তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – বাণী সংসদ প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

তাপের ঘটনাসমূহ অনুশীলনী বাণী সংসদ প্রকাশনী : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণির নতুন পাঠ্যক্রমের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপের ঘটনাসমূহ (Thermal Phenomena)। 

বাণী সংসদ প্রকাশনীর দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকে দেওয়া অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তরগুলো নিচে আলোচনা করা হয়েছে। বিশেষত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) -এর উত্তর দেওয়া হয়েছে। 

ভৌতবিজ্ঞানের এই প্রশ্নোত্তরগুলি দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। 

তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – বাণী সংসদ প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

# Taper Ghatanasamuha

💥 Group-A 💥

👉 বহু বিকল্পভিত্তিক প্রশ্ন [MCQ]: প্রশ্নমান-1

1. উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত সকল পদার্থই – 

  • (a) প্রসারিত হয় 
  • (b) সংকুচিত হয় 
  • (c) শক্ত হয় 
  • (d) অদৃশ্য হয়। 

উত্তর: Show

(a) প্রসারিত হয়

2. পারদের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় – 

  • (a) পরিবহণ পদ্ধতিতে 
  • (b) পরিচলন পদ্ধতিতে 
  • (c) বিকিরণ পদ্ধতিতে 
  • (d) অন্য কোনো পদ্ধতিতে। 

উত্তর: Show

পরিবহণ পদ্ধতিতে

3. কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? 

  • (a) উষ্ণতা 
  • (b) দৈর্ঘ্য 
  • (c) উপদানের প্রকৃতি 
  • (d) প্রস্থচ্ছেদ।

উত্তর: Show

(c) উপদানের প্রকৃতি

💥 Group-B 💥

👉 অভিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন [VSAQ]: প্রশ্নমান-1
[a] একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : 

1. থার্মোমিটারের পারদ দৈর্ঘ্যে প্রসারিত হয়, না আয়তনে প্রসারিত হয়? 

উত্তর: Show

আয়তনে প্রসারিত হয়

2. দুটি ভিন্ন ধাতুর দন্ডের দৈর্ঘ্যের পার্থক্য সমস্ত উষ্ণতায় এক থাকতে পারে কী? 

উত্তর: Show

হ্যাঁ, এক থাকতে পারে

3. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? 

উত্তর: Show

প্রকৃত প্রসারণ গুণাঙ্ক

4. তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভর করে কী?

উত্তর: Show

হ্যাঁ, নির্ভর করে

[b] শূন্যস্থান পূরণ করো: 

1. দৈর্ঘ্য প্রসারণ ঘটে কেবল ……….  পদার্থের।

উত্তর: Show

কঠিন

2. সমউষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রসারণ লোহার থেকে ………. হয়। 

উত্তর: Show

বেশি

3. তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের ঘনত্ব ……….।

উত্তর: Show

কমে

4. গ্যাসের আয়তন গুণাঙ্কের মান ………. /°C। (আদর্শ গ্যাস) 

উত্তর: Show

\(\frac{1}{273}\)

💥 Group-C 💥

👉 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন [SAQ]: প্রশ্নমান-2

1. রেললাইনের মাঝে মাঝে ফাঁকা রাখা হয় কেন? 

2. তামার তারের একটি রিং-কে উত্তপ্ত করলে এর ব্যাস বৃদ্ধি পায় কেন? 

3. তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর একক কী? 

4. সমস্ত গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান একই কেন? 

5. তাপ পরিবাহিতার সংজ্ঞা দাও। 

6. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?

তাপের ঘটনাসমূহ অনুশীলনী বাণী সংসদ প্রকাশনী

💥 Group-D 💥

👉 দীর্ঘ উত্তরাভিত্তিক প্রশ্ন [LAQ]: প্রশ্নমান-3

1. প্রমাণ করো বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন। 

2. তরল পদার্থের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্ক কী? 

3. তাপীয় রোধ কী? এর একক কী? 

4. তাপীয় রোধের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে এর একক কী? 

5. তাপ পরিবহণ ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।

অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর পড়তে ক্লিক করুন

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *