47%
Puspendu Mondal75%
.65%
Kartick dey35%
Prosenjit Datta22%
Sanchita Sarkar92%
P97%
.95%
P...........97%
Priti90%
Koyel Roy72%
Manoj Roy70%
Manoj Roy50%
Arka Maity75%
Nikita dey92%
Nikita dey85%
Nikita dey55%
Eshani80%
Priti85%
Susmita Sardar65%
Md Riyaz75%
Rima ghosh57%
Puja patra75%
Anuska Mandal47%
Srija Saha32%
Subrata joarder72%
Sumon Das70%
+91767999633467%
Bhumika Dey55%
Sonai80%
Provat kumar75%
Raj mandal70%
Nikita dey45%
Sristi Ghosh77%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *