তাপের ঘটনাসমূহ অনুশীলনী সাঁতরা প্রকাশনী : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণির নতুন পাঠ্যক্রমের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপের ঘটনাসমূহ (Thermal Phenomena)।
সাঁতরা প্রকাশনীর দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকে দেওয়া অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তরগুলো নিচে আলোচনা করা হয়েছে। বিশেষত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) -এর উত্তর দেওয়া হয়েছে।
ভৌতবিজ্ঞানের এই প্রশ্নোত্তরগুলি দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে।
তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – সাঁতরা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
# Taper Ghatanasamuha
👉 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) : প্রশ্নের মান-1
1. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে?
- (a) উষ্ণতা
- (b) দৈর্ঘ্য
- (c) উপাদানের প্রকৃতি
- (d) প্রস্থচ্ছেদ
উত্তর: Show
(c) উপাদানের প্রকৃতি
2. নীচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি?
- (a) তামা
- (b) রূপা
- (c) অ্যালুমিনিয়াম
- (d) হীরা
উত্তর: Show
(d) হীরা
3. তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
- (a) 0
- (b) 1
- (c) 2
- (d) 3
উত্তর: Show
(b) 1
4. কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল –
- (a) \(m\)
- (b) \(m^{-1}\)
- (c) \(°C^{-1}\)
- (d) \(°C\)
উত্তর: Show
(c) \(°C^{-1}\)
👉 অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (VSAQ) : প্রশ্নের মান-1
💥 শূন্যস্থান পূরণ করো:
1. তাপীয় রোধাঙ্ক = ……….।
উত্তর: Show
\(\frac{1}{তাপ পরিবাহিতাঙ্ক}\)
2. পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে ……….।
উত্তর: Show
বেশি
3. আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা ……….।
উত্তর: Show
অসীম
তাপের ঘটনাসমূহ অনুশীলনী প্রশ্নোত্তর সাঁতরা প্রকাশনী
💥 নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো:
1. কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহণের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়।
উত্তর: Show
মিথ্যা
2. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়।
উত্তর: Show
সত্য
3. কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে।
উত্তর: Show
সত্য
4. তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।
উত্তর: Show
মিথ্যা
💥 এক কথায় উত্তর দাও:
1. কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কী?
[Hint : \(R_T = \frac{d}{kA}\)]উত্তর: Show
ব্যস্তানুপাতিক
2. SI পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী?
উত্তর: Show
\(K^{-1}\)
3. থার্মোমিটারে কোন্ নীতির প্রয়োগ করা হয়?
উত্তর: থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়েছে। উষ্ণতার পরিবর্তনে পারদের আয়তন পরিবর্তন খুবই নিয়মানুগ হয় এবং এই নীতির প্রয়োগ করা হয়।
4. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?
উত্তর: Show
প্রকৃত প্রসারণ গুণাঙ্ক
5. তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী?
উত্তর: Show
\(J.m^{-1}.K^{-1}.s^{-1}\) অথবা \(W.m^{-1}.K^{-1}\)
6. কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে \(α, β\) ও \(γ\) হলে সম্পর্কটি হবে – \(α=\frac{β}{2}=\frac{γ}{3}\)
7. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও।
উত্তর: থার্মোমিটারে উষ্ণতা-নির্দেশক তরলরূপে পারদ ব্যবহার করা হয়। থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভেতরে থাকা তরলের আয়তন প্রসারণ হয় এবং বস্তুটির উষ্ণতা নির্দেশ করে।
8. কোনো কঠিনের \(α = 24 × 10^{-6}°C^{-1}\) হলে, SI-তে এর মান কত?
[Hint : \(α_C = \frac{9}{5} α_F = α_K\)]উত্তর: Show
\(24 × 10^{-6}K^{-1}\)
9. হীরা, লোহা ও রূপাকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
উত্তর: Show
হীরা > রূপা > লোহা
💥 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
(a) রূপা | (i) তাপের কুপরিবাহী |
(b) কাচ | (ii) তাপের সুপরিবাহী |
(c) জার্মান সিলভার | (iii) নিকেল-ইস্পাত সংকর |
(d) ইনভার | (iv) \(18 × 10^{-6}/°C\) |
উত্তর:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
(a) রূপা | (ii) তাপের সুপরিবাহী |
(b) কাচ | (i) তাপের কুপরিবাহী |
(c) জার্মান সিলভার | (iv) \(18 × 10^{-6}/°C\) |
(d) ইনভার | (iii) নিকেল-ইস্পাত সংকর |
👉 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (SAQ) : প্রশ্নের মান-2
1. বোতলের গলায় গরম জল ঢাললে আঁটা ছিপি আলগা হয় কেন?
2. দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন?
3. তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এটি কি ধারক পাত্রের উপাদানের ওপর নির্ভর করে?
4. একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল \(T_1 K\) উষ্ণতায় \(A_1 m^2\) ও \(T_2 K\) উষ্ণতায় \(A_2 m^2\)। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি এককসহ লেখো।
👉 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলি (LAQ) : প্রশ্নের মান-3
1. কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী?
2. তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \(17×10^{-6} /°C\) বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন?
3. কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
4. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত?
5. তাপ পরিবহণ ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।
6. কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন্ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো।