বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ৩ – ৫ (‘তখন চক্ষু মেলিয়া ভালো করিয়া দেখিলাম যে, …… মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম।’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
# birhal prabandho MCQ
বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- মার্জার: বিড়াল
- উদরসাৎ: ভক্ষণ, খাওয়া
- ব্যূহ: যুদ্ধের জন্য কৌশল সহকারে সৈন্যবিন্যাস।
- কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই: একজন পরিশ্রম করে, অপরে তার ফলাফল ভোগ করে।
- যষ্টি: লাঠি
- দিব্যকর্ণ: ভগবান প্রদত্ত শোনার ক্ষমতা।
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে,’ –
- (ক) ওয়েলিংটন
- (খ) কমলাকান্ত
- (গ) নেপোলিয়ন
- (ঘ) ওয়েলিংটন নহে
উত্তর: Show
(ঘ) ওয়েলিংটন নহে
(ii) কমলাকান্ত ভালো করে চোখ চেয়ে যাকে দেখতে পেয়েছিলেন –
- (ক) নেপোলিয়ানকে
- (খ) ক্ষুদ্র মার্জারকে
- (গ) ওয়েলিংটনকে
- (ঘ) প্রসন্ন গোয়ালিনীকে
উত্তর: Show
(খ) ক্ষুদ্র মার্জারকে
(iii) প্রসন্ন কমলাকান্তের জন্য কী রেখে গিয়েছিল? –
- (ক) আফিঙ্গ
- (খ) হুঁকা
- (গ) দুগ্ধ
- (ঘ) মৎস্য
উত্তর: Show
(গ) দুগ্ধ
(iv) কমলাকান্তের জন্য প্রসন্নর রাখা দুগ্ধ কে উদাস্যাৎ করেছিল? –
- (ক) ডিউক
- (খ) মার্জার
- (গ) নেপোলিয়ন
- (ঘ) প্রসন্ন
উত্তর: Show
(খ) মার্জার
(v) মার্জার পরিতৃপ্ত হয়েছিল –
- (ক) নির্জল দুগ্ধপানে
- (খ) কমলাকান্তের চারপায়ীতে আশ্রয় পেয়ে
- (গ) মাছের টুকরো পেয়ে
- (ঘ) কমলাকান্তের সঙ্গে কথা বলতে পেরে
উত্তর: Show
(ক) নির্জল দুগ্ধপানে
(vi) মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল –
- (ক) ল্যাজ নাড়ছিল
- (খ) কমলাকান্তের চারপায়ীতে বসেছিল
- (গ) গড়গড় আওয়াজ করছিল
- (ঘ) মধুর স্বরে মেও ডাকছিল
উত্তর: Show
(ঘ) মধুর স্বরে মেও ডাকছিল
(vii) প্রসন্নের রাখা দুধ মার্জার যখন উদাস্যাৎ করেছিল তখন কমলাকান্ত আফিংয়ের ঘোরে কী করছিলেন? –
- (ক) মার্জারকে তাড়াতে ব্যস্ত ছিলেন
- (খ) হুকা খেতে ব্যস্ত ছিলেন
- (গ) ওয়াটার্লুর মাঠে ব্যূহ রচনার কাজে ব্যস্ত ছিলেন
- (ঘ) যষ্টি খুঁজতে ব্যস্ত ছিলেন
উত্তর: Show
(গ) ওয়াটার্লুর মাঠে ব্যূহ রচনার কাজে ব্যস্ত ছিলেন
(viii) কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তাঁর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল –
- (ক) কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই
- (খ) ইচ্ছে থাকলে উপায় হয়
- (গ) এক মাঘে শীত যায় না
- (ঘ) কষ্ট বিনা কেষ্ট মেলে না
উত্তর: Show
(ক) কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই
(ix) ‘মেও’ শব্দে মার্জারের অভিপ্রায় ছিল –
- (ক) দেখ কেমন লাগে
- (খ) নিজের অতৃপ্তি প্রকাশ
- (গ) নিজের আনন্দ প্রকাশ
- (ঘ) কমলাকান্তের মন বোঝা
উত্তর: Show
(ঘ) কমলাকান্তের মন বোঝা
(x) কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক –
- (ক) কমলাকান্ত
- (খ) মঙ্গলা গাভী
- (গ) মার্জার
- (ঘ) প্রসন্ন গোয়ালিনী
উত্তর: Show
(খ) মঙ্গলা গাভী ঝিমোচ্ছিলেন
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর
(xi) ‘তবে চিরাগত একটি প্রথা আছে যে,’ – প্রথাটি হল –
- (ক) বিড়াল মারতে নেই
- (খ) বিড়াল দুধ খেলে তাকে আদর করতে হয়
- (গ) বিড়ালের সামনে খেতে নেই
- (ঘ) বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয়
উত্তর: Show
(ঘ) বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয়
(xii) কমলাকান্তের মতে চিরাগত প্রথার অবমাননা করলে মনুষ্য কুলে তাকে যে রূপে পরিচিত হতে হবে –
- (ক) মূর্খ রূপে
- (খ) বিশ্বাসঘাত রূপে
- (গ) কুলাঙ্গার রূপে
- (ঘ) পুরুষত্বহীন রূপে
উত্তর: Show
(গ) কুলাঙ্গার রূপে
(xiii) মার্জারীকে না মারলে সে স্বজাতিমন্ডলে কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে –
- (ক) কাপুরুষ
- (খ) অতি চালাক
- (গ) ভন্ড
- (ঘ) ভীতু
উত্তর: Show
(ক) কাপুরুষ
(xiv) ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।’ – এই পুরুষের মতো আচরণ হল –
- (ক) বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা
- (খ) ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া
- (গ) বিড়াল তাড়াতে কুকুর পোষা
- (ঘ) ভাঙা লাঠি খুঁজে নিয়ে সগর্বে বেড়ালকে তাড়ানো
উত্তর: Show
(ঘ) ভাঙা লাঠি খুঁজে নিয়ে সগর্বে বেড়ালকে তাড়ানো
(xv) মার্জারী কমলাকান্তকে দেখে ভীত হলো না কারণ –
- (ক) মার্জারি অত্যন্ত ও সাহসী ছিল
- (খ) সে কমলাকান্তকে চিনত
- (গ) কমলাকান্তের লাঠিটি ভাঙ্গা ছিল
- (ঘ) কমলাকান্ত আফিমের নেশায় চুর ছিল
উত্তর: Show
(খ) সে কমলাকান্তকে চিনত
(xvi) কমলাকান্তের হাতে যষ্টি দেখে মার্জারি যা করল –
- (ক) ভয় পেল
- (খ) হাই তুলে একটু সরে বসল
- (গ) ছুটে পালিয়ে গেল
- (ঘ) হাসতে লাগলো
উত্তর: Show
(খ) হাই তুলে একটু সরে বসল
(xvii) কমলাকান্ত বিড়ালকে মারতে পারেননি কারণ –
- (ক) লাঠিটি ভাঙা ছিল
- (খ) বিড়ালটি তার বাড়ির বলে
- (গ) পশুপ্রেমী বলে
- (ঘ) বিড়ালের কথা বুঝেছিলেন বলে
উত্তর: Show
(ঘ) বিড়ালের কথা বুঝেছিলেন বলে
(xviii) মার্জারের সকল বক্তব্য কমলাকান্ত কিভাবে বুঝতে পারলেন? –
- (ক) দিব্যকর্ণ প্রাপ্ত হওয়ায়
- (খ) পশুপ্রেমি বলে
- (গ) পশুর পাখিদের কথা বুঝতে পারতেন বলে
- (ঘ) নেশার ঘোরে ছিলেন বলে
উত্তর: Show
(ক) দিব্যকর্ণ প্রাপ্ত হওয়ায় হতেন