আলো – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

আলো (Light) – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান – মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর

আলো – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

বিভাগ ক

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : মান – 1

1. কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য \(f\) ও বক্রতা ব্যাসার্ধ \(r\) -এর মধ্যে সম্পর্ক কী?

  • (A) \(f = 2r\)
  • (B) \(f = \frac {r}{2}\)
  • (C) \(f = \frac {r}{3}\)
  • (D) \(f = \frac {3r}{2}\)

উত্তর: Show

(B) \(f = \frac {r}{2}\)

2. অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে –

  • (A) সৎ, বিবর্ধিত
  • (B) অসৎ, খর্বকায়
  • (C) সৎ, খর্বকায়
  • (D) অসৎ, বিবর্ধিত

উত্তর: Show

(D) অসৎ, বিবর্ধিত

3. গাড়ির ভিউফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় –

  • (A) অবতল দর্পণ
  • (B) সমতল দর্পণ
  • (C) উত্তল দর্পণ
  • (D) কোনোটিই নয়

উত্তর: Show

(C) উত্তল দর্পণ

4. উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে –

  • (A) সৎ, বিবর্ধিত
  • (B) অসৎ, খর্বকায়
  • (C) সৎ, খর্বকায়
  • (D) অসৎ, বিবর্ধিত

উত্তর: Show

(B) অসৎ, খর্বকায়

5. বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে, চ্যুতিকোণ –

  • (A) 10°
  • (B) 30°
  • (C) 15°
  • (D) 20°

উত্তর: Show

(C) 15°

6. আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে –

  • (A) আলোর গতিবেগ
  • (B) তরঙ্গদৈর্ঘ্য
  • (C) কম্পাঙ্ক
  • (D) কোনোটিই নয়

উত্তর: Show

(C) কম্পাঙ্ক

7. প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতিকোণ –

  • (A) বাড়ে
  • (B) প্রথমে কমে, পরে বাড়ে
  • (C) কমে
  • (D) প্রথমে বাড়ে, পরে কমে

উত্তর: Show

(B) প্রথমে কমে, পরে বাড়ে

8. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? –

  • (A) লাল
  • (B) হলুদ
  • (C) বেগুনি
  • (D) সবুজ

উত্তর: Show

(C) বেগুনি

বিভাগ খ

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : মান – 1

* একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও ।

1. অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কীরূপ প্রতিফলন হয়?

উত্তর: Show

প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়

2. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি প্রতিফলনের পর কোন্ পথে যায়?

উত্তর: Show

একই পথে ফিরে যায়

3. অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত অসদ্‌বিম্ব গঠিত হয়?

উত্তর: Show

মেরু ও ফোকাসের মধ্যে

4. স্ট্রিটল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর: Show

উত্তল দর্পণ

5. লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে \(\mu_R\) ও \(\mu_V\) হলে কোনটির মান বেশি?

উত্তর: Show

\(\mu_V\) এর মান বেশি

6. প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে না প্রান্তের দিকে বাঁকে?

উত্তর: Show

ভূমির দিকে বাঁকে

7. পাতলা লেন্সের আলোককেন্দ্র কাকে বলে?

উত্তর: Show

পাতলা লেন্সের আলোককেন্দ্র হল প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু, যার মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে চ্যুতি বা পার্শ্বসরণ কোনোটিই হয় না।

8. লেন্সের ফোকাস তল কাকে বলে?

উত্তর: Show

লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্ব ও মুখ্য ফোকাসগামী কাল্পনিক সমতলকে ফোকাস তল বলা হয়।

9. সুস্থ চোখের দূর বিন্দু কোথায় অবস্থিত?

উত্তর: Show

অসীমে অবস্থিত

10. কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 108 m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

[Hint : \(\mu = \frac {c}{v}\)

উত্তর: Show

\(\frac {3}{2}\)

11. আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

উত্তর: Show

রামধনু

12. কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়?

উত্তর: Show

উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স

* স্তম্ভ মেলাও।

বামস্তম্ভ ডানস্তম্ভ
(1) আকাশের নীলিমা(A) প্রতিসরণ
(2) রামধনু(B) প্রতিফলন
(3) পার্শ্বসরণ(C) বিচ্ছুরণ
(4) দর্পণে গঠিত প্রতিবিম্ব(D) বিক্ষেপণ

উত্তর:

বামস্তম্ভ ডানস্তম্ভ
(1) আকাশের নীলিমা(D) বিক্ষেপণ
(2) রামধনু(C) বিচ্ছুরণ
(3) পার্শ্বসরণ(A) প্রতিসরণ
(4) দর্পণে গঠিত প্রতিবিম্ব(B) প্রতিফলন

* শূন্যস্থান পূরণ করো।

1. লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হল …… ।

উত্তর: Show

2 টি

2. নীল কাচের ওপর লাল কাচ রেখে ওপর থেকে দেখলে নীল কাচকে …… রঙের মনে হবে।

উত্তর: Show

কালো

3. দিনের বেলায় চাঁদের আকাশের রং ……।

উত্তর: Show

কালো

4. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে …… লেন্স ব্যবহার করা হয়।

উত্তর: Show

উত্তল

* সত্য / মিথ্যা নিরূপণ করো।

1. কাচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না।

উত্তর: Show

সত্য

2. লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়।

উত্তর: Show

সত্য

3. বায়ু মাধ্যমে অবতল লেন্স হল অভিসারী লেন্স।

উত্তর: Show

মিথ্যা

4. প্রিজম বর্ণ সৃষ্টি করে না।

উত্তর: Show

সত্য

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *