আদরিণী গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

আদরিণী MCQ প্রশ্ন উত্তর : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘আদরিণী’। এই গল্পের অনুচ্ছেদ ৪ – ৮ (‘মুখোপাধ্যায় নরম হইলেন। …… মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগলেন।’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়।

Adarini MCQ Part 2 Semester 2 XII Bengali

আদরিণী গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

আদরিণী

প্রভাত কুমার মুখোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • উপবেশন: বসা, আসনগ্রহণ করা
  • কাছারি: জমিদারের বিচারালয়, ভাদী-বিবাদীর বিবাদ মিটানোর স্থান
  • পাল্কী: মানুষ কাঁধে করে বহন করে এমন ঐতিহ্যবাহী প্রাচীন বাহন, শিবিকা
  • স্মিত: মৃদুহাসি
  • মক্কেল: মোকদ্দমা লড়বার জন্য উকিলের সাহায্য নেয় যে
  • পেয়ালা: পানপাত্র

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) জযরাম বাবু আগন্তুকদের বসতে বললেন সামনের – 

  • (ক) খাটিয়াতে 
  • (খ) মাদুরে
  • (গ) কম্বলের উপরে
  • (ঘ) বেঞ্চে

উত্তর: Show

(ঘ) বেঞ্চে

(ii) পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করা কার পক্ষে কঠিন? – 

  • (ক) নগেন বাবুর 
  • (খ) কুঞ্জবিহারী বাবুর
  • (গ) জয়রাম বাবুর
  • (ঘ) প্রভাত বাবুর

উত্তর: Show

(গ) জয়রাম বাবুর

(iii) জয়রাম বাবুর পক্ষে পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করা কার কঠিন কেন?- 

  • (ক) শরীর অসুস্থ 
  • (খ) কাছারি কামাই হবে 
  • (গ) কোটে কেসের ডেট আছে 
  • (ঘ) বাড়িতে অনুষ্ঠান

উত্তর: Show

(খ) কাছারি কামাই হবে

(iv) বিয়েবাড়িতে গেলে কদিন কাছারি কামাই হবে? – 

  • (ক) দুদিন 
  • (খ) তিনদিন 
  • (গ) একদিন 
  • (ঘ) চারদিন

উত্তর: Show

(ক) দুদিন

(v) বিয়ে বাড়িতে গেলে যে দুদিন কাছারি কামাই হবে বলে জয়রাম বাবু উল্লেখ করেছেন – 

  • (ক) রবি সোম বার
  • (খ) সোম মঙ্গল বার
  • (গ) বুধ বৃহস্পতি বার
  • (ঘ) শুক্র শনি বার

উত্তর: Show

(খ) সোম মঙ্গল বার

(vi) পীরগঞ্জে যেতে গেলে ঘোড়ার গাড়িতে যাওয়া যাবে না কেন? – 

  • (ক) পথিমধ্যে নদী আছে 
  • (খ) ঘোড়ার গাড়ির পথ নেই 
  • (গ) অরণ্য সংকুল পথ 
  • (ঘ) পথের ডাকাতের ভয়

উত্তর: Show

(খ) ঘোড়ার গাড়ির পথ নেই

(vii) গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে হলে কতদিন সময় লাগবে? – 

  • (ক) যেতে একদিন আসতে একদিন 
  • (খ) যেতে আসতে একদিন একরাত
  • (গ) যেতে দুদিন আসতে দুদিন 
  • (ঘ) যেতে আসতে দুদিন একরাত

উত্তর: Show

(গ) যেতে দুদিন আসতে দুদিন

(viii) নগেন বাবুর মতে কোন্‌ বাহনের জোগাড় হওয়া খুব মুশকিল? – 

  • (ক) পাল্কী 
  • (খ) ঘোড়া গাড়ি 
  • (গ) গোরুর গাড়ি 
  • (ঘ) সাইকেলে

উত্তর: Show

(ক) পাল্কী

(ix) নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু পরামর্শ করে কোন্‌ বাহনে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? – 

  • (ক) পাল্কীতে 
  • (খ) ঘোড়াতে 
  • (গ) গোরুর গাড়িতে
  • (ঘ) হাতিতে

উত্তর: Show

(ঘ) হাতিতে

(x) পীরগঞ্জে যাওয়ার জন্য হাতির ব্যবস্থা কে করবেন? – 

  • (ক) কুঞ্জবিহারী বাবু 
  • (খ) জয়রাম বাবু 
  • (গ) নগেন ডাক্তার বাবু 
  • (ঘ) জমিদার বাবু

উত্তর: Show

(খ) জয়রাম বাবু

(xi) পীরগঞ্জে যাওয়ার জন্য হাতির ব্যবস্থা জয়রাম বাবু কিভাবে করবেন? – 

  • (ক) ভাড়া করবেন  
  • (খ) কিনবেন  
  • (গ) রাজবাড়ীতে চিঠি লিখবেন হাতি পাঠাতে 
  • (ঘ) ঘরেরটা নিয়ে যাবেন

উত্তর: Show

(গ) রাজবাড়ীতে চিঠি লিখবেন হাতি পাঠাতে

(xii) জয়রাম বাবুর বর্তমান মক্কেলের নাম হলো – 

  • (ক) মহারাজ হরিশচন্দ্র 
  • (খ) মহারাজ নরেশচন্দ্র 
  • (গ) মহারাজ সতীশচন্দ্র 
  • (ঘ) মহারাজ নগেন্দ্রচন্দ্র

উত্তর: Show

(খ) মহারাজ নরেশচন্দ্র

(xiii) জয়রাম বাবু হাতির জন্য রাজবাড়ীতে কবে চিঠি লিখে পাঠাচ্ছেন? – 

  • (ক) আজ সন্ধেবেলা  
  • (খ) কাল সকালে  
  • (গ) বিকেলের ডাকে 
  • (ঘ) আজ দুপুরে

উত্তর: Show

(খ) কাল সকালে

(xiv) চিঠির পরিপ্রেক্ষিতে হাতি কখন এসে পৌঁছতে পারে? – 

  • (ক) সকালবেলা  
  • (খ) দুপুর বেলা 
  • (গ) সন্ধ্যে নাগাদ 
  • (ঘ) বিকেল বেলা

উত্তর: Show

(গ) সন্ধ্যে নাগাদ

(xiv) কুঞ্জবাবু বলেছিলেন যার কাছে গেলে একটা উপায় হয়ে যাবে তিনি হলেন  –

  • (ক) নগেন বাবু  
  • (খ) মুখুয্যে মশায়  
  • (গ) চাটুয্যে মশায়
  • (ঘ) বাঁড়ুয্যে মশায়

উত্তর: Show

(খ) মুখুয্যে মশায়

(xvi) কার খেমটা শোনবার বয়স নেই? – 

  • (ক) কুঞ্জবিহারী বাবুর 
  • (খ) জয়রাম বাবুর 
  • (গ) নগেন ডাক্তার বাবুর 
  • (ঘ) জমিদার বাবুর

উত্তর: Show

(খ) জয়রাম বাবুর

(xvii) বিয়ে বাড়িতে জয়রামবাবু যা কাজ করবেন – 

  • (ক) অভ্যর্থনা করবেন  
  • (খ) তদারকি করবেন  
  • (গ) অভ্যর্থনা ও তদারকি করবেন  
  • (ঘ) কুশল বিনিময় করবেন

উত্তর: Show

(গ) অভ্যর্থনা ও তদারকি করবেন

(xviii) জয়রাম বাবু বিয়ে বাড়িতে মাথায় পাগড়ি বেঁধে হাতে কী নিয়ে লোককে অভ্যর্থনা করবেন? – 

  • (ক) গোলাপ ফুল নিয়ে  
  • (খ) সুগন্ধি নিয়ে  
  • (গ) চুরুট নিয়ে
  • (ঘ) থেলো হুকো নিয়ে 

উত্তর: Show

(ঘ) থেলো হুকো নিয়ে

(xix) কী ‘বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন?’  – 

  • (ক) মুঝে ভি দো ঘুট পিলা দে শারাবি  
  • (খ) পেয়ালা মুঝে ভর দে 
  • (গ) মুঝে পিনেকা শখ নেহি 
  • (ঘ) পিনা তো স্রিপ এক বাহানা হে

উত্তর: Show

(খ) পেয়ালা মুঝে ভর দে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *