একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 7

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 7

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 7

/40
54

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 7

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) সহায়হরি ও তার পরিবারকে একঘরে করবে বলে কোথায় আলোচনা হয়েছে?

2 / 40

2) সত্য ও মিথ্যা নির্ণয় করো:

i) পাদরির সঙ্গে থুথুরে বুড়ো দেবদূত সুলভ আচরণ করেনি।

ii) দেবদূতকে সবাই ভয় পেতে শুরু করে।

iii) থুথুরে বুড়োর জন্য পেলাইওর অনেক টাকা নষ্ট হয়।

iv) থুথুরে বুড়োর জ্বর শেষপর্যন্ত সেরে গিয়েছিল।

3 / 40

3) ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো।

 

  1. ক্ষেন্তিকে তার শ্বশুরবাড়ির লোক টালার আত্মীয়ের বাড়ি রেখে দিয়ে এসেছিল।
  2. কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়ে।
  3. ক্ষেন্তি রোগাক্রান্ত হয়ে পড়ে।
  4. চোখের জলে অন্নপূর্ণার গলা ধরে আসে।

4 / 40

4) ‘পন্ডশ্রম’ শব্দের অর্থ কী?

5 / 40

5) “তথাপি আমাকে ডাকিয়া দেয় না”- এখানে কী না দেওয়ার কথা বলা হয়েছে?

6 / 40

6) ক্ষেন্তিকে হলদেটে বুড়ো পুঁইশাক দিয়েছিল –

7 / 40

7) ক্ষেন্তির বিয়ে হয়েছিল

8 / 40

8) চার্বাক কী?

9 / 40

9) কবির মতে সব বাধা-ব্যবধান কোথায় এক হয়ে গেছে?

10 / 40

10) ‘গ্রন্থসাহেব’ রচিত হয়েছে

11 / 40

11) গঠনগত দিক দিয়ে ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কী জাতীয় কবিতা?

12 / 40

12) প্রদত্ত বিবৃতি (বি) ও কারণ (কা)-এর ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি: মন্দির, কাবা এগুলি ঈশ্বর বা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত।

কারণ: এগুলির স্থান হৃদয়েরও উপরে।

13 / 40

13) রাধীকে তার মা পাকা পুঁইডাঁটাগুলো কোথায় ফেলে দিয়ে আসতে বললেন?

14 / 40

14) প্রাচীন ভারতীয় আর্য ভাষার কোন্‌ আঞ্চলিক রূপ থেকে মাগধী প্রাকৃত ভাষার জন্ম হয়?

15 / 40

15) বাংলার সাধুরীতির গদ্যের সূত্রপাত করেন

16 / 40

16) ‘কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্ব্বতে’-‘মহা পৰ্ব্বত’ বলতে এখানে কবি কাকে বোঝাতে চেয়েছেন?

17 / 40

17) রসের জন্য গাছ কেটেছেন কে?

18 / 40

18) শূন্যস্থান পূরণ করো।

রাঢ়ের মনসামঙ্গলের দুজন স্রষ্টা হলেন ……  ও …… । 

19 / 40

19) অবতার রূপে শ্রীকৃষ্ণ দুষ্টের দমন করেছেন। সেই কাহিনি স্থান পেয়েছে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামক মধ্যযুগীয় রাধাকৃষ্ণের লীলাকাহিনিতেও। ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর যে খণ্ডে শ্রীকৃষ্ণের এই সংহারক রূপটি স্থান পেয়েছে, তা হল –

20 / 40

20) ‘বিড়াল’ প্রবন্ধের কথক হুঁকো হাতে ঝিমোতে ঝিমোতে কোন্ সম্রাটের কথা ভাবছিলেন?

21 / 40

21) ‘চারণকবি’ কবিতাটি মূল কোন্ ভাষায় লেখা?

22 / 40

22) শূন্যস্থান পূরণ করো।

পেলাইওদের বাড়ির ………. পড়ে থাকা থুথুরে বুড়োটির পরনে ছিল ……… ।

23 / 40

23) নব্য ভারতীয় আর্য ভাষার সূচনাকাল মোটামুটিভাবে

24 / 40

24) “নিয়মকানুন যখন সব লোপাট”-এখানে কোন্ নিয়মকানুনের কথা বলা হয়েছে?

25 / 40

25) ‘এক সরিষাভোর আফিঙ্গ’-এর অর্থ কী?

26 / 40

26) “একেবারে চামার”-এরূপ বলার কারণ কী?

27 / 40

27) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

28 / 40

28) কনফুসিয়াস কে ছিলেন?

29 / 40

29) চৈতন্য জীবনী কাব্যগুলি –

30 / 40

30) ভাষা বিবর্তনের কোন্ স্তরের পর বাংলা ভাষার উদ্ভব ঘটে?

31 / 40

31) ‘মৈথিল কোকিল’ রূপে বাংলা সাহিত্যে পরিচিত, তিনি হলেন –

32 / 40

32) বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? 

বক্তব্য-Ⅰ: বর্ষায় পেলাইওর উঠোনে প্রচুর কাঁকড়া উঠে এসেছিল। 

বক্তব্য-II: কাঁকড়ার লোভে বিশাল ডানাওয়ালা থুথুরে বুড়ো তাদের বাড়িতে আসে।

33 / 40

33) দ্রাবিড় ভাষাবংশজাত প্রায় অবিমিশ্র ভাষা কোনটি?

34 / 40

34) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশই হল পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। এই ভাষাবংশের যে শাখায় কণ্ঠ্য-তালব্য ধ্বনিগুলি শিসধ্বনিতে পরিণত হয় তার নাম –

35 / 40

35) “ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে,” -এখানে কোন্ পুরস্কারের ইঙ্গিত আছে?

36 / 40

36)  “সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট-কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন।”-সহায়হরির এরূপ করার কারণ কী?

37 / 40

37) ১৯৬১ খ্রিস্টাব্দের জনসমীক্ষাতে দেখা গেছে ভারতবর্ষের মাতৃভাষা সংখ্যা

38 / 40

38) অস্ট্রো-এশিয়াটিক শাখার অন্তর্গত ক-টি ভাষা ভারতে প্রচলিত?

39 / 40

39) মহাভারতের প্রথম অনুবাদক

40 / 40

40) বঙ্গদেশের অর্থনৈতিক সংস্কার চালু করলেন কে?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
IMTIAZ80%
IMTIAZ60%
Fhj60%
Sujay adhikari50%
Ujssm67%
RH40%
Swapna shil95%
Swapna shil75%
Swapna shil77%
Partha60%
Debabrata maity42%
A p57%
Mainuddin50%
Tajmul alam67%
Debabrata maity32%
Namita72%
Wiiwwi75%
Bikram Biswas57%
Jiniya62%
Debjit67%
Swapna shil92%
Swapna shil55%
Jit42%
Purnima60%
Joker ff47%
Pallabi das77%
Jesmin khatun62%
Pallabi das47%
Md Riyaz67%
Puspendu Mondal62%
LABANI60%
Sampad adhikary67%
Priya biswas15%
Payel das32%
Shreya Das60%
Piyus57%
Ayus Marik55%
Debabrata maity35%
Tanmoy Manna52%
Sampad55%
Bhajan55%
Arka Maity72%
Eshani57%
Priti65%
Animesh35%
Jesmin khatun55%
Koyel sardar65%
Tajmul67%
Prasenjit nandi57%
Subrata joarder75%
Saheba khatun80%
Dipak77%
Saheba65%
Swagata roy47%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *