সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘সাম্যবাদী’। এই কবিতার চরন ১০ – ১৯ (‘‘জেন্দাবেস্তা-গ্রন্থ-সাহেব পড়ে যাও যত সখ, …. বন্ধু, বলিনি ঝুট,’’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম।
# samyabadi kabita MCQ
সাম্যবাদী কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ Part-2-} – একাদশ শ্রেণি – বাংলা
সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম
শব্দার্থ ও টীকা
- জেন্দাবেস্তা: জরাথ্রুস্ট্র রচিত পারসিকদের ধর্মগ্রন্থ।
- গ্রন্থ-সাহেব: শিখদের পঞ্চম গুরু অর্জুনদেবের সংকলিত পবিত্র ধর্মগ্রন্থ।
- শূল: তীক্ষ্ণগ্র অস্ত্রবিশেষ।
- যুগাবতার: যুগ আনয়নকারী ঈশ্বর বা মহাপুরুষ।
- দেউল: মন্দির
- হিয়া: হৃদয়
- ঝুট: মিথ্যা
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘জরাথ্রুষ্ট’ প্রণীত পার্সিকদের ধর্মগ্রন্থ হলো –
- (ক) ত্রিপিটক
- (খ) গ্রন্থসাহেব
- (গ) জেন্দাবেস্তা
- (ঘ) বাইবেল
উত্তর: Show
(গ) জেন্দাবেস্তা
(ii) ‘গ্রন্থ সাহেব’ – যাদের ধর্মগ্রন্থ –
- (ক) বৌদ্ধ ধর্মাবলম্বীদের
- (খ) শিখ ধর্মাবলম্বীদের
- (গ) জৈন ধর্মাবলম্বীদের
- (ঘ) হিন্দু ধর্মাবলম্বীদের
উত্তর: Show
(খ) শিখ ধর্মাবলম্বীদের
(iii) ‘পড়ে যাও যত সখ,’ – যা পড়ে যাওয়ার কথা বলা হয়েছে –
- (ক) প্রবন্ধ
- (খ) উপন্যাস
- (গ) ধর্মগ্রন্থ
- (ঘ) গল্পের বই
উত্তর: Show
(গ) ধর্মগ্রন্থ
(iv) ‘কিন্তু কেন এ পন্ডশ্রম,’ – কবি যাকে ‘পন্ডশ্রম’ বলেছেন –
- (ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
- (খ) ধর্মগ্রন্থ পড়ে কোনো লাভ নেই
- (গ) চোরকে ধর্মের কাহিনী শোনানো
- (ঘ) মানব সেবায় নিজেকে নিবেদন
উত্তর: Show
ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
(v) ‘মগজে হানিছ’ –
- (ক) পাথর
- (খ) লাঠি
- (গ) কুঠার
- (ঘ) শূল
উত্তর: Show
((ঘ) শূল
(vi) বৃথা দর কষাকষি কোথায় চলছে?
- (ক) দোকানে
- (খ) ধর্মীয় স্থানে
- (গ) বাড়িতে
- (ঘ) বাজারে
উত্তর: Show
(ক) দোকানে
(vii) ‘দোকানে কেন এ দর কষাকষি?’ কবি এখানে বলতে চেয়েছেন –
- (ক) মানুষের লাভ ক্ষতির কথা
- (খ) ধর্মে ধর্মে বিভেদের কথা
- (গ) মানুষের স্বার্থপরতার কথা
- (ঘ) অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা
উত্তর: Show
(খ) ধর্মে ধর্মে বিভেদের কথা
(viii) ‘পথে ফোটে তাজা ফুল’ – একথার তাৎপর্য –
- (ক) পথে টাটকা ফুল ফুটে আছে
- (খ) মানুষের সৃষ্ট পবিত্র ধর্ম গ্রন্থ
- (গ) হৃদয় গৌরবে গৌরবান্বিত মানুষ
- (ঘ) ধর্ম পুস্তক
উত্তর: Show
(গ) হৃদয় গৌরবে গৌরবান্বিত মানুষ
(ix) ‘খুলে দেখো নিজ প্রাণ’ – প্রাণের মধ্যে কী খুঁজে পাওয়া যাবে বলে কবি মনে করেন? –
- (ক) আরাধ্য দেবতা
- (খ) মানুষ প্রাণ খুললে দেখতে পাবে সে একা নয়
- (গ) হৃদয়ের স্পন্দন
- (ঘ) সকল শাস্ত্রের মূলসুর
উত্তর: Show
(ঘ) সকল শাস্ত্রের মূলসুর
(x) ‘তোমাতে রয়েছে সকল ধর্ম’ সকল যুগাবতার’ – যুগাবতার বলতে কবি যা বুঝিয়েছেন –
- (ক) ধর্ম পুস্তক রচয়িতাগণ
- (খ) যুগান্তরের বার্তাবহক
- (গ) যুগে যুগে আবির্ভূত মহামানবগণ
- (ঘ) যুগান্তরের অবতার
উত্তর: Show
(গ) যুগে যুগে আবির্ভূত মহামানবগণ
(xi) মানব হৃদয়কে ‘বিশ্ব দেউল’ বলার কারণ –
- (ক) মানুষ বিশ্বের সবাইকে পুজো করে
- (খ) বিশ্ব দেবালয়
- (গ) হৃদয়গৌরব নয়, আধ্যাত্মিক চর্চাই মুখ্য
- (ঘ) মানবহৃদয়ই ঈশ্বর উপাসনার শ্রেষ্ঠ আবাস
উত্তর: Show
(ঘ) মানবহৃদয়ই ঈশ্বর উপাসনার শ্রেষ্ঠ আবাস
(xii) ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ – বলতে কবি বোঝাতে চেয়েছেন –
- (ক) বই খাতার জঞ্জাল
- (খ) মানব আত্মা
- (গ) পুরনো পুঁথি ও প্রাচীন ঐতিহ্য
- (ঘ) ব্যর্থ ইতিহাস
উত্তর: Show
(গ) পুরনো পুঁথি ও প্রাচীন ঐতিহ্য
(xiii) ‘অমৃত হিয়ার নিভৃত অন্তরালে’ – যিনি হাসেন –
- (ক) দেবতা-ঠাকুর
- (খ) শিশু
- (গ) বিশ্ব মানব
- (ঘ) অন্তর্যামী
উত্তর: Show
(ক) দেবতা-ঠাকুর
(xiv) দেবতা অবস্থান করেন –
- (ক) ধর্ম শাস্ত্রের পাতায় পাতায়
- (খ) স্বর্গ লোকে
- (গ) সবার চোখের আড়ালে
- (ঘ) মানব হৃদয়ে
উত্তর: Show
(ঘ) মানব হৃদয়ে
(xv) ‘বন্ধু বলিনি ঝুট’ কবি যা মিথ্যা বলেননি মিথ্যা –
- (ক) জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব পড়া পন্ডশ্রম নয়
- (খ) দোকানের দর কষাকষি
- (গ) মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে
- (ঘ) কেতাবেই রয়েছে সকল জ্ঞান
উত্তর: Show
(গ) মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে