বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ৯ – ১১ (‘‘দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেও মেও করিয়া বেড়াই, …… অনেক মারজার কবি হইয়া পড়ে।’’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
# birhal prabandho MCQ
বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-4} – একাদশ শ্রেণি – বাংলা
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- মুষ্টি-ভিক্ষা: সামান্য দান
- ফাঁপর: বিপদ
- শিরোমণি, ন্যায়ালঙ্কার: সংস্কৃত ও শাস্ত্রে পন্ডিত
- ঠেঙ্গা: লাঠি
- তেলা মাথায় তেল দেয়া: এটি একটি প্রবাদ। এর অর্থ ক্ষমতাবানকে অযথা সাহায্য করা।
- প্রাঙ্গণে: উঠোন
- সোহাগ: আদর
- ভার্যা: স্ত্রী
- সহোদর: একই উদরে জন্ম যার
- শতরঞ্চ: দাবা
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) বিড়াল মেও মেও করে যেখানে ঘুরে বেড়ায় –
- (ক) পাড়ায় পাড়ায়
- (খ) প্রাচীরে প্রাচীরে
- (গ) দুয়ারে দুয়ারে
- (ঘ) রাস্তায় রাস্তায়
উত্তর: Show
(খ) প্রাচীরে প্রাচীরে
(ii) প্রাচীরে প্রাচীরের ডেকে বেড়ালও কেউ বেড়ালকে যা দেয় না –
- (ক) দুধ
- (খ) দুধ ভাত
- (গ) মাছের কাঁটা
- (ঘ) মাংস
উত্তর: Show
(ক) দুধ
(iii) গৃহস্থরা নর্দমায় যা যা ফেলে দেয় –
- (ক) মাছের কাঁটা মাংসের টুকরো
- (খ) মাছের কাঁটা তরিতরকারি
- (গ) মাছের কাঁটা, পাতের ভাত
- (ঘ) পাতের ভাত মাংসের টুকরো
উত্তর: Show
(গ) মাছের কাঁটা, পাতের ভাত
(iv) মার্জারের পেটের ক্ষিদে জানতে পারে না সেই ব্যাক্তিরা যাদের –
- (ক) মার্জারের বিষয়ে ধারণা নেই
- (খ) নিজেদের খাওয়ার সংস্থান নেই
- (গ) মার্জারকে অপছন্দ করে
- (ঘ) নিজেদের খিদে নেই
উত্তর: Show
(ঘ) নিজেদের খিদে নেই
(v) বিড়ালের মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া –
- (ক) আনন্দের কথা
- (খ) লজ্জার কথা
- (গ) দুঃখের কথা
- (ঘ) হতাশার কথা
উত্তর: Show
(খ) লজ্জার কথা
(vi) একটা বড় রাজা ফাঁপরে পড়লে রাত্রে কে ঘুমায় না? –
- (ক) যে কখনও অন্ধকে বিতাড়িত করে না
- (খ) যে কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না
- (গ) যে কখনও কাউকে ভিক্ষা দেয় না
- (ঘ) যে কখনও অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না
উত্তর: Show
(ঘ) যে কখনও অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না
(vii) কার দুঃখে সহজে কেউ কাতর হতে চায় না? –
- (ক) শত্রুর দুঃখে
- (খ) ধনীর দুঃখে
- (গ) মধ্যবিত্তের দুঃখে
- (ঘ) ছোটলোকের দুঃখে
উত্তর: Show
(ঘ) ছোটলোকের দুঃখে
(viii) ‘তোমাদের কি কিছু অগৌরব আছে?’ – মার্জারের মতে যাতে এই অগৌরব নেই –
- (ক) দরিদ্রের জন্য ব্যথিত হলে
- (খ) আফিং-এর নেশা কেটে গেলে
- (গ) মার্জার দুধ খেয়ে গেলে
- (ঘ) মার্জার উপদেশ দিলে
উত্তর: Show
(ক) দরিদ্রের জন্য ব্যথিত হলে
(ix) যারা যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেতেন না –
- (ক) রাজা-মহারাজা
- (খ) ন্যায়রত্ন-তর্করত্ন
- (গ) শিরোমণি চূড়ামণি
- (ঘ) ন্যায়ালঙ্কার-শিরোমণি
উত্তর: Show
(ঘ) ন্যায়ালঙ্কার-শিরোমণি
(x) ‘তবে আমার বেলায় লাঠি কেন?’ – এই আক্ষেপ উক্তিটি যার –
- (ক) মঙ্গলা গাভীর
- (খ) প্রসন্ন গোয়ালিনীর
- (গ) বিড়ালের
- (ঘ) নেশাচ্ছন্ন কমলাকান্তের
উত্তর: Show
(গ) বিড়ালের
(xi) বেড়ালের মতে ‘মনুষ্যজাতির রোগ’ হল –
- (ক) নিজের স্বার্থ নিজে দেখা
- (খ) তেলা মাথায় তেল দেওয়া
- (গ) মুখে জগত উদ্ধার করা
- (ঘ) অন্যকে হিংসা করা
উত্তর: Show
(খ) তেলা মাথায় তেল দেওয়া
(xii) বিড়ালের কথায় মানুষ কার জন্য ভোজের আয়োজন করে? –
- (ক) যে খেতে বললে বিরক্ত হয়
- (খ) যে অনশনে থাকে
- (গ) যে দুর্ভিক্ষ পীড়িত হয়
- (ঘ) যে ক্ষুধার্ত থাকে
উত্তর: Show
(ক) যে খেতে বললে বিরক্ত হয়
(xiii) বিড়ালের কথায় কমলাকান্ত চোর বলে কাকে দণ্ড দিতে উদ্যত হয়? –
- (ক) যারা মানুষের অন্ন জোর করে কেড়ে নিয়ে যায়
- (খ) খিদের জ্বালায় বিনা আহ্বানে যারা মানুষের অন্ন খেয়ে নেয়
- (গ) যারা মানুষের অন্ন নষ্ট করে দেয়
- (ঘ) যারা মানুষের অন্ন সকলের মধ্যে বিলিয়ে দেয়
উত্তর: Show
(খ) খিদের জ্বালায় বিনা আহ্বানে যারা মানুষের অন্ন খেয়ে নেয়
(xiv) কার লেজ ফুলে, গায়ে লোম হয়? –
- (ক) প্রাচীরে প্রাচীরে ঘোরা বেড়ালের
- (খ) প্রাসাদে প্রাসাদে ঘোরা বেড়ালের
- (গ) সোহাগের বেড়ালের
- (ঘ) রাস্তায় রাস্তায় ঘোরা বেড়ালের
উত্তর: Show
(গ) সোহাগের বেড়ালের
(xv) কাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হয়ে পড়ে? –
- (ক) সুন্দরী নারীদের
- (খ) সোহাগের বিড়ালদের
- (গ) সিনেমার নায়িকাদের
- (ঘ) স্বর্গের অপ্সরা
উত্তর: Show
(খ) সোহাগের বিড়ালদের