বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ১ – ২ (আমি সয়ন গৃহে,  …… ডিউক বলিল, ‘‘ম্যাও!’’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

# birhal prabandho MCQ

বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • চারপায়ী: চার পাওয়ালা খাট বিশেষ। 
  • হুঁকা: তামাকের ধূমপানের জন্য নলযুক্ত নারকোলের খোলের পাত্র বিশেষ। 
  • প্রেতবৎ: প্রেতের মতো। 
  • নেপোলিয়ন: বিশ্ব বিখ্যাত ফর ফরাসি সম্রাট ও যোদ্ধা। 
  • ওয়াটার্লু: বেলজিয়ামের একটি স্থান। ইতিহাসে এটি একটি বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র। এখানেই ১৮২৫ খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন নেপোলিয়ানকে পরাস্ত করেছিলেন। এবং যার ফলে তাঁকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়। 
  • ওয়েলিংটন: ইংল্যান্ডের প্রাক্তন সেনাধ্যক্ষ। 
  • আফিঙ্গ: পোস্ত বীজ থেকে তৈরি একপ্রকার ওষুধ, মাদকদ্রব্য যা আফিং নামে পরিচিত। 
  • ডিউক: রাজা

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘বিড়াল’ প্রবন্ধটির উৎস – 

  • (ক) লোকরহস্য 
  • (খ) কমলাকান্তের দপ্তর  
  • (গ) বিবিধ প্রবন্ধ 
  • (ঘ) বীরবলের হালখাতা

উত্তর: Show

(খ) কমলাকান্তের দপ্তর

(ii) ‘বিড়াল’ প্রবন্ধটির প্রকাশকাল – 

  • (ক) ১২৮০ বঙ্গাব্দ 
  • (খ) ১২৮৫ বঙ্গাব্দ
  • (গ) ১২৮১ বঙ্গাব্দ
  • (ঘ) ১২৮৬ বঙ্গাব্দ

উত্তর: Show

(গ) ১২৮১ বঙ্গাব্দ

(iii) ‘বিড়াল’ প্রবন্ধটি প্রকাশিত হয় যে পত্রিকায় – 

  • (ক) দিগদর্শন  
  • (খ) সমাচার দর্পণ 
  • (গ) হিতবাদী 
  • (ঘ) বঙ্গদর্শন

উত্তর: Show

(ঘ) বঙ্গদর্শন

(iv) ‘বিড়াল’ প্রবন্ধটি ‘কমলাকান্তের দপ্তর’ প্রবন্ধ গ্রন্থের কত সংখ্যক রচনা? – 

  • (ক) দশম 
  • (খ) একাদশ  
  • (গ) দ্বাদশ  
  • (ঘ) ত্রয়োদশ 

উত্তর: Show

(ঘ) ত্রয়োদশ

(v) ‘কমলাকান্তের দপ্তর’ প্রবন্ধটি প্রকাশিত হয়? – 

  • (ক) ১৮৭০ সালে 
  • (খ) ১৮৭২ সালে  
  • (গ) ১৮৭৫ সালে  
  • (ঘ) ১৮৮০ সালে

উত্তর: Show

(গ) ১৮৭৫ সালে

(vi) ‘বিড়াল’ প্রবন্ধটির রচয়িতা হলেন – 

  • (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  
  • (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (গ) স্বামী বিবেকানন্দ 
  • (ঘ) রামমোহন রায়

উত্তর: Show

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(vii) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল – 

  • (ক) কথাশিল্পী 
  • (খ) সাহিত্য সম্রাট 
  • (গ) কান্তকবি 
  • (ঘ) পদাতিক কবি

উত্তর: Show

(খ) সাহিত্য সম্রাট

(viii) বঙ্কিমচন্দ্রের ‘বিড়াল’ প্রবন্ধটি কোন্ ধরনের রচনা? – 

  • (ক) স্যাটায়ার ধর্মী 
  • (খ) লোককথা 
  • (গ) রম্যরচনা 
  • (ঘ) হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক

উত্তর: Show

(ঘ) হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক

(ix) ‘বিড়াল’ প্রবন্ধ গ্রন্থটি যে ভাষারীতিতে রচিত – 

  • (ক) চলিত রীতিতে 
  • (খ) সাধু ভাষায় 
  • (গ) আঞ্চলিক ভাষায়  
  • (ঘ) গুরুচণ্ডালী রীতিতে

উত্তর: Show

(খ) সাধু ভাষায়

(x) শয়নগৃহে চারপায়ীর ওপরে বসে যা করছিলেন – 

  • (ক) হুকো হাতে ঝিমোচ্ছিলেন 
  • (খ) দুধের বাটি পাহারা দিচ্ছিলেন
  • (গ) বিড়ালের সঙ্গে কথা বলছিলেন 
  • (ঘ) স্বপ্ন দেখছিলেন

উত্তর: Show

(ক) হুকো হাতে ঝিমোচ্ছিলেন

(xi) ক্ষুদ্র আলোটি কেমন করে জ্বলছিল? – 

  • (ক) মিট্ মিট্ করে 
  • (খ) টিমটিম করে 
  • (গ) দাউদাউ করে  
  • (ঘ) দপদপ করে

উত্তর: Show

(ক) মিট্ মিট্ করে

(xii) দেয়ালের উপর পড়ন্ত ছায়াটি ছিল – 

  • (ক) প্রেতবৎ 
  • (খ) দোদুল্যমান 
  • (গ) অচঞ্চল 
  • (ঘ) চঞ্চল

উত্তর: Show

(ঘ) চঞ্চল

(xiii) দেয়ালের উপর পড়ন্ত চঞ্চল ছায়াটি কার মতন নাচছিল? – 

  • (ক) ময়ূরের মতো  
  • (খ) প্রেতবৎ 
  • (গ) খঞ্জনার মতো 
  • (ঘ) মত্তহস্তীর মতো 

উত্তর: Show

(খ) প্রেতবৎ

(xiv) হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিলেন – 

  • (ক) নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্লুর যুদ্ধে জিতবেন কিনা 
  • (খ) আহার প্রস্তুত হতে কত দেরি আছে 
  • (গ) প্রসন্ন তার জন্য দুধ রেখে গিয়ে আছে কিনা 
  • (ঘ) মাথাটা বড্ড ঝিমঝিম করছে

উত্তর: Show

(ক) নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্লুর যুদ্ধে জিতবেন কিনা

(xv) ‘– হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।’ – কমলাকান্ত যা বুঝতে পারেননি – 

  • (ক) কিভাবে ওয়াটার্লুর যুদ্ধে জয় সম্ভব 
  • (খ) প্রসন্ন গোয়ালিনীর দেরির কারণ 
  • (গ) দেওয়ালে কিসের নাচ চলছে 
  • (ঘ) মেও শব্দটির তাৎপর্য

উত্তর: Show

(ঘ) মেও শব্দটির তাৎপর্য

(xvi) কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিলেন বলে কমলাকান্তের মনে হয়েছিল? – 

  • (ক) আলেকজান্ডার 
  • (খ) ডিউক অফ ওয়েলিংটন 
  • (গ) ওয়াটার্লু 
  • (ঘ) প্রসন্ন

উত্তর: Show

(খ) ডিউক অফ ওয়েলিংটন

(xvii) ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কী ভিক্ষা করতে এসেছিলেন? – 

  • (ক) দুগ্ধ 
  • (খ) মৎস্য 
  • (গ) আফিঙ্গ 
  • (ঘ) খাদ্য

উত্তর: Show

(গ) আফিঙ্গ

(xviii) আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হাতে হুঁকা হাতে যা ভাবছিলেন – 

  • (ক) তিনি যদি ডিউক অফ ওয়েলিংটন হতেন 
  • (খ) তিনি যদি সক্রেটিস হতেন 
  • (গ) তিনি যদি নেপোলিয়ান হতেন 
  • (ঘ) তিনি যদি মার্জার হতেন

উত্তর: Show

(গ) তিনি যদি নেপোলিয়ান হতেন

(xix) ‘ডিউক’ শব্দের অর্থ হলো – 

  • (ক) রাজা
  • (খ) মন্ত্রী 
  • (গ) সেনাপতি 
  • (ঘ) নাইট

উত্তর: Show

(ক) রাজা

(xx) কমলাকান্ত ‘পাষানবৎ কঠিন’ হয়েছিলেন যে কারণে – 

  • (ক) বিড়ালকে সগর্বে তাড়াতে
  • (খ) লর্ড ওয়েলিংটন আফিম চাওয়ায় 
  • (গ) প্রসন্ন টাকা চাওয়ায় 
  • (ঘ) মার্জার দুগ্ধ পান করায়

উত্তর: Show

(খ) লর্ড ওয়েলিংটন আফিম চাওয়ায়

(xxi) কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন – 

  • (ক) আপনাকে স্বাগত
  • (খ) বিশেষ অপরিমিত লোভ ভালো না 
  • (গ) আফিংয়ের জন্য অপেক্ষা করুন 
  • (ঘ) অসময়ে তার আসার কারণ কী

উত্তর: Show

(খ) বিশেষ অপরিমিত লোভ ভালো না

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *