বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ১২ – ১৫ (‘আর আমার দিকে দশা দেখো- …… সমাজের উন্নতি লইয়া কী করিব?’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
# birhal prabandho MCQ
বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-5} – একাদশ শ্রেণি – বাংলা
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- কৃশ: রোগা
- অস্থি: হাড়
- লাঙ্গুল: লেজ
- কৃষ্ণ: কালো
- চর্ম: চামড়া
- শুষ্ক: শুকনো
- ক্ষীণ: মৃদু, অত্যল্প
- সোশিয়ালিস্টিক: সমাজতান্ত্রিক
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘বিড়ালের উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে’ কী কারণে? –
- (ক) অসুখের কারণে
- (খ) পরিবেশের অভাবে
- (গ) আহারের অভাবে
- (ঘ) পুষ্টির অভাবে
উত্তর: Show
(গ) আহারের অভাবে
(ii) লাঙ্গুল শব্দের অর্থ হলো –
- (ক) লোম
- (খ) লেজ
- (গ) শিরদাঁড়া
- (ঘ) অস্থি
উত্তর: Show
(খ) লেজ
(iii) বিড়াল তার কোন্ অবস্থা দেখে তাকে ঘৃণা করতে নিষেধ করেছে –
- (ক) অস্থি চর্মসার দেহ
- (খ) বিনত লাঙ্গুল
- (গ) উদর কৃশ
- (ঘ) কালো চামড়া
উত্তর: Show
(ঘ) কালো চামড়া
(iv) ‘আমাদের কিছু অধিকার আছে?’ যাতে এই অধিকার –
- (ক) ধনীর খাদ্যদ্রব্যে
- (খ) অন্যের বাসস্থানে
- (গ) অন্যের জায়গায়
- (ঘ) এ পৃথিবীর মৎস্য মাংসে
উত্তর: Show
(ঘ) এ পৃথিবীর মৎস্য মাংসে
(v) খেতে না দিলে বিড়াল কী করবে? –
- (ক) চুরি করবে
- (খ) ছুটে পালাবে
- (গ) বিদ্রোহ করবে
- (ঘ) অধিকার দাবী করবে
উত্তর: Show
(ক) চুরি করবে
(vi) বিড়ালটি নির্দয়তার জন্য যা দাবি করেছে –
- (ক) প্রশংসা
- (খ) দন্ড
- (গ) পুরস্কার
- (ঘ) প্রতিকার
উত্তর: Show
(খ) দন্ড
(vii) দরিদ্রের আহার সংগ্রহে দন্ড থাকলেও ধনীর কিসের দন্ড নাই? –
- (ক) অত্যাচার
- (খ) প্রতারণায়
- (গ) কার্পণ্য
- (ঘ) বিলাসিতায়
উত্তর: Show
(গ) কার্পণ্য
(viii) কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ, সে –
- (ক) পন্ডিত
- (খ) ভবিষ্যৎদ্রষ্টা
- (গ) আইন জানে
- (ঘ) আফিংখোর
উত্তর: Show
(ঘ) আফিংখোর
(ix) দরিদ্র চোর হয় যার দোষে –
- (ক) ধনীর
- (খ) সমাজ ব্যবস্থার
- (গ) কৃপণতার
- (ঘ) কমলাকান্তের
উত্তর: Show
(ক) ধনীর
(x) ধনীরা যেভাবে অর্থ সংগ্রহ করে –
- (ক) মাথার ঘাম পায়ে ফেলে
- (খ) পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে
- (গ) অসৎ উপায়ে
- (ঘ) শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে
উত্তর: Show
(খ) পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে
(xi) ‘এ পৃথিবীতে কেহ আইসে নাই’ যা করার –
- (ক) প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য
- (খ) হৃদয়হীন হওয়ার জন্য
- (গ) একা একা বাঁচার জন্য
- (ঘ) অনাহারে মরার জন্য
উত্তর: Show
(ঘ) অনাহারে মরার জন্য
(xii) ‘থাম! থাম মার্জার পন্ডিতে!’ কথাটি কার? –
- (ক) কমলাকান্তের
- (খ) নসীরামবাবুর
- (গ) মঙ্গলার
- (ঘ) প্রসন্নর
উত্তর: Show
(ক) কমলাকান্তের
(xiii) কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি ছিল ঠিক –
- (ক) রিয়েলিস্টিক
- (খ) আইডিয়ালিস্টিক
- (গ) মেটেরিয়ালিস্টিক
- (ঘ) সোশিয়ালিস্টিক
উত্তর: Show
(ঘ) সোশিয়ালিস্টিক
(xiv) ‘বিড়াল’ প্রবন্ধে কমলাকান্ত সমাজ বিশৃঙ্খলার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন –
- (ক) গণতন্ত্রকে
- (খ) সমাজতন্ত্রকে
- (গ) সামন্ততন্ত্রকে
- (ঘ) স্বৈরতন্ত্রকে
উত্তর: Show
(খ) সমাজতন্ত্রকে
(xv) ধনীরা কখন ধন সঞ্চয় করবে না? –
- (ক) ধনীরা যদি দয়ালু হয়
- (খ) যদি বিরাগী হয়ে যায়
- (গ) আকাঙ্ক্ষামতো ধনসঞ্চয় না করতে পারে
- (ঘ) চোরের ভয়ে যদি নির্বিঘ্নে ধন-সম্পদ ভোগ করতে না পারে
উত্তর: Show
(ঘ) চোরের ভয়ে যদি নির্বিঘ্নে ধন-সম্পদ ভোগ করতে না পারে
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর
(xvi) কিরকম পরিস্থিতিতে সমাজের ধনবৃদ্ধি হবে না? –
- (ক) দরিদ্ররা বড়লোক হয়ে উঠলে
- (খ) দরিদ্ররা আরও দরিদ্র হয়ে উঠলে
- (গ) ধনীরা নির্বিঘ্নে ধনভোগ না করতে পারলে
- (ঘ) চোরেরা অনবরত চুরি করলে
উত্তর: Show
(গ) ধনীরা নির্বিঘ্নে ধনভোগ না করতে পারলে
(xvii) ‘সমাজের ধনবৃদ্ধি’র অর্থ মার্জার এর কাছে ছিল –
- (ক) ধনীর ধনবৃদ্ধি
- (খ) সম্পদের সমান বন্টন
- (গ) কৃষির উন্নতি
- (ঘ) দেশের সম্পদ বৃদ্ধি
উত্তর: Show
(ক) ধনীর ধনবৃদ্ধি
(xviii) মার্জার বলিল, ‘না হইলেও ত আমার কী?’ এখানে মার্জার কী না হওয়ার কথা বলেছে –
- (ক) সমাজের ধনবৃদ্ধির কথা
- (খ) দেশের শিক্ষা বৃদ্ধির কথা
- (গ) রাষ্ট্রের ধনবৃদ্ধির কথা
- (ঘ) দরিদ্রের কর্ম সৃষ্টির কথা
উত্তর: Show
(ক) সমাজের ধনবৃদ্ধির কথা
(xix) ‘তবে সমাজের উন্নতি লইয়া কী করিব?’ – মার্জারের কাছে সমাজের উন্নতির আগে প্রয়োজন –
- (ক) ব্যক্তির উন্নতি
- (খ) সমবন্টন
- (গ) প্রকৃত শিক্ষা
- (ঘ) তার নিজের খাওয়া
উত্তর: Show
(ঘ) তার নিজের খাওয়া