চারণ কবি কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘চারণ কবি’। এই কবিতার কবি, কবিতা ও প্রেক্ষাপট নিয়ে কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে। 

কবিতাটির কবি ভারভারা রাও ও অনুবাদক কবি শঙ্খ ঘোষ। 

# charan kabi kabita MCQ

চারণ কবি কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

চারণ কবি

ভারভারা রাও

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘চারণ কবি’ – কবিতাটির রচয়িতা হলেন – 

  • (ক) ভারভারা রেড্ডি 
  • (খ) কে সি বেনুগোপালন  
  • (গ) ভারভারা রাও 
  • (ঘ) পি ভি আইয়ার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ভারভারা রাও [/expand]

(ii) ভারভারা রাও যে ভাষার কবি – 

  • (ক) তামিল
  • (খ) তেলুগু
  • (গ) কন্নড়
  • (ঘ) মালয়ালাম

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) তেলুগু [/expand]

(iii) চারণ কবি কবিতাটির অনুবাদক হলেন  – 

  • (ক) শক্তি চট্টোপাধ্যায়  
  • (খ) শঙ্খ ঘোষ 
  • (গ) অনিন্দ্য সৌরভ 
  • (ঘ) উৎপল কুমার বসু

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) শঙ্খ ঘোষ [/expand]

(iv) চারণ কবি মূল যে কবিতার অনুবাদ – 

  • (ক) কাব্য 
  • (খ) কবিতা   
  • (গ) কথা ও কাহিনী
  • (ঘ) কবি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) কবি [/expand]

(v) চারণ কবি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত – 

  • (ক) ভবিষ্যথু চিত্রপটম  
  • (খ) কুরুক্ষেত্রম  
  • (গ) নাগাপডু  
  • (ঘ) পথিনিনি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ভবিষ্যথু চিত্রপটম [/expand]

(vi) শঙ্খ ঘোষ অনূদিত চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল –

  • (ক) সন্দেশ
  • (খ) সেতুবন্ধন
  • (গ) অমৃতবাজার  
  • (ঘ) যুগান্তর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সেতুবন্ধন [/expand]

(vii) ভারভারা রাও এর সম্পূর্ণ নাম হল – 

  • (ক) ভেঙ্কট ভারভারা রাও
  • (খ) মনিপুরম ভারভারা রাও
  • (গ) পেন্ডয়ালা ভারভারা রাও
  • (ঘ) ভারভারা রাও আইয়ার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পেন্ডয়ালা ভারভারা রাও [/expand]

(viii) রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ভারভারা রাওকে গ্রেপ্তার করা হয় – 

  • (ক) ২০১৪ খ্রিস্টাব্দে 
  • (খ) ২০১৬ খ্রিস্টাব্দে
  • (গ) ২০১৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ২০২২ খ্রিস্টাব্দে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ২০১৮ খ্রিস্টাব্দে [/expand]

(ix) যে কারণে ভারভারা রাও জামিনে মুক্তি পান – 

  • (ক) অসুস্থতার কারণে 
  • (খ) নির্দোষ ছিলেন বলে
  • (গ) সবকটি কারণে  
  • (ঘ) অভিযোগ প্রমাণিত না হওয়ায়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) অসুস্থতার কারণে [/expand]

(x) কবি ভারভারা রাও জামিনে মুক্তি পান  – 

  • (ক) ২০১৪ খ্রিস্টাব্দে 
  • (খ) ২০১৬ খ্রিস্টাব্দে
  • (গ) ২০১৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ২০২২ খ্রিস্টাব্দে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ২০২২ খ্রিস্টাব্দে [/expand]

(xi) ভারভারা রাও যাঁর জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘চরণ কবি’ – কবিতাটি লেখেন – 

  • (ক) নেলসন ম্যান্ডেলা 
  • (খ) বেঞ্জামিন মোলায়েজ 
  • (গ) শঙ্খ ঘোষ
  • (ঘ) বাট্রান্ড রাশেল

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) বেঞ্জামিন মোলায়েজ [/expand]

(xii) মোলায়েজ কোথাকার প্রতিবাদী কবি ও মুক্তিযোদ্ধা – 

  • (ক) লাতিন আমেরিকা  
  • (খ) হনুলুলু
  • (গ) উগান্ডা
  • (ঘ) দক্ষিণ আফ্রিকা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) দক্ষিণ আফ্রিকা [/expand]

(xiii) ভ্রাম্যমান কবিদের বলা হয় –

  • (ক) চরণ কবি
  • (খ) চারণ কবি
  • (গ) কবিয়াল 
  • (ঘ) বাউল 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) চারণ কবি [/expand]

(xiv) চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা হল – 

  • (ক) ১৪ টি
  • (খ) ২২ টি
  • (গ) ২৪ টি
  • (ঘ) ২৫ টি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ২৪ টি [/expand]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *