‘কে বাঁচায়, কে বাঁচে’ : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1}
“…নিখিল চুপ করে থাকে।”- নিখিলের এই চুপ করে থাকার কারণ –
- ক) সে তার ভুল বুঝতে পেরেছে
- খ) মৃত্যুঞ্জয় তাকে চুপ করতে বলেছে
- গ) সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে
- ঘ) মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠেছে
উত্তর: Show
ঘ) মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠেছে
“অন্নের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে।” – ‘সমিধ’ শব্দের অর্থ –
- ক) ক্ষুধার আগুন
- খ) সমাধি
- গ) হােমের কাঠ
- ঘ) অগ্নি
উত্তর: Show
গ) হােমের কাঠ
“… সেটা হয় অনিয়ম।” – এই অনিয়মটি হল –
- ক) বাস্তব নিয়ম উলটে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা
- খ) নিজের কাজকর্ম ছেড়ে রিলিফে অংশ নেওয়া
- গ) দুস্থ অনাহারী মানুষদের কথা ভাবা
- ঘ) ভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে কথা চালিয়ে যাওয়া
উত্তর: Show
ক) বাস্তব নিয়ম উলটে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা
”…নিখিল সংবাদপত্রটি তুলে নিল” – সংবাদপত্রে যে বিষয়ে রিপাের্ট প্রকাশিত হয়েছে, তা হল –
- ক) প্রবল অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে
- খ) শহরের পথেঘাটে বহু অনাহারী মানুষের মৃত্যু ঘটেছে
- গ) সরকারের পক্ষ থেকে অনাহারী মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে
- ঘ) গােটা কুড়ি মৃতদেহের ভালােভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি
উত্তর: Show
ঘ) গােটা কুড়ি মৃতদেহের ভালােভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি
“নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে…।” বুঝিয়ে বলার কথাটি হল –
- ক) নিজে কষ্ট করেই শুধু অন্যকে বাঁচানাে যাবে না
- খ) মাইনের পুরাে টাকাটা ত্রাণে দেওয়া কোনাে কাজের কথা নয়
- গ) স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মৃত্যুঞ্জয়ের যত্ন নেওয়া উচিত
- ঘ) নিজে না খেয়ে পরকে খাইয়ে সান্ত্বনা পাওয়ার কোনাে কারণ নেই
উত্তর: Show
ক) নিজে কষ্ট করেই শুধু অন্যকে বাঁচানাে যাবে না
“..না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” – কথাটি বলেছে –
- ক) মৃত্যুঞ্জয়
- খ) নিখিল
- গ) মৃত্যুঞ্জয়ের ছােটো ভাই
- ঘ) টুনুর মা
উত্তর: Show
খ) নিখিল
“ওটা পাশবিক স্বার্থপরতা।” – মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে, তা হল –
- ক) বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে
- খ) অনাহারী মানুষের কথা একেবারেই চিন্তা না করাকে
- গ) স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করাকে
- ঘ) ত্রাণকার্যে বন্ধুর চরম উদাসীনতাকে
উত্তর: Show
ক) বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে
“নিখিলকে প্রতি মাসে.. কিছু কিছু টাকা পাঠাতে হয়।” – কত জায়গায়?
- ক) দুই জায়গায়
- খ) তিন জায়গায়
- গ) চার জায়গায়
- ঘ) পাঁচ জায়গায়
উত্তর: Show
খ) তিন জায়গায়
“দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ।” – এই কথাটি নিখিল বলেছিল –
- ক) নীতিধর্মের বিচারে
- খ) রাজধর্মের বিচারে
- গ) সমাজধর্মের বিচারে
- ঘ) হিন্দুধর্মের বিচারে
উত্তর: Show
গ) সমাজধর্মের বিচারে
নিখিল অর্থসাহায্য কত টাকা করে কমানাের কথা ভেবেছিল?
- ক) দুটাকা
- খ) পাঁচ টাকা
- গ) আট টাকা
- ঘ) দশ টাকা
উত্তর: Show
খ) পাঁচ টাকা
মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লােক?
- ক) আটজন
- খ) পাঁচজন
- গ) সাতজন
- ঘ) নয়জন
উত্তর: Show
ঘ) নয়জন
“ওটা পাশবিক স্বার্থপরতা।” – বক্তা হলেন –
- ক) নিখিল
- খ) মৃত্যুঞ্জয়
- গ) টুনুর মা
- ঘ) টুনু
উত্তর: Show
খ) মৃত্যুঞ্জয়
“এ ভাবে দেশের লােককে বাঁচানাে যায় না।” – এই ভাবনাটি কার?
- ক) মৃত্যুঞ্জয়ের
- খ) টুনুর মার
- গ) নিখিলের
- ঘ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের
উত্তর: Show
গ) নিখিলের
“টুনুর মার যা স্বাস্থ্য,”- তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে –
- ক) ১৫-২০ দিন
- খ) ১২-১৫ দিন
- গ) ১০ দিন
- ঘ) ৭-৯ দিন।
উত্তর: Show
ক) ১৫-২০ দিন
“মরে তাে মরবে না খেয়ে।” – যার সম্পর্কে এই উক্তি তিনি হলেন –
- ক) মৃত্যুঞ্জয়
- খ) নিখিল
- গ) টুনুর মা
- ঘ) দুর্ভিক্ষপীড়িত মানুষ
উত্তর: Show
গ) টুনুর মা
“মৃত্যুঞ্জয় একতাড়া নােট নিখিলের সামনে রাখল।” – টাকাটা –
- ক) নিখিলকে ধার দেবে
- খ) রিলিফ ফান্ডে দেবে
- গ) নিখিলকে ঘুস দেবে
- ঘ) অফিসের সকলকে ভূরিভােজ করাবে
উত্তর: Show
খ) রিলিফ ফান্ডে দেবে
মৃত্যুঞ্জয় নিখিলকে রিলিফ ফান্ডে দিতে বলেছিল –
- ক) সমস্ত মাইনেটা
- খ) মাইনের অর্ধেক
- গ) মাইনের এক-চতুর্থাংশ
- ঘ) মাইনের দুই-তৃতীয়াংশ
উত্তর: Show
ক) সমস্ত মাইনেটা
“সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষন্ন গম্ভীর হয়ে আছে।” – কোন্ দিনের পর থেকে?
- ক) মাইনের দিনের পর থেকে
- খ) ফুটপাথের অনাহার মৃত্যু দেখার দিনের পর থেকে
- গ) টুনুর মা শয্যাশায়ী হওয়ার পর থেকে
- ঘ) যেদিন নিখিলের সঙ্গে ঝগড়া হয়, তারপর থেকে
উত্তর: Show
খ) ফুটপাথের অনাহার মৃত্যু দেখার দিনের পর থেকে
“এ ভাবে দেশের লােককে বাঁচানাে যায় না।” – কারণ –
- ক) রিলিফ মানে একজনের বদলে আর-একজনকে খাওয়ানাে
- খ) একজন-দুজন মানুষের দানধ্যানে দুর্ভিক্ষ কমে না
- গ) সরকার চায় দুর্ভিক্ষ
- ঘ) দেশের লােক সচেতন ও সহৃদয় নয়
উত্তর: Show
ক) রিলিফ মানে একজনের বদলে আর-একজনকে খাওয়ানাে
‘গ্রুয়েল’ কথাটির অর্থ হল –
- ক) ভাতের ফ্যান
- খ) ফলের শরবত
- গ) এক ধরনের টনিক
- ঘ) এক ধরনের তরল পুবাপুন
উত্তর: Show
ক) ভাতের ফ্যান
“আমাকে দু’তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন।” – মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল –
- ক) তার অফিসে
- খ) নিখিলের বাড়িতে
- গ) ফুটপাথের লােকগুলাের কাছে
- ঘ) লঙ্গরখানায়
উত্তর: Show
গ) ফুটপাথের লােকগুলাের কাছে
মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন –
- ক) পরিচ্ছন্ন হয়েছে
- খ) ছিড়ে গেছে
- গ) অদৃশ্য হয়েছে
- ঘ) নতুন হয়েছে
উত্তর: Show
গ) অদৃশ্য হয়েছে
“টুনুর মাকে মিথ্যা করে বলে যে…” –
- ক) নিখিল আসছে
- খ) মৃত্যুঞ্জয় আসছে
- গ) ধনঞ্জয় আসছে
- ঘ) রামজয় আসছে
উত্তর: Show
খ) মৃত্যুঞ্জয় আসছে
মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কোন্ কথা কেবলি মনে পড়ে?
- ক) ছেলেমেয়েদের কথা
- খ) সংসারের অভাবের কথা
- গ) স্বামীর কথা
- ঘ) ফুটপাথের লােকগুলাের কথা
উত্তর: Show
ঘ) ফুটপাথের লােকগুলাের কথা
“গা থেকে এইছি। খেতে পাইনে বাবা।” – বক্তা কে?
- ক) মৃত্যুঞ্জয়
- খ) নিখিল
- গ) মৃত্যুঞ্জয়ের ভাই
- ঘ) টুনুর মা
উত্তর: Show
ক) মৃত্যুঞ্জয়
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও