সাম্যবাদী কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘সাম্যবাদী’। এই কবিতার চরন ২০ – ৩২ (‘‘এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজ মুকুট  ……. এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম।

# samyabadi kabita MCQ

সাম্যবাদী কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম

শব্দার্থ ও টীকা 

  • নীলাচল: ত্রিক্ষেত্র বা জগন্নাথ ধাম। নীলাদ্রি নামক পার্বত্য ভূমির প্রান্তে এই তীর্থক্ষেত্র অবস্থিত বলে এর নাম নীলাচল। 
  • কাশী: বরুণা ও অসি নদীর মাঝে অবস্থিত নগরী বারানসি। যা কাশি নামেও প্রসিদ্ধ। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র। 
  • মথুরা: অধুনা উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত কৃষ্ণের জন্মস্থান ও অত্যাচারী রাজা কংসের রাজধানী। 
  • বৃন্দাবন: শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ও বৈষ্ণবদের তীর্থক্ষেত্র। 
  • বুদ্ধ-গয়া: বিহারের গয়ার নিকট অবস্থিত বৌদ্ধদের পবিত্র তীর্থক্ষেত্র; যেখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন। 
  • জেরুজালেম: প্রাচীন প্যালেস্টাইনের বিখ্যাত নগর। খ্রিস্টান, মুসলিম ও ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থান। 
  • মদিনা: আরব দেশে অবস্থিত মুসলিমদের তীর্থক্ষেত্র। 
  • কাবা: মক্কার বিখ্যাত মসজিদের ভিতরের অংশ। 
  • ঈসা: ঈশ্বর পুত্ররূপে কথিত যীশুখ্রীষ্ট। 
  • মুসা: ইহুদি ধর্ম প্রচারক মোজেস। ইনি মেষপালকও ছিলেন। 
  • বাঁশির কিশোর: ভগবান শ্রীকৃষ্ণ। 
  • মহা-গীতা: ১৮ টি অধ্যায়ে বিন্যস্ত শ্রীকৃষ্ণের বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভগবত গীতা। 
  • আরব-দুলাল: হজরত মহম্মদ 

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট’ – ‘রাজমুকুট’ বলতে বোঝানো হয়েছে – 

  • (ক) রাজার শিরোস্ত্রাণ 
  • (খ) রাজার সম্মান  
  • (গ) রাজ ঐশ্বর্য ও ক্ষমতা 
  • (ঘ) রাজার রাজত্ব

উত্তর: Show

(গ) রাজ ঐশ্বর্য ও ক্ষমতা

(ii) রাজমুকুট লুটিয়ে পড়ে – 

  • (ক) মাটিতে
  • (খ) ঈশ্বরের চরণতলে
  • (গ) সিংহাসনের পদতলে
  • (ঘ) হৃদয়ে

উত্তর: Show

(ঘ) হৃদয়ে

(iii) ‘নীলাচল’ বলতে কোন্‌ স্থানকে বোঝানো হয়েছে – 

  • (ক) পুরী  
  • (খ) কলকাতা 
  • (গ) মাদ্রাজ 
  • (ঘ) মুম্বাই

উত্তর: Show

(ক) পুরী

(iv) কাশী হল – 

  • (ক) পিতলের তৈরি বাদ্যযন্ত্র 
  • (খ) হিন্দুদের তীর্থক্ষেত্র  
  • (গ) ষোড়শ মহাজন পদ  
  • (ঘ) একটি রোগ 

উত্তর: Show

(খ) হিন্দুদের তীর্থক্ষেত্র

(v) মথুরা স্থানটি সম্পর্কযুক্ত – 

  • (ক) কৃষ্ণের সঙ্গে  
  • (খ) পাণ্ডবদের সঙ্গে  
  • (গ) গৌরবদের সঙ্গে
  • (ঘ) রামের সঙ্গে

উত্তর: Show

(ক) কৃষ্ণের সঙ্গে

(vi) বুদ্ধগয়া যে কারণে বিখ্যাত –

  • (ক) বিষ্ণু মন্দির   
  • (খ) গৌতম বুদ্ধ
  • (গ) সাবিত্রী পাহাড়
  • (ঘ) ফল্গু নদী

উত্তর: Show

(খ) গৌতম বুদ্ধ

(vii) জেরুজালেম বিখ্যাত যে কারণে হিসেবে – 

  • (ক) পার্সিদের পীঠস্থান 
  • (খ) মুসলমানদের পীঠস্থান
  • (গ) বোদ্ধদের পীঠস্থান
  • (ঘ) খ্রিস্টানদের পীঠস্থান

উত্তর: Show

(ঘ) খ্রিস্টানদের পীঠস্থান

(viii) মদিনা বিখ্যাত যে কারণে – 

  • (ক) যীশু খ্রীষ্টের জন্য 
  • (খ) জরাথ্রুস্টের জন্য 
  • (গ) হজরত মুহাম্মদের জন্য 
  • (ঘ) কনফুসিয়াসের জন্য

উত্তর: Show

(গ) হজরত মুহাম্মদের জন্য

(ix) ঈসা মুসা ছিলেন  – 

  • (ক) একজন ঈশ্বর 
  • (খ) একজন নবী 
  • (গ) একজন সন্ত
  • (ঘ) একজন সয়তান

উত্তর: Show

(খ) একজন নবী

(x) ঈসা মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন – 

  • (ক) মদিনায়
  • (খ) হৃদয়ে
  • (গ) কন্দরে
  • (ঘ) কবরে

উত্তর: Show

(খ) হৃদয়ে

(xi) ‘এই রণভূমে বাঁশির কিশোর’ – ‘বাঁশির কিশোর’ বলতে বোঝানো হয়েছে – 

  • (ক) বাঁশি বাজানো কিশোর 
  • (খ) সুদামা
  • (গ) শ্রীকৃষ্ণ
  • (ঘ) অর্জুন

উত্তর: Show

(গ) শ্রীকৃষ্ণ

(xii) ‘বাঁশির কিশোর গাহিলেন’ কী? – 

  • (ক) মহা গীতা  
  • (খ) বাঁশি বাজালেন
  • (গ) গান গাইলেন  
  • (ঘ) অমৃতবাণী শোনালেন

উত্তর: Show

(ক) মহা গীতা

(xiii) ‘নবীরা খোদার মিতা’ হন যেখানে –

  • (ক) মদিনায়
  • (খ) মাঠে 
  • (গ) জেরুজালেমে 
  • (ঘ) কাশীতে 

উত্তর: Show

(খ) মাঠে

(xiv) এই মাঠে কে নবীরা খোদার মিতা হন? – 

  • (ক) বাঁশির কিশোর
  • (খ) হজরত মুহাম্মদ 
  • (গ) কনফুসিয়াস 
  • (ঘ) মেষের রাখাল

উত্তর: Show

(ঘ) মেষের রাখাল

(xv) ‘ত্যজিল রাজ্য মহা-বেদনার ডাক শুনি।’ কে রাজ্য ত্যাগ করলেন? – 

  • (ক) রামচন্দ্র 
  • (খ) হরিশচন্দ্র 
  • (গ) শাক্যমুনি
  • (ঘ) কর্ণ

উত্তর: Show

(গ) শাক্যমুনি

(xvi) ‘ধ্যান-গুহা মাঝে বসিয়া শাক্যমুনি’ – ‘ধ্যান গুহা’টি অবস্থিত – 

  • (ক) পর্বতগাত্রে 
  • (খ) হৃদয়ে
  • (গ) সমুদ্র তীরে
  • (ঘ) গভীর অরণ্যে

উত্তর: Show

(খ) হৃদয়ে

(xvii) ‘কন্দর’ – শব্দের অর্থ – 

  • (ক) গুহা  
  • (খ) পাহাড় চূড়া 
  • (গ) গৃহ 
  • (ঘ) গভীর অরণ্য

উত্তর: Show

(ক) গুহা

(xviii) আরব দুলাল বলতে বোঝানো হয়েছে – 

  • (ক) খোদাকে
  • (খ) আল্লাকে 
  • (গ) হযরত মহম্মদকে
  • (ঘ) নবীকে

উত্তর: Show

(ক) খোদাকে

(xix) ‘এইখানে বসি গাহিলেন তিনি’ – যা গাওয়ার কথা বলা হয়েছে? – 

  • (ক) উপনিষদের গান
  • (খ) কোরানের সাম-গান
  • (গ) বাঁশি 
  • (ঘ) জরাথ্রুস্টীয় বাণী

উত্তর: Show

(খ) কোরানের সাম-গান

(xx) সবচেয়ে বড় মন্দির-কাবার নাম হলো – 

  • (ক) রাম মন্দির
  • (খ) মদিনা
  • (গ) হৃদয় 
  • (ঘ) আঙ্কোরভাট

উত্তর: Show

(গ) হৃদয়

(xxi) সাম্যবাদী কবিতাটির মূল সুর তুমিও  – 

  • (ক) সকল ধর্মের জয়গান করা
  • (খ) বৈষম্যহীন মানব সমাজ গঠনের প্রত্যাশা
  • (গ) ধর্ম ও ধর্মীয় তীর্থস্থানের মধ্যে সমন্বয় সাধন 
  • (ঘ) ধর্মীয় বোধ জাগ্রত করা

উত্তর: Show

(খ) বৈষম্যহীন মানব সমাজ গঠনের প্রত্যাশা

(xxii) সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত – 

  • (ক) অক্ষরবৃত্ত ছন্দে
  • (খ) মাত্রাবৃত্ত ছন্দে
  • (গ) পয়ার ছন্দে 
  • (ঘ) স্বরবৃত্ত ছন্দে

উত্তর: Show

(খ) মাত্রাবৃত্ত ছন্দে

(xxiii) সাম্যবাদী কবিতায় মোট পংতির সংখ্যা – 

  • (ক) ছত্রিশ 
  • (খ) আটত্রিশ
  • (গ) বত্রিশ 
  • (ঘ) তেত্রিশ

উত্তর: Show

(গ) বত্রিশ

(xxiv) সাম্যবাদী কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা হল – 

  • (ক) চারটি
  • (খ) ছয়টি
  • (গ) তিনটি 
  • (ঘ) পাঁচটি

উত্তর: Show

(ঘ) পাঁচটি

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *