বৈষ্ণব পদাবলী ও চন্ডীদাস MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অধ্যায় হল ‘বৈষ্ণব পদাবলী’। এই অধ্যায়ের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
# Boishnab Padaboli O Chandidas MCQ
বৈষ্ণব পদাবলী ও চন্ডীদাস -এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ), {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) পদাবলীর চন্ডীদাস ছিলেন মূলত –
- (ক) কৌতুকের কবি
- (খ) বিরহের কবি
- (গ) ব্যঙ্গের কবি
- (ঘ) ভক্তি রসের কবি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) বিরহের কবি [/expand]
(ii) মধ্যযুগের বাংলা সাহিত্যে যে কজন চন্ডীদাসের পরিচয় মিলে –
- (ক) একজন
- (খ) দুজন
- (গ) তিনজন
- (ঘ) চারজন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) চারজন [/expand]
(iii) চন্ডীদাসের ভাব শিষ্য বলা হয় –
- (ক) বিদ্যাপতিকে
- (খ) জ্ঞানদাসকে
- (গ) বলরাম দাসকে
- (ঘ) গোবিন্দদাসকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) গোবিন্দদাসকে [/expand]
(iv) চন্ডীদাসের পদের ভাষা ছিল –
- (ক) সহজ ও সরল
- (খ) কঠিন ও কর্কশ
- (গ) গম্ভীর ও দুর্বোধ্য
- (ঘ) আলো ও আঁধার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) সহজ ও সরল [/expand]
(v) ‘আমাদের চন্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি।’ – বক্তা হলেন –
- (ক) বিহারীলাল চক্রবর্তী
- (খ) দ্বিজেন্দ্রলাল রায়
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) আশুতোষ ভট্টাচার্য
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) রবীন্দ্রনাথ ঠাকুর [/expand]
(vi) চন্ডীদাস কে ‘দুঃখের কবি’ বলেছেন –
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (গ) বিহারীলাল চক্রবর্তী
- (ঘ) সুকুমার সেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) রবীন্দ্রনাথ ঠাকুর [/expand]
(vii) চন্ডীদাস যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন –
- (ক) পূর্বরাগ ও অনুরাগ
- (খ) আক্ষেপানুরাগ
- (গ) মান ও মাথুর
- (ঘ) অভিসার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) আক্ষেপানুরাগ [/expand]
(viii) চন্ডীদাসের রাধা কোন্ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল? –
- (ক) আত্মবিসর্জনের
- (খ) আত্মনিবেদনের
- (গ) আত্মপ্রত্যয়ের
- (ঘ) আত্মবিলাপের
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) আত্মনিবেদনের [/expand]
(ix) মিলনের ঔৎসুক্য ও হাহাকার চন্ডীদাসের যে পর্যায়ের পদের বৈশিষ্ট্য –
- (ক) আক্ষেপানুরাগ
- (খ) মাথুর
- (গ) বিরহ
- (ঘ) বাসকসজ্জা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বাসকসজ্জা [/expand]
(x) কোন্ পদকর্তার পদে, রাধা নিজেকে কৃষ্ণপদে সম্পূর্ণভাবে নিবেদন করে দেন –
- (ক) চণ্ডীদাস
- (খ) বিদ্যাপতি
- (গ) জ্ঞানদাস
- (ঘ) গোবিন্দ দাস
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) চণ্ডীদাস [/expand]
(xi) কবি চন্ডীদাসের জন্ম হয়েছিল –
- (ক) নদীয়া জেলার ফুলিয়ায়
- (খ) নদীয়া জেলার নবদ্বীপে
- (গ) বীরভূম জেলার নানুরে
- (ঘ) বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) বীরভূম জেলার নানুরে [/expand]
(xii) কবি চন্ডীদাস প্রথম জীবনে কোন্ দেবতার সেবক ছিলেন? –
- (ক) ধর্ম
- (খ) শিব
- (গ) মনসা
- (ঘ) বাশুলি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বাশুলি [/expand]
(xiii) চন্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম ছিল –
- (ক) রামী
- (খ) চন্দ্রাবতী
- (গ) বিশাখা
- (ঘ) ময়নামতি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) রামী [/expand]
(xiv) চন্ডীদাস হলেন –
- (ক) চৈতন্য সমসাময়িক কবি
- (খ) চৈতন্য পূর্ববর্তী কবি
- (গ) চৈতন্য উত্তর কবি
- (ঘ) ষোড়শ শতাব্দীর কবি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) চৈতন্য পূর্ববর্তী কবি [/expand]
(xv) পদাবলীর চন্ডীদাসের সময়কাল –
- (ক) দশম থেকে দ্বাদশ শতাব্দী
- (খ) ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি থেকে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি
- (গ) চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি
- (ঘ) পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি [/expand]
(xvi) চৈতন্য পূর্ব দুই বৈষ্ণব পদকর্তা হলেন –
- (ক) জ্ঞানদাস ও গোবিন্দ দাস
- (খ) কৃত্তিবাস ওঝা ও কাশীরাম দাস
- (গ) বিদ্যাপতি ও চন্ডীদাস
- (ঘ) কবি বল্লভ ও কবি রঞ্জন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) বিদ্যাপতি ও চন্ডীদাস [/expand]
(xvii) ‘বিদ্যাপতি চন্ডীদাস শ্রীগীতগোবিন্দ / এই তিন গীতে করায় প্রভুর আনন্দ’ – চৈতন্যপূর্ব পদকর্তাদের নাম উল্লেখ আছে কোন্ গ্রন্থে –
- (ক) কীর্তিলতা
- (খ) সংগীত মাধব
- (গ) চৈতন্যচরিতামৃত
- (ঘ) চৈতন্যমঙ্গল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) চৈতন্যচরিতামৃত [/expand]
(xviii) চন্ডীদাস সম্পর্কে প্রথম সবিস্তারে কে আলোচনা করেন ‘বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ গ্রন্থে? –
- (ক) প্যারিচাঁদ মিত্র
- (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- (গ) রামগতি ন্যায়রত্ন
- (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) রামগতি ন্যায়রত্ন [/expand]
(xix) চন্ডীদাসের কবিতা সম্পর্কে প্রথম পরিচয় কোন্ গ্রন্থে বর্ণিত হয়েছে? –
- (ক) রসমঞ্জরী
- (খ) পদরত্নাবলী
- (গ) পুরুষ পরীক্ষা
- (ঘ) বিবিধার্থ সংগ্রহ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বিবিধার্থ সংগ্রহ [/expand]
(xx) বাংলা ভাষায় চন্ডীদাস-এর জীবনী বিষয়ক গ্রন্থ ‘চন্ডীদাস চরিত’ – এর রচয়িতা হলেন –
- (ক) শংকরী প্রসাদ বসু
- (খ) শ্রীশচন্দ্র মজুমদার
- (গ) মুরারি গুপ্ত
- (ঘ) কৃষ্ণপ্রসাদ সেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) কৃষ্ণপ্রসাদ সেন [/expand]
বৈষ্ণব পদাবলী ও চন্ডীদাস MCQ
(xxi) চন্ডীদাসকে শঙ্করী প্রসাদ বসু তাঁর ‘চন্ডীদাস ও বিদ্যাপতি’ গ্রন্থে যা বলে সম্বোধন করেছেন –
- (ক) জ্ঞানতাপস
- (খ) কবিতাপস
- (গ) কবিরঞ্জন
- (ঘ) কবিরত্ন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) কবিতাপস [/expand]
(xxii) ‘কাল জল ঢালিতে সই কালা পড়ে মনে’ – চন্ডীদাসের এই পদটি যে পর্যায়ের –
- (ক) পূর্বরাগ
- (খ) আক্ষেপানুরাগ
- (গ) অভিসার
- (ঘ) প্রার্থনা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) আক্ষেপানুরাগ [/expand]
(xxiii) চন্ডীদাসের অভিসার পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ হলো –
- (ক) এ ঘোর রজনী মেঘের ঘটা
- (খ) মন মোর নাহি লাগে গৃহ কাজে
- (গ) এমন পিরিতি কভু দেখি নাহি শুনি
- (ঘ) আজু কে গো মুরলী বাজায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) এ ঘোর রজনী মেঘের ঘটা [/expand]