ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-5} – দ্বাদশ শ্রেণি – বাংলা
“বড়াে পিসিমা বলেন, বাসিনী, সব্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা।”—এ কথা বলার কারণ –
- ক) খাবার নষ্ট হয়ে গেছে
- খ) হােমের এটাই নিয়ম
- গ) কর্তা মারা গেছেন
- ঘ) কুকুরে মুখ দিয়েছে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) কর্তা মারা গেছেন [/expand]
“মােটা চালের ভাতের বড়াে ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি।” – উৎসব ভাতের বড়াে ডেকচি নিয়ে দৌড় মারে, কারণ –
- ক) সে প্রাণভরে ভাত খাবে
- খ) রাস্তায় ভাতগুলাে ফেলবে
- গ) সে বাসিনীকে দেবে না
- ঘ) সে ভাত বাড়ি নিয়ে যাবে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) সে প্রাণভরে ভাত খাবে [/expand]
“সে স্বর্গ সুখ পায়”—উৎসব স্বর্গ সুখ পায় –
- ক) ধনের স্পর্শে
- খ) ভাতের স্পর্শে
- গ) সন্তানের স্পর্শে
- ঘ) জলের স্পর্শে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) ভাতের স্পর্শে [/expand]
“আমার মধ্যে বসে তােরাও খা!”—এ কথা বলেছে –
- ক) উৎসব
- খ) সতীশবাবু
- গ) সাধনবাবু
- ঘ) বুড়াে কর্তা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) উৎসব [/expand]
“সকালে লােকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে।” কারণ –
- ক) কাজ শেষ না করে চলে আসার অপরাধে
- খ) পেতলের ডেকচি চুরি করার অপরাধে
- গ) সােনার গহনা চুরি করার অপরাধে
- ঘ) শহরে চুরি করতে যাওয়ার অপরাধে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) পেতলের ডেকচি চুরি করার অপরাধে [/expand]
“আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের।” কারণ –
- ক) সে বাদা থেকে চলে আসে
- খ) সে বড়াে বাড়িতেই থেকে যায়
- গ) তাকে থানায় নিয়ে যাওয়া হয়
- ঘ) সে বাদার রাস্তা ভুলে যায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) তাকে থানায় নিয়ে যাওয়া হয় [/expand]