পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি, যেটি ঠিক সেটি লেখো:
1.1 দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণি সংখ্যা কত?
- (a) 7
- (b) 8
- (c) 9
- (d) 18
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (d) 18 [/expand]
1.2 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?
- (a) শ্রেণি-1
- (চ) শ্রেণি-16
- (c) শ্রেণি-17
- (d) শ্রেণি-2
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (c) শ্রেণি-17 [/expand]
1.3 প্রদত্ত কোন্ ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়?
- (a) ঘনত্ব
- (b) গলনাঙ্ক
- (c) স্ফুটনাঙ্ক
- (d) তেজস্ক্রিয়তা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (d) তেজস্ক্রিয়তা [/expand]
1.4 প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক?
- (a) K
- (b) H
- (c) Li
- (d) Na
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (a) K [/expand]
B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও:
2.1 ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ গ্রুপের অন্তর্গত?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] শ্রেণি-1 [/expand]
2.2 দীর্ঘ পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] শ্রেণি-17 [/expand]
2.3 নোব্ল গ্যাস বা অভিজাত মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে অবস্থান করে?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] শ্রেণি-18 [/expand]
2.4 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
[Hint : F – হালকা হলুদ গ্যাস, Cl – সবুজাভ হলুদ গ্যাস, Br – লাল তরল, I – উজ্জ্বল বেগুনি কঠিন, At – তেজস্ক্রিয় মৌল।]
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] শ্রেণি-17 [/expand]
2.5 পর্যায় সারণির কোনো নির্দিষ্ট পর্যায়ে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] বামদিক থেকে ডানদিকে ক্রমাগত বৃদ্ধি পায়। [/expand]
C. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
4.1 ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। CI, Br, I, F-কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
[Hint : জারণ ক্ষমতা শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে জারণ ক্ষমতা ক্রমাগত হ্রাস পায়।]
উত্তর: জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম : I < Br < Cl < F
4.2 মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?
4.3 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ-1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ-17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
4.4 মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
4.5 কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে জলের কী বোঝায়? Li, Rb, K ও Na-কে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও।
4.6 মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বোঝায়? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ-1 মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
4.7 একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।