গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – নবভারতী প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – নবভারতী প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – নবভারতী প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

(ক) নৈর্ব্যক্তিক প্রশ্ন : [মান – 1]
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)

1. 25°C তাপমাত্রায় পরম স্কেলে পাঠ – 

  • (a) 0 K 
  • (b) 298 K 
  • (c) 25 K 
  • (d) 300 K

উত্তর: Show

(b) 298 K

2. অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা বুঝি 1 গ্রাম-অণু গ্যাসে ওই সংখ্যা ….. থাকে।

  • (a) অণু 
  • (b) পরমাণু
  • (c) অণু ও পরমাণু
  • (d) যেকোনো পদার্থ

উত্তর: Show

(a) অণু

3. তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব –

  • (a) নির্দিষ্ট থাকে
  • (b) হ্রাস পায়
  • (c) বৃদ্ধি পায়
  • (d) অপরিবর্তিত থাকে 

উত্তর: Show

(c) বৃদ্ধি পায়

শূন্যস্থান পূরণ করো

1. স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপে সঙ্গে ……….।

উত্তর: Show

ব্যস্তানুপাতিক

2. গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাস অণুর বেগ ………. পায়।

উত্তর: Show

বৃদ্ধি

3. ………. তাপমাত্রায় গ্যাসের আয়তন শূণ্য।

উত্তর: Show

-273°C (পরমশূণ্য তাপমাত্রা) 

4. কোনো গ্যাসের ………. বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ।

উত্তর: Show

আণবিক গুরুত্ব

5. 1 গ্রাম-অণু সব পদার্থের অণুর সংখ্যা ………. ।

উত্তর: 6.022 ✕ 1023

6. N.T.P তে এক মোল গ্যাসের আয়তন ………. লিটার।

উত্তর: Show

22.4

শুদ্ধ না অশুদ্ধ বল

1. সকল গ্যাসের প্রসারণশীলতা একই রকম।

উত্তর: Show

অশুদ্ধ

2. গ্যাসকে উত্তপ্ত করলে অণুগুলির গতিবেগ হ্রাস পায়।

উত্তর: Show

অশুদ্ধ

3. 0°C = 273 K

উত্তর: Show

শুদ্ধ

4. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন × চাপ = ধ্রুবক।

উত্তর: Show

শুদ্ধ

5. স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। 

উত্তর: Show

অশুদ্ধ

(খ) অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : [মান – 1]

1. কোন্‌ তাপমাত্রায় অণুগুলির বেগ শূন্য হয়?

উত্তর: Show

-273°C 

2. বয়েলের সূত্রটিতে ধ্রুবক কী কী?

উত্তর: Show

গ্যাসের ভর ও চাপ

3. 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত?

[Hint : 2 g = 1 গ্রাম-অণু]

উত্তর: 12.044 ✕ 1023

4. সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লিটার-অ্যাটমস্‌ফিয়ার এককে কত?

উত্তর: Show

0.082

5. 30°C এবং 300K এর মধ্যে কোন্‌ উষ্ণতাটি অধিক?

[Hint : 30°C = (30+273) K = 303 K

উত্তর: Show

30°C

6. 0°C -এর মান পরমস্কেলে কত?

উত্তর: Show

273 K

7. প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কী বোঝায়?

উত্তর: 

  • প্রমাণ উষ্ণতা : 0°C উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলা হয়। 
  • প্রমাণ চাপ : 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উচুঁ পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে, তাকে প্রমাণ চাপ বলে। 

৪. গ্রাম-আণবিক আয়তনের সংজ্ঞা দাও।

উত্তর: কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম-অণু পরিমাণ যেকোনো গ্যাসীয় পদার্থের (মৌলিক বা যৌগিক) আয়তনকে গ্রাম-আণবিক আয়তন বলে। 

9. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ লেখ।

উত্তর: \(n\) মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হল \(PV=nRT\) 

10. N.T.P তে 22.4 লিটার আয়তনে গ্যাসের কতগুলি অণু বর্তমান?

উত্তর: 6.022 ✕ 1023

11. আদর্শ গ্যাস কাকে বলে?

উত্তর: যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই বয়েলের ও চার্লসের সূত্র বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ \(PV=nRT\) মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। 

12. 6.022 × 1023 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত?

উত্তর: Show

32 গ্রাম

13. 1 গ্রাম জলে জল অণুর সংখ্যা কত?

[18 গ্রাম জলে জল অণুর সংখ্যা  6.022 ✕ 1023 টি]

উত্তর: 0.3345 ✕ 1023

14. বাস্তব গ্যাস কাকে বলে?

উত্তর: যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই বয়েলের ও চার্লসের সূত্র বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ \(PV=nRT\) মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *