একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 8

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 8

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 8

/40
116

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 8

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) ছুটি খাঁর নির্দেশে কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন?

2 / 40

2) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে / শ্বাস ফেলেছেন, ………।

3 / 40

3) পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল –

4 / 40

4) সহায়হরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছে?

5 / 40

5) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল –

6 / 40

6) মনুষ্যজাতি তার জন্য ভোজের আয়োজন করে, যে-

7 / 40

7) ‘সাম্যবাদী’ কবিতায় যে ক্রমে এই চারটি ধর্মের কথা বলা হয়েছে –

8 / 40

8) “কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন।” – কে চুপিচুপি রাঁধল?

9 / 40

9) কেস স্টাডি:

 

“উচাঁ উচাঁ পাবত তঁহি বসই সবরী বালী” – চর্যাপদের একটি পদ। এইরকম আরও পদ চর্যায় রয়েছে। এর উচ্চারণ ও বানান আমাদের প্রচলিত বাংলা ভাষার থেকে একটু আলাদা। তাহলে এই চর্যার ভাষা বাংলা ভাষার কোন পর্যায়ের অন্তর্গত?

10 / 40

10) ক্ষেন্তি কোন্ রোগে মারা গিয়েছিল?

11 / 40

11) চা এবং লিচু শব্দ দুটি বাংলায় এসেছে কোন্ ভাষা থেকে?

12 / 40

12) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

মা, ছোঁবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর বার করে দিয়ে আসবে?

13 / 40

13) ‘Linguistic Survey of India 1903-1928’-এর মূল সম্পাদক ছিলেন –

14 / 40

14) মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল –

15 / 40

15) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো: বিড়াল কোথায় কোথায় ঘুরে ঘুরে চারদিকে দৃষ্টি করে?

 

(i) ঘরে-বাইরে

(ii) প্রাসাদে-প্রাসাদে

(iii) দুয়ারে-দুয়ারে

(iv) প্রাঙ্গণে প্রাঙ্গণে

বিকল্পসমূহ:

16 / 40

16) শূন্যসথান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

ময়মনসিংহ গীতিকার দুটি উল্লেখযোগ্য পালা হল …………।

17 / 40

17) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

সাঁওতালি ভাষা লেখা হত ……. লিপিতে।

18 / 40

18) স্তন্ত মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

19 / 40

19) সাঁওতালি ভাষার লিপির নাম –

20 / 40

20) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

সাঁওতালি ভাষা লেখা হত ……. লিপিতে।

21 / 40

21) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

আমি আর সহ্য না করিতে পারিয়া বলিলাম, “থাম! থাম ……. l”

22 / 40

22) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

বাবা-মার কথার অবাধ্য হয়েছিল বলে ……. হয়ে গিয়েছে মেয়েটি।

23 / 40

23) ‘সাম্যবাদী’ কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে –

24 / 40

24) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

মা, দাও, প্রথম পিঠেখানা কানাচে ……… ফেলে দিয়ে আসি।

25 / 40

25) কবির কোনো লিপিকার স্বর বলতে কী বোঝানো হয়েছে?

26 / 40

26) চার্ট/ডায়াগ্রাম/চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো: 

কোনটি কার উপাধি সেই অনুসারে সঠিক বিকল্পটি বেছে নাও।

27 / 40

27) কমলাকান্ত, বিড়ালকে কখন আসতে বলল?

28 / 40

28) ‘একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়’- মধুসূদন সম্বন্ধে এই উক্তি কার?

29 / 40

29)  বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও: 

বিবৃতি ১: অন্নপূর্ণা সহায়হরিকে বলেছিল বাগদি পাড়া, দুলে পাড়ায় ঘুরে বেড়ালে ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না।

বিবৃতি 2: চৌধুরিদের চন্ডীমণ্ডপে সহায়হরিদের একঘরে করার বিষয়ে আলোচনা হয়েছে।

বিকল্পসমূহ:

30 / 40

30) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

পৌরাণিক মহিমাবর্জিত শিব মঙ্গলকাব্যে ……..  রূপে চিত্রিত।

31 / 40

31) সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ কী?

32 / 40

32) সঠিক ঘটনাক্রমটি বেছে নাও:

 

(i) পুঁইশাকের উপর তাঁহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন

(ii) চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন

(iii) অর্ধেকগুলো কিন্তু একা আমার

(iv) এইরূপে চুপিচুপিই পুইশাকের তরকারী রাধিলেন

বিকল্পসমূহ:

33 / 40

33) মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহৃত হয় তাকে ভাষাতাত্ত্বিকরা নাম দিয়েছেন ……… ।

34 / 40

34) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

‘জাতকের গল্প রচিত হয়েছে ……. ভাষায়।

35 / 40

35) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

এসপেরান্তোর সুবিধে হল এর শব্দগুলি উচ্চারিত হয় ………  অনুযায়ী।

36 / 40

36) পিঠে বানানোর সময় মা ক্ষেন্তিকে কোন্ কাজের জন্য নিযুক্ত করে?

37 / 40

37) Assertion-Reasoning Type:

 

সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃত্তি (A): কবি সাম্যের গান গেয়েছেন।

কারণ (R): কবি চান পৃথিবীতে সব ধর্মের ব্যবধান মুছে যাক

38 / 40

38) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

 

(i) বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে

(ii) পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে

(iii) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী

(iv) যোগায় অমৃত ফল পরম আদরে-দীর্ঘ শিরঃ তরু-দল, দাসরূপ ধরি।

বিকল্পসমূহ:

39 / 40

39) মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী’ কবিতায় কবি জানিয়েছেন –

40 / 40

40) Dacty Lology পদ্ধতিতে ব্রিটিশরা কটি হাত ব্যবহার করেন?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
Munira Khatun90%
Raja Adhikary30%
Bhaskar Roy40%
Raj sutradhar80%
Rami97%
Aq0%
Lal Babu67%
Jui50%
Sk jehan islam95%
Jehan90%
Jehan50%
Gjaba67%
Utpal Maji47%
Jit dalui90%
Raj sutradhar82%
RH32%
Baruipara50%
দেবযানী মজুমদার70%
Royal das55%
Chandra rajbanshi85%
Babai55%
Bablu85%
Joya80%
Partha75%
Tinni27%
Sujit47%
Uu82%
Suraj karmakar40%
Saiba35%
Sofia87%
Arpita pal70%
Swapna shil80%
MM70%
Swapna shil52%
Sujoy Ghosh87%
Tajmul82%
Sayan adhikary62%
Bilash Modak62%
Debabrata maity55%
Nil55%
Raj sutradhar65%
Sudhas82%
Arpan52%
Ag92%
Namita67%
Aniket52%
Shreya Das92%
Glcdykx537%
Suman khanra42%
Animesh60%
Hriday Mondal60%
IMTIAZ52%
Arindam das77%
Sayan60%
Puspendu Mondal65%
Koyel Roy82%
Tajak77%
Tahina60%
Swapna shil50%
Rahul70%
Sanchita Sarkar87%
Bk50%
Munira Khatun82%
A.p80%
Sampad adhikary62%
Srija Saha25%
Soumya50%
Neha roy47%
Babai bera42%
T . Dey62%
Pritam das62%
Payel das35%
Suvra75%
Pallabi das42%
Tina das47%
Swapna shil45%
Nandini das52%
Sayan70%
Arushinroy15%
Akb60%
Nila sarkar47%
Phata kasto67%
Priya47%
Sampad62%
Debabrata maity45%
Moktesst65%
Tanmoy Manna52%
Arka maity87%
Nilay Mandal32%
Nandini Tewari55%
Manoj Roy70%
Mousumi gain70%
Manoj Roy47%
Nikita dey75%
Manoj Roy37%
Nikita dey42%
Priti Bag62%
Abhay Bhowmik60%
Sk mafuj alam17%
Samapti Manna40%
Ranjan dey30%
Koustav45%
Susmita Sardar35%
Bilash Modak47%
Jesmin khatun70%
Jesmin khatun70%
Sohom sau52%
Hriday ghosh60%
Babusona Bain22%
Jacob52%
Rima ghosh60%
রকি27%
suvo82%
Sathi bali67%
Sathi bali67%
Saheba62%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *