বৈষ্ণব পদাবলী (জ্ঞানদাস, গোবিন্দদাস ও অন্যান্য) MCQ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

বৈষ্ণব পদাবলী (জ্ঞানদাস, গোবিন্দদাস ও অন্যান্য) MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অধ্যায় হল ‘বৈষ্ণব পদাবলী’। এই অধ্যায়ের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে। 

# Boishnab Padaboli MCQ

বৈষ্ণব পদাবলী : (জ্ঞানদাস, গোবিন্দদাস ও অন্যান্য) -এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয় – 

  • (ক) বিদ্যাপতিকে 
  • (খ) জ্ঞানদাসকে 
  • (গ) গোবিন্দদাসকে 
  • (ঘ) বলরাম দাসকে

উত্তর: Show

(খ) জ্ঞানদাসকে

(ii) বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় – 

  • (ক) চন্ডীদাসকে 
  • (খ) জ্ঞানদাসকে
  • (গ) কবিবল্লভকে 
  • (ঘ) গোবিন্দদাসকে 

উত্তর: Show

(ঘ) গোবিন্দদাসকে

(iii) বলরাম দাস যে পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা – 

  • (ক) বাৎসল্যরস  
  • (খ) মথুর 
  • (গ) আক্ষেপানুরাগ 
  • (ঘ) অভিসার

উত্তর: Show

(ক) বাৎসল্যরস

(iv) বিদ্যাপতির পদগুলি বাংলায় অনুবাদ করে ‘ছোটো বিদ্যাপতি’ অভিধায় ভূষিত হয়েছেন – 

  • (ক) চণ্ডীদাস 
  • (খ) জ্ঞানদাস   
  • (গ) গোবিন্দদাস  
  • (ঘ) কবিরঞ্জন 

উত্তর: Show

(ঘ) কবিরঞ্জন

(v) কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীকে ক-ভাগে ভাগ করা হয়? – 

  • (ক) দুই 
  • (খ) তিন  
  • (গ) চার  
  • (ঘ) পাঁচ

উত্তর: Show

(খ) তিন

(vi) ‘ব্রজবুলি’ ভাষার প্রথম লিখিত নমুনা পাওয়া যায় – 

  • (ক) গীতগোবিন্দে
  • (খ) চর্যাপদে
  • (গ) শ্রীকৃষ্ণ কীর্তনে  
  • (ঘ) পারিজাত হরণে

উত্তর: Show

(ঘ) পারিজাত হরণে

(vii) ‘পারিজাত হরণ’ গীতিনাট্যের রচয়িতা হলেন- 

  • (ক) সংগীত মাধব
  • (খ) পারিজাত হরণে   
  • (গ) পদকল্পতরু  
  • (ঘ) চৈতন্যচরিতামৃত

উত্তর: Show

(গ) পদকল্পতরু

(viii) ‘সংগীতমাধব’ নাটক ও ‘কর্ণামৃত’ কাব্যের রচয়িতা হলেন – 

  • (ক) চণ্ডীদাস 
  • (খ) জ্ঞানদাস   
  • (গ) গোবিন্দদাস  
  • (ঘ) কবিরঞ্জন 

উত্তর: Show

(গ) গোবিন্দদাস

(ix) চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব পদকর্তা হলেন – 

  • (ক) নরহরি দাস 
  • (খ) জ্ঞানদাস   
  • (গ) বিদ্যাপতি  
  • (ঘ) বড়ু চণ্ডীদাস

উত্তর: Show

(খ) জ্ঞানদাস

(x) বলরাম দাস যে পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা – 

  • (ক) সখ্যরস 
  • (খ) বাৎসল্য রস
  • (গ) দাস্যরস 
  • (ঘ) সান্তরস

উত্তর: Show

(খ) বাৎসল্য রস

(xi) চৈতন্য সমসাময়িক দুজন কবি হলেন – 

  • (ক) বিদ্যাপতি-চন্ডীদাস
  • (খ) জ্ঞানদাস-গোবিন্দদাস 
  • (গ) বাসু ঘোষ-মাধব ঘোষ
  • (ঘ) জয়দেব-জয়ানন্দ

উত্তর: Show

(গ) বাসু ঘোষ-মাধব ঘোষ

(xii) চৈতন্য আবির্ভাব বাংলা সাহিত্যে যে নতুন ধারার জন্ম দেয় – 

  • (ক) অনুবাদ সাহিত্য 
  • (খ) জীবনী সাহিত্য
  • (গ) বৈষ্ণব পদাবলী 
  • (ঘ) মঙ্গলকাব্য

উত্তর: Show

(খ) জীবনী সাহিত্য

(xiii) রাধাকৃষ্ণ-এর ‘অষ্টকালীয় লীলা’ বর্ণনার পথিকৃৎ হলেন – 

  • (ক) নরহরি দাস 
  • (খ) জ্ঞানদাস   
  • (গ) বিদ্যাপতি  
  • (ঘ) গোবিন্দদাস 

উত্তর: Show

(ঘ) গোবিন্দদাস

(xiv) ‘ভক্তিরত্নাকর’ অনুসারে বলরাম দাসের উপাধি হলো – 

  • (ক) কবিপতি
  • (খ) কবিশেখর  
  • (গ) কবিরত্ন
  • (ঘ) কবিশ্রেষ্ঠ

উত্তর: Show

(ক) কবিপতি

(xv) ‘পদকল্পতরু’ গ্রন্থের রচয়িতা হলেন – 

  • (ক) গোকুলানন্দ সেন 
  • (খ) মুকুন্দ দাস 
  • (গ) নরহরি চক্রবর্তী 
  • (ঘ) কবি বল্লভ

উত্তর: Show

(ক) গোকুলানন্দ সেন

(xvi) ‘গীতগোবিন্দ’ -এর রচয়িতা হলেন – 

  • (ক) জ্ঞানদাস
  • (খ) গোবিন্দ দাস
  • (গ) জয়দেব 
  • (ঘ) কবি রঞ্জন

উত্তর: Show

(গ) জয়দেব

(xvii) ‘চৌর-পঞ্চাশিকা’ গ্রন্থের রচয়িতা হলেন – 

  • (ক) কল্‌হন
  • (খ) বিহ্লন 
  • (গ) কালীদাস
  • (ঘ) ভবভূতি

উত্তর: Show

(খ) বিহ্লন

(xviii) ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দেওয়া হয়েছে কোন্‌ কবিকে? – 

  • (ক) জ্ঞানদাস
  • (খ) গোবিন্দ দাস
  • (গ) জয়দেব 
  • (ঘ) কবি রঞ্জন

উত্তর: Show

(খ) গোবিন্দ দাস

(xix) গোবিন্দ দাসকে কে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দিয়েছিলেন? – 

  • (ক) কবি রঞ্জন
  • (খ) জয়দেব 
  • (গ) জ্ঞানদাস 
  • (ঘ) বল্লভদাস

উত্তর: Show

(ঘ) বল্লভদাস

(xx) চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয় – 

  • (ক) কবি রঞ্জন
  • (খ) জয়দেব 
  • (গ) জ্ঞানদাস 
  • (ঘ) বল্লভদাস

উত্তর: Show

(গ) জ্ঞানদাস

(xxi) জ্ঞানদাস জন্মগ্রহণ করেন – 

  • (ক) চতুর্দশ শতাব্দীতে
  • (খ) পঞ্চদশ শতাব্দীতে 
  • (গ) ষোড়শ শতাব্দীতে 
  • (ঘ) সপ্তদশ শতাব্দীতে

উত্তর: Show

(গ) ষোড়শ শতাব্দীতে

(xxii) জ্ঞানদাস জন্মগ্রহণ করেন – 

  • (ক) কাঁদড়া গ্রামে
  • (খ) পেঁড়ো গ্রামে
  • (গ) কাঁকিল্যা গ্রামে
  • (ঘ) সিঙ্গি গ্রামে

উত্তর: Show

(ক) কাঁদড়া গ্রামে

(xxiii) জ্ঞানদাস যে পর্যায়ের পদগুলিতে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন সেগুলি হল – 

  • (ক) বিরহ ও মাথুর
  • (খ) পূর্বরাগ ও অনুরাগ
  • (গ) অনুরাগ ও আক্ষেপানুরাগ 
  • (ঘ) ভাবোল্লাস ও ভাবসম্মিলন

উত্তর: Show

(গ) অনুরাগ ও আক্ষেপানুরাগ

(xxiv) ‘রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর / প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ – পদকর্তা হলেন – 

  • (ক) কবি রঞ্জন
  • (খ) জয়দেব 
  • (গ) জ্ঞানদাস 
  • (ঘ) বল্লভদাস

উত্তর: Show

(গ) জ্ঞানদাস

(xxv) চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা হলেন – 

  • (ক) চন্ডীদাস
  • (খ) বিদ্যাপতি 
  • (গ) নরহরিদাস 
  • (ঘ) গোবিন্দদাস

উত্তর: Show

(ঘ) গোবিন্দদাস

(xxvi) গোবিন্দদাস কবিরাজ জন্মগ্রহণ করেন – 

  • (ক) ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে
  • (খ) পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 
  • (গ) ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 
  • (ঘ) সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে

উত্তর: Show

(গ) ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে

(xxvii) গোবিন্দদাস কবিরাজ যাঁর শিষ্য ছিলেন – 

  • (ক) বিদ্যাপতি
  • (খ) শ্রীনিবাস আচার্য 
  • (গ) নিত্যানন্দ প্রভু 
  • (ঘ) রূপ গোস্বামী 

উত্তর: Show

(খ) শ্রীনিবাস আচার্য

(xxviii) খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি – 

  • (ক) গোবিন্দদাস 
  • (খ) জ্ঞানদাসকে 
  • (গ) বলরাম দাসকে 
  • (ঘ) চন্ডীদাসকে

উত্তর: Show

(ক) গোবিন্দদাস

(xxix) গৌরাঙ্গ-বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যে পদাবলী কার – 

  • (ক) জয়দেব
  • (খ) গোবিন্দদাস 
  • (গ) কিবি বল্লভ 
  • (ঘ) বিদ্যাপতি

উত্তর: Show

(খ) গোবিন্দদাস

(xxx) একটি গৌরাঙ্গ বিষয়ক পদ হলো – 

  • (ক) নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
  • (খ) কন্টক গাড়ি কমল সম পদতল 
  • (গ) মন্দির বাহির কঠিন কপাট 
  • (ঘ) যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি

উত্তর: Show

(ক) নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *