বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ৬ –  ৮ (‘বুঝিলাম যে বিড়াল বলিতেছে,  …… তাহার দন্ড হয় না কেন?’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

# birhal prabandho MCQ

বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • ক্ষীর: জ্বাল দিয়ে ঘন করা দুধ
  • ঠেঙ্গা: লাঠি
  • কৃপণ: কিপটে
  • সাধ: ইচ্ছা
  • মূলীভূত: আসল
  • দন্ড: শাস্তি

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘মারপিট কেন?’ উক্তিটি কার – 

  • (ক) প্রসন্নের 
  • (খ) কমলাকান্তের
  • (গ) বিড়ালের 
  • (ঘ) নেপোলিয়নের

উত্তর: Show

(গ) বিড়ালের

(ii) ‘বিড়াল’ কমলাকান্তের কাছে যা চেয়েছিল – 

  • (ক) পরামর্শ 
  • (খ) বিচার
  • (গ) দয়া
  • (ঘ) সাহায্য

উত্তর: Show

(খ) বিচার

(iii) ‘বিড়াল’ প্রবন্ধটিতে প্রাবন্ধিক যে সমস্যার বিষয় তুলে ধরেছেন, তা হল – 

  • (ক) রাজনৈতিক সমস্যা  
  • (খ) সমাজের বৈষম্য 
  • (গ) কমলাকান্তের নিষ্ঠুরতা 
  • (ঘ) মানুষের লোভ

উত্তর: Show

(খ) সমাজের বৈষম্য

(iv) ‘এ সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে,’ এখানে তোমরা বলতে যাদের যাকে বোঝানো হয়েছে – 

  • (ক) বিড়াল 
  • (খ) চোর  
  • (গ) মানুষ  
  • (ঘ) গরু 

উত্তর: Show

(গ) মানুষ

(v) ‘তোমাদের ক্ষুৎপিপাসা আছে-আমাদের কি নাই?’ বক্তা – 

  • (ক) বিড়াল 
  • (খ) কমলাকান্ত  
  • (গ) প্রসন্ন  
  • (ঘ) মঙ্গলা

উত্তর: Show

(ক) বিড়াল

(vi) বিড়াল নিজেকে বলেছে – 

  • (ক) অজ্ঞ চতুষ্পদ  
  • (খ) বিজ্ঞ চতুষ্পদ
  • (গ) চতুর চতুষ্পদ
  • (ঘ) অলস চতুষ্পদ

উত্তর: Show

(খ) বিজ্ঞ চতুষ্পদ

(vii) মার্জারের মতে মানুষের জ্ঞানের উন্নতি হতে পারে একমাত্র – 

  • (ক) সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে 
  • (খ) পশুপ্রেমের মধ্য দিয়ে 
  • (গ) বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে 
  • (ঘ) ধর্মবিশ্বাসে স্থির থেকে

উত্তর: Show

(গ) বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে

(viii) মার্জার ‘পরম ধর্ম’ বলতে বুঝিয়েছে – 

  • (ক) পরোপকার 
  • (খ) নীতি শিক্ষা 
  • (গ) আত্মসুখ 
  • (ঘ) চুরি

উত্তর: Show

(ক) পরোপকার

(ix) কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত – 

  • (ক) মোহমুক্ত মানব 
  • (খ) উদাসীন 
  • (গ) ক্ষুব্ধ  
  • (ঘ) পরম ধর্মের ফলভাগী

উত্তর: Show

(ঘ) পরম ধর্মের ফলভাগী

(x) ‘আমি তোমার ধর্ম সঞ্চয়ের মুলীভূত কারণ’ এ কথা খনির বক্তা হল – 

  • (ক) কমলাকান্ত
  • (খ) বিড়াল
  • (গ) প্রসন্ন গোয়ালিনী
  • (ঘ) চোর

উত্তর: Show

(খ) বিড়াল

(xi) মার্জার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে কারণ – 

  • (ক) সে কমলাকান্তকে উদার হতে শিখিয়েছে 
  • (খ) কমলাকান্তের উচ্ছিষ্ট খাবার সে খেয়ে নিয়েছে 
  • (গ) সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে  
  • (ঘ) সে কমলাকান্তের নেশার ঝোঁক কাটিয়ে দিয়েছে

উত্তর: Show

(গ) সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে

(xii) ‘দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?’ এখানে চোর কে? – 

  • (ক) কমলাকান্ত 
  • (খ) মঙ্গলা 
  • (গ) প্রসন্ন 
  • (ঘ) বিড়াল

উত্তর: Show

(ঘ) বিড়াল

(xiii) যে পরিস্থিতিতে থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না – 

  • (ক) চলার মত সম্পদ থাকলে  
  • (খ) প্রতিবেশী সদয় থাকলে 
  • (গ) নজরদারি ভালো থাকলে 
  • (ঘ) খেতে পেলে 

উত্তর: Show

(ঘ) খেতে পেলে

(xiv) যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা – 

  • (ক) কখনো অসাধুদের সহ্য করতে পারে না 
  • (খ) কেউ কেউ চোরেদের প্রতি সহানুভূতিশীল 
  • (গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক 
  • (ঘ) চুরির কারণ বোঝার চেষ্টা করেন না

উত্তর: Show

(গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক

(xv) মার্জারের মতে চোর চুরি করে তার কারণ – 

  • (ক) সেটা তার স্বভাব
  • (খ) প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরেদের প্রতি দয়া করে না
  • (গ) পাপ-পুণ্যে তারা বিশ্বাসী নয়
  • (ঘ) অসাধু ব্যক্তিদের সঙ্গ তাকে চুরি করতে বাধ্য

উত্তর: Show

(খ) প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরেদের প্রতি দয়া করে না

(xvi) চোর যে চুরি করে সে অধর্ম কার? – 

  • (ক) লোভী গৃহস্থের 
  • (খ) ছিঁচকে চোরের 
  • (গ) কৃপণ ধনীর 
  • (ঘ) মূর্খ পন্ডিতের

উত্তর: Show

(গ) কৃপণ ধনীর

(xvii) চোরের চেয়ে ‘শতগুনে দোষী’ কে? – 

  • (ক) পুলিশ 
  • (খ) চৌকিদার 
  • (গ) রাজা 
  • (ঘ) কৃপণ ধনী

উত্তর: Show

(ঘ) কৃপণ ধনী

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *