ধাতুবিদ্যা (Metallurgy) অনুশীলনী ছায়া প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধাতুবিদ্যা (Metallurgy)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ছায়া প্রকাশনীর (ড.দেবীপ্রসাদ দুয়ারী, প্রণব কুমার গাঙ্গুলী ও ড. রবীন্দ্রনাথ মাইতি) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।
ধাতুবিদ্যা – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
বিভাগ – ক
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নের মান-1)
1. গ্যালভানাইজেশনের কাজে কোন্ ধাতুটি লাগে?
- A) Fe
- B) Cu
- C) Zn
- D) Al
উত্তর: Show
C) Zn
2. অ্যালুমিনিয়ামের আকরিক হল –
- A) হিমাটাইট
- B) গিবসাইট
- C) ক্যালামাইন
- D) ম্যালাকাইট
উত্তর: Show
B) গিবসাইট
3. নীচের কোনটি আয়রন-এর সংকর ধাতু?
- A) ডুরালুমিন
- B) ইনভার
- C) ম্যাগনেলিয়াম
- D) গান মেটাল
উত্তর: Show
B) ইনভার
4. গোল্ডস্মিডের থার্মিট পদ্ধতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয়?
- A) Fe
- B) Al
- C) Cu
- D) Zn
উত্তর: Show
B) Al
5. অতি সক্রিয় ধাতুটি হল –
- A) K
- B) Ag
- C) Fe
- D) Cu
উত্তর: Show
A) K
6. লোহাতে মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান –
- A) N2, O2
- B) N2, H2
- C) O2, H2O
- D) CO2, H2O
উত্তর: Show
C) O2, H2O
7. কার্বন-বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় –
- A) Na
- B) K
- C) Ca
- D) Zn
উত্তর: Show
D) Zn
8. বেসিক কপার কার্বনেটের বর্ণ হল –
- A) কালো
- B) লাল
- C) বাদামি
- D) সবুজ
উত্তর: Show
D) সবুজ
বিভাগ – খ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নের মান-1)
▼ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
1. তামা ও দস্তা-সমন্বিত একটি সংকর ধাতুর নাম লেখো।
উত্তর: Show
পিতল
2. সক্রিয়তা সারিতে সবচেয়ে ওপরে কোন্ ধাতুটি থাকে?
উত্তর: Show
পটাশিয়াম (K)
3. অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটে এরূপ একটি প্রক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: Show
O– + e → O2-
4. স্টিমের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম লেখো।
উত্তর: Show
লোহা (Fe)
5. জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে না এমন একটি ধাতুর নাম লেখো।
উত্তর: Show
তামা (Cu)
6. ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি উল্লেখ করো।
উত্তর: Show
Al (95%) + Cu (4%) + Mn (0.5%) + Mg (0.5%)
7. ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে জারণ না বিজারণ প্রক্রিয়া ব্যবহৃত হয়?
উত্তর: Show
বিজারণ প্রক্রিয়া
8. সক্রিয়তার নিম্নক্রমে সাজাও: Ca, Al, Fe, Sn, Cu
উত্তর: Show
Ca > Al > Fe > Sn > Cu
9. মরচে পড়া কাকে বলে?
উত্তর: অবিশুদ্ধ লোহা বা লৌহজাত দ্রব্যকে সাধারণ তাপমাত্রায় আর্দ্র বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে তার গায়ে লালচে বাদামি বর্ণের সোদক ফেরিক অক্সাইডের যে আস্তরণ পড়ে, তাকে মরচে বলে এবং এই ঘটনাকে মরচে পড়া বলে।
▼ স্তম্ভ মেলাও।
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
① Cu | A) ক্যালামাইন |
② Fe | B) ম্যালাকাইট |
③ Zn | C) বক্সাইট |
④ Al | D) রেড হিমাটাইট |
উত্তর: Show
①→B, ②→D, ③→A, ④→C
▼ শূন্যস্থান পূরণ করো।
1. ক্রায়োলাইট ……. ধাতুর আকরিক।
উত্তর: Show
অ্যালুমিনিয়াম
2. ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে নীচে ……. অবস্থিত।
উত্তর: Show
সোনা (Au)
3. সক্রিয়তা সারিতে মাঝামাঝি স্থানে থাকা ধাতুগুলিকে ……. পদ্ধতিতে নিষ্কাষিত করা হয়।
উত্তর: Show
কার্বন-বিজারণ
▼ সত্য/মিথ্যা নিরূপণ করো।
1. ইলেকট্রন বর্জনের ফলে জারণ এবং ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ ঘটে।
উত্তর: Show
সত্য
2. 1 ভাগ Fe2O3 ও 3 ভাগ AI চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে।
উত্তর: Show
মিথ্যা
3. ধাতুসমূহের রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধির ক্রম হল: Cu < Fe < Na |
উত্তর: Show
সত্য
4. অ্যালুমিনিয়াম নির্মিত পাত্র আচার বা চাটনি সংরক্ষণের জন্য খুবই উপযোগী।
উত্তর: Show
মিথ্যা
বিভাগ – গ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নের মান-2)
1. খনিজ ও আকরিকের পার্থক্য উল্লেখ করো।
2. প্রদত্ত বিক্রিয়ায় জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করো: Zn + CuSO4 → ZnSO4 + Cu
3. Al পাত্রে আচার, চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন?
4. মাটির নীচে থাকা লোহার পাইপের সঙ্গে পরিবাহী তারের মাধ্যমে Mg -খন্ডকে যুক্ত করে রাখা হয় কেন?
5. লোহার মরচে পড়া নিবারণের দুটি উপায় লেখো।
6. “সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়” – উক্তিটি ব্যাখ্যা করো।
7. AI নির্মিত বস্তুকে আর্দ্র বায়ুতে রাখলে কী ঘটে?
8. কপার সালফেট দ্রবণে লোহার ছুরি ডোবালে ওই ছুরির গায়ে লাল রঙের আস্তরণ পড়ে কেন?
9. গ্যালভানাইজেশন কী? এই পদ্ধতি ব্যবহার করে কীভাবে লোহার মরচে পড়া নিবারণ করা হয়?