পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 25 – 36 (দিন দুই পরের কথা ….. এ মেয়ে নিয়ে আমি কি করব মা?) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-4} – একাদশ শ্রেণি – বাংলা
পুঁইমাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- আতপ: রৌদ্র
- নবান্ন: নূতন ধান কাটার পর উৎসব বিশেষ, যাতে দুধ, গুড়, নারিকেল ইত্যাদির সঙ্গে নূতন আতপ চাল খাওয়া হয়।
- ইতু: ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে। সুতরাং মিত্র > মিতু > ইতু। মিত্র শব্দের অর্থ সূর্য। ইতু পূজা বাংলার একটি লোকউৎসব। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্যবৃদ্ধি কামনায় এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় ইতু পূজা করা হয়। কার্তিক সংক্রান্তিতে ইতু পূজার শুরু এবং অগ্রহায়ণ মাসের শেষে এই পূজার সমাপ্তি ঘটে।
- নাইতে: স্নান করতে
- সের: ওজন বিশেষ, ১/৪০ মন, ২ পাউন্ডের কিছু বেশি, ১ কিলোগ্রামের প্রায় ১ ছটাক ১ তোলা কম।
- মেটে আলু: খামালু বা গাছ আলু। মাটির নীচে বাদামী রঙের অনেক বড় আকারের হতে পারে; তবে লতানো ডালে ছোটো ছোটো কালচে বেগুনি রঙের হয়। দুটোই খাওয়া হয় এবং উভয় আলু থেকে বংশবিস্তার সম্ভব।
- আকাশ হইতে পড়া: এটি একটি বাগধারা; যার অর্থ জেনেও না জানার ভান করা।
- তিনকাল গিয়ে এককালে: এটি একটি বাগধারা। তিনকাল বলতে শৈশব, কৈশোর ও বার্ধক্যকে বোঝায়। আর এককালে বলতে জীবনের অন্তিম পর্যায় অর্থাৎ বার্ধক্যে এসে পৌঁছানোকে বোঝানো হয়েছে।
- ইহকাল-পরকাল: জীবিতকাল – মৃত্যুর পরের অবস্থা
- মাথা খাওয়া: এটি একটি বাগধারা। যার অর্থ নষ্ট করা।
- পৌর্বাপর্য: পূর্বাপর সম্বন্ধ
- ভূপতিত: পৃথিবীতে অর্থাৎ মাটিতে পড়ে যাওয়া
- তেলে বেগুনে জ্বলে ওঠা: ভীষণ রেগে যাওয়া
- চেলা কাঠ: কুড়ুল দিয়ে ফালি করা কাঠ
- সোমত্ত মেয়ে: সমর্থ > সোমত্ত, যৌবনসম্পন্ন(প্রায় স্ত্রী)
- বিজন: জনহীন
- গোঁসাই: গোস্বামী > গোঁসাই, প্রভু, ভগবান। ব্রাহ্মণ ও বৈষ্ণবের উপাধি বিশেষ।
- চৌকিদার: চৌকি অর্থাৎ পাহারা দেয় যে, পাহারাওয়ালা।
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) সকালে উঠে সহায়হরি রোদ পোহাতে পোহাতে যা করছিলেন –
- (ক) চা খাচ্ছিলেন
- (খ) বিড়ি টানছিলেন
- (গ) গান ধরেছিলেন
- (ঘ) তামাক টানছিলেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) তামাক টানছিলেন [/expand]
(ii) সকালের রোদ কোন্ গাছের ফাঁক দিয়ে পড়েছিল উঠানে? –
- (ক) কমলালেবু
- (খ) বাতাবি লেবু
- (গ) তেঁতুল গাছ
- (ঘ) পুঁই গাছ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) বাতাবি লেবু [/expand]
(iii) সকালের রোদ খানি কেমন? –
- (ক) তীব্র
- (খ) মিঠে
- (গ) মৃদু
- (ঘ) কচি, রাঙা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) কচি, রাঙা [/expand]
(iv) ক্ষেন্তি তার পিতাকে যেতে বললে তিনি মেয়েকে কী আনতে বলেন? –
- (ক) শাবল
- (খ) গাঁইতি
- (গ) কুড়ুল
- (ঘ) কোদাল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) শাবল [/expand]
(v) বাপ-মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল – তারা –
- (ক) চুরি করতে যাচ্ছে
- (খ) সিঁধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে
- (গ) মাছ ধরতে যাচ্ছে
- (ঘ) চোর ধরতে যাচ্ছে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সিঁধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে [/expand]
(vi) মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম –
- (ক) ক্ষেন্তি
- (খ) দুর্গা
- (গ) চাঁপি
- (ঘ) টেঁপি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দুর্গা [/expand]
(vii) দুর্গা অন্নপূর্ণাকে নবান্ন মেখে কী বার করতে বলেছিল? –
- (ক) ইতুর ঘট
- (খ) ঋতুর ঘট
- (গ) পিতলের ঘট
- (ঘ) কাঁসার ঘট
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ইতুর ঘট [/expand]
(viii) মুখুয্যে বাড়ি যাওয়ার পথে বনে যেসব গাছ ছিল –
- (ক) শেওড়া, বেল, চালতা, তেঁতুল
- (খ) কেওড়া, বট, চালতা, বহেরা
- (গ) হরিতকী, বট, বেল, বাশঁ
- (ঘ) শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা [/expand]
(ix) অন্নপূর্ণা মুখুয্যে বাড়ি যাওয়ার পথে যে পাখি দেখেন –
- (ক) লেজঝোলা
- (খ) লেজঝোলা কালোপাখি
- (গ) হলদে পাখি
- (ঘ) লেজঝোলা হলদে পাখি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) লেজঝোলা হলদে পাখি [/expand]
(x) দুর্গা পাখির দেখানোর সময় বন থেকে যেরকম আওয়াজ আসছিল –
- (ক) ঝুপ ঝুপ
- (খ) ঠক ঠক
- (গ) কট কট
- (ঘ) খুপ খুপ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) খুপ খুপ [/expand]
(xi) লেজঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসছিল –
- (ক) আম
- (খ) আমড়া
- (গ) আতা
- (ঘ) বেল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) আমড়া [/expand]
(xii) অন্নপূর্ণা কাজ থেকে ফিরে ক্ষেন্তিকে বসতে দেখেন –
- (ক) উঠোনে
- (খ) রোদে
- (গ) উঠোনের ছায়ায়
- (ঘ) উঠোনের রোদে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) উঠোনের রোদে [/expand]
(xiii) সহায়হরির আনা মেটে আলুর ওজন –
- (ক) তেরো-চোদ্দো সের
- (খ) চোদ্দো-পনেরো সের
- (গ) পনেরো-ষোলো সের
- (ঘ) ষোলো-সতেরো সের
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পনেরো-ষোলো সের [/expand]
(xiv) সহায়হরির মতে মেটে আলু খানি তাকে দিয়েছে –
- (ক) চৌধুরী মশায়
- (খ) চৌকিদার মশায়
- (গ) দফাদার মশায়
- (ঘ) তরফদার মশায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) চৌকিদার মশায় [/expand]
(xv) সহায়হরি মেটে আলু খানি প্রকৃতপক্ষে যেখান থেকে নিয়ে এসেছেন –
- (ক) বরজ বাগান থেকে
- (খ) বরজ থেকে
- (গ) বরজপোতার বন থেকে
- (ঘ) বরজপাতার বন থেকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) বরজপোতার বন থেকে [/expand]
(xvi) অন্নপূর্ণার মতে সহায় হরির জীবনে যা নেই –
- (ক) ইহকাল
- (খ) পরকাল
- (গ) গতকাল
- (ঘ) ইহকাল ও পরকাল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ইহকাল ও পরকাল [/expand]
(xvii) ক্ষেন্তির স্নান সেরে আসতে সময় লাগে –
- (ক) আধ ঘন্টা
- (খ) এক ঘন্টা
- ,(গ) সওয়া ঘন্টা
- (ঘ) পৌনে এক ঘন্টা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) আধ ঘন্টা [/expand]
(xviii) ক্ষেন্তি ক্ষিপ্র দৃষ্টিতে যেদিকে তাকালো –
- (ক) বাতাবি লেবুর গাছের দিকে
- (খ) বাঁশ ঝাড়ের মাথার দিকে
- (গ) কলতলার দিকে
- (ঘ) মেটে আলুর দিকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) বাঁশ ঝাড়ের মাথার দিকে [/expand]
(xviii) ক্ষেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা যেভাবে রেগে উঠলেন –
- (ক) খুব
- (খ) ধীরে ধীরে
- (গ) ভেতরে ভেতরে
- (ঘ) তেলে বেগুনে জ্বলে উঠলেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) তেলে বেগুনে জ্বলে উঠলেন [/expand]
(xx) ক্ষেন্তিকে শাস্তি দিতে গিয়ে বলেন –
- (ক) পিঠে ছড়ি ভাঙবেন
- (খ) কান উপড়ে ফেলবেন
- (গ) পিঠে আস্ত চেলা কাঠ ভাঙবেন
- (ঘ) শেষ দেখে ছাড়বেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পিঠে আস্ত চেলা কাঠ ভাঙবেন [/expand]
(xxi) বরজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে –
- (ক) বাঘ
- (খ) ভালুক
- (গ) হায়না
- (ঘ) বুনো কুকুর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) বাঘ [/expand]
(xxii) বরজপোতার মেটে আলু চুরির কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে –
- (ক) বামুনরা
- (খ) কায়েতরা
- (গ) কুমররা
- (ঘ) গোঁসাইরা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) গোঁসাইরা [/expand]
পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :