চলতড়িৎ – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
1. কুলম্বীয় বল হল –
- a) শুধুমাত্র আকর্ষণ বল
- b) শুধুমাত্র বিকর্ষণ বল
- c) আকর্ষণ বল বা বিকর্ষণ বল
- d) আকর্ষণ বল বা বিকর্ষণ বল কোনােটিই নয়
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] c) আকর্ষণ বল বা বিকর্ষণ বল [/expand]
2. তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হল –
- a) সােনা
- b) রুপাে
- c) অ্যালুমিনিয়াম
- d) তামা
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) রুপাে [/expand]
3. নীচের কোটি তড়িদাধানের একক? –
- a) ভােল্ট
- b) কুলম্ব
- c) ওহম
- d) ওয়াট
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) কুলম্ব [/expand]
4. 3 Ω ও 6 Ω রােধের সমান্তরাল সমবায়ের তুল্য রােধ –
- a) 2 Ω
- b) 4 Ω
- c) 9 Ω
- d) 3 Ω
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] a) 2 Ω [/expand]
5. বিভবপ্রভেদ 10 V ও প্রবাহমাত্রা 5 A হলে রােধ হবে –
- a) 5 Ω
- b) 4 Ω
- c) 3 Ω
- d) 2 Ω
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] d) 2 Ω [/expand]
6. R1, R2, R3 রােধের সমান্তরাল সমবায়ের তুল্য রােধ R হলে –
- a) R > R1
- b) R > R2
- c) R > R3
- d) R < R3 < R2 < R1
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] d) R < R3 < R2 < R1 [/expand]
7. নিম্নলিখিত ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি ?
- a) কুলম্ব . সেকেন্ড
- b) ভােল্ট • ওহম -1
- c) ভােল্ট • ওহম
- d) ভােল্ট -1. ওহম
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) ভােল্ট • ওহম -1 [/expand]
8. পরিবাহীর রােধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ –
- a) দ্বিগুণ হবে
- b) চারগুণ হবে
- c) ছয়গুণ হবে
- d) আটগুণ হবে
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) চারগুণ হবে [/expand]
9. কতকগুলি রোধ সমান্তারাল সমবায়ে থাকলে উৎপন্ন তাপ (\(H\)) ও রোধের (\(R\)) সম্পর্ক হল –
- \(H \propto R\)
- \(H \propto \frac {1}{R}\)
- \(H \propto R^2\)
- \(H \propto \frac {1}{R^2}\)
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) \(H \propto \frac {1}{R}\) [/expand]
10. 240 V – 60 W বাতির রোধ –
- a) 480 Ω
- b) 960 Ω
- c) 240 Ω
- d) 720 Ω
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) 960 Ω [/expand]
11. নীচের কোনটির রােধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়?
- a) পরিবাহী
- b) অর্ধপরিবাহী
- c) অতিপরিবাহী
- d) অন্তরক
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] b) অর্ধপরিবাহী [/expand]
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
1. তড়িদাধানের SI একক কী?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] কুলম্ব [/expand]
2. আধানের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 1 কুলম্ব = 3 ✕ 10 9 esu [/expand]
3. 1 কুলম্ব তড়িদাধানকে 1 ভােল্ট বিভবপ্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 1 জুল [/expand]
4. তড়িৎপ্রবাহমাত্রা কী রাশি?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] স্কেলার রাশি [/expand]
5. ওহমের সূত্রের I-V লেখচিত্রের প্রকৃতি কী?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] মূলবিন্দুগামী সরলরেখা [/expand]
6. রােধের অন্যোন্যকে কী বলে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] পরিবাহিতা [/expand]
7. যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে, বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] ঘূর্ণন বিপরীত দিকে হবে [/expand]
8. SI -তে পরিবাহিতাঙ্কের একক কী?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] mho.m-1 বা সিমেন্স / মিটার [/expand]
9. SI -তে রােধাঙ্কের একক কী?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] ওহম মিটার [/expand]
10. 4 Ω -এর দুটি রােধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রােধ কত হবে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 2 Ω [/expand]
11.গৃহস্থালির তড়িৎবর্তনীতে বিভিন্ন তড়িৎযন্ত্র কোন্ সমবায়ে যুক্ত থাকে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] সমান্তরাল সমবায়ে [/expand]
12. 3 Ω -এর তিনটি রােধ শ্রেণি সমবায়ে আছে। তুল্য রােধ কত?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 9 Ω [/expand]
13. তড়িৎক্ষমতা কাকে বলে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] কোনো তড়িৎযন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎক্ষমতা বলে। [/expand]
14. 1 BOT = কত J?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 3.6 ✕ 106 J [/expand]
15. বার্লোর চক্র কি ac-তে চলে?
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] না, DC তে চলে [/expand]
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
i) তড়িৎশক্তির একক | a) W [ ] |
ii) তড়িৎক্ষমতার একক | b) A [ ] |
iii) তড়িৎপ্রবাহমাত্রার একক | c) V [ ] |
iv) বিভবপ্রভেদের একক | d) kW.h [ ] |
উত্তর :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
i) তড়িৎশক্তির একক | a) W [ ii ] |
ii) তড়িৎক্ষমতার একক | b) A [ iii ] |
iii) তড়িৎপ্রবাহমাত্রার একক | c) V [ iv ] |
iv) বিভবপ্রভেদের একক | d) kW.h [ i ] |
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
i) যান্ত্রিক শক্তি → তড়িৎশক্তি | a) ইলেকট্রিক ইস্ত্রি [ ] |
ii) তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি | b) ac ডায়নামাে [ ] |
iii) তড়িৎ শক্তি → তাপশক্তি | c) বৈদ্যুতিক কোশ [ ] |
iv) রাসায়নিক শক্তি → তড়িৎশক্তি | d) বৈদ্যুতিক মােটর [ ] |
উত্তর :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
i) যান্ত্রিক শক্তি → তড়িৎশক্তি | a) ইলেকট্রিক ইস্ত্রি [ iii ] |
ii) তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি | b) ac ডায়নামাে [ i ] |
iii) তড়িৎ শক্তি → তাপশক্তি | c) বৈদ্যুতিক কোশ [ iv ] |
iv) রাসায়নিক শক্তি → তড়িৎশক্তি | d) বৈদ্যুতিক মােটর [ ii ] |
শূন্যস্থান পূরণ করাে।
1. তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রােধাঙ্ক …………।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] হ্রাস পায় [/expand]
2. ফিউজ তার ……….. ও ……… -এর সংকর ধাতুর তৈরি।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] টিন (25%) ও সীসা (75%) [/expand]
3. ac -কে dc -তে রুপান্তরিত করা যায় ……… -এর সাহায্যে।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] রেক্টিফায়ার [/expand]
4. 9 Ω রােধবিশিষ্ট বাতি 3 V উৎসের সঙ্গে লাগানাে থাকলে বাতিটির ব্যয়িত ক্ষমতা ………।
Hint : \(P = \frac {V^2}{R}\)
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] 1 W [/expand]
সত্য / মিথ্যা নিরূপণ করাে।
1. উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহীর রােধ বাড়ে।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] সত্য [/expand]
2. dc ভােল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] সত্য [/expand]
3. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রােধাঙ্ক বৃদ্ধি পায়।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] মিথ্যা [/expand]
4. সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযােগ ঘটায়।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] সত্য [/expand]
5. CFL ও সাধারণ বালবের তুলনায় একই ওয়াটের LED থেকে প্রাপ্ত আলােকশক্তির পরিমাণ অনেক বেশি।
উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] সত্য [/expand]