বিভাব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা

বিভাব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা

‘’নায়ক আছে, নায়িকা তাে আছেই।” এখন – 

  • ক) একজন ভিলেনের দরকার
  • খ) একজন পুলিশের দরকার
  • গ) একজন শত্রুর দরকার
  • ঘ) ওপরের কোনােটিই নয়

উত্তর: Show

খ) একজন পুলিশের দরকার

নায়ক-নায়িকা ছাড়া প্রােগ্রেসিভ লভ সিনে আর কার দরকার ছিল? 

  • ক) পুলিশ সার্জেন্ট
  • খ) খলনায়ক
  • গ) বিপ্লবী যুবক
  • ঘ) চোর

উত্তর: Show

ক) পুলিশ সার্জেন্ট

“এই দেখো ফ্যাসাদ”- ফ্যাসাদটি হল

  • ক) লভ সিন-এ অভিনয়ের জন্য নায়িকার অভাব
  • খ) লভ সিন অভিনয় করতে গিয়ে শম্ভু পুলিশের ভয়ে পালাতে নারাজ
  • গ) লভ সিন-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব
  • ঘ) লভ সিন-এর অভিনয়ে অমর নায়ক হওয়ার গো ধরে বসে আছে

উত্তর: Show

গ) লভ সিন-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব

কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায় ? 

  • ক) ৩০ ইঞ্চি
  • খ) ৩২ ইঞ্চি
  • গ) ৩৪ ইঞ্চি
  • ঘ) ৪০ ইঞ্চি

উত্তর: Show

খ) ৩২ ইঞ্চি

দ্বিতীয় লভ সিনে অমর কী চরিত্রে অভিনয় করেছে? 

  • ক) পুলিশ
  • খ) সাহেব
  • গ) নায়ক
  • ঘ) চোর

উত্তর: Show

ক) পুলিশ

‘বিভাব’ নাটকে কোন্ রাস্তার উল্লেখ আছে?

  • ক) ছকু খানসামা লেন
  • খ) বুন্ধু ওস্তাগর লেন
  • গ) মণি সমাদ্দার লেন
  • ঘ) ফণী সমাদ্দার লেন

উত্তর: Show

গ) মণি সমাদ্দার লেন

“আর তার নীচের দিয়েই তাে একটা রাস্তা আছে?”— রাস্তাটির নাম হল – 

  • ক) অজিত সিং সরণি
  • খ) মণি সমাদ্দার লেন
  • গ) মানস সমাদ্দার লেন
  • ঘ) সুশান্ত সরণি

উত্তর: Show

খ) মণি সমাদ্দার লেন

অমর পিছনে গিয়ে – 

  • ক) চা খাওয়ার ভঙ্গি করে
  • খ) জল খাওয়ার ভঙ্গি করে
  • গ) খৈনি খাবার ভঙ্গি করে
  • ঘ) ওপরের কোনােটিই নয়

উত্তর: Show

গ) খৈনি খাবার ভঙ্গি করে

‘underground political leader’ কথাটির অর্থ হল –

  • ক) যে-সমস্ত রাজনৈতিক নেতা মাটি খনন করেন
  • খ) আত্মগােপনকারী রাজনৈতিক নেতা
  • গ) যারা মাটির নীচে জনগণের ভয়ে লুকিয়ে থাকেন
  • ঘ) যারা মাটি খননের কাজে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন। 

উত্তর: Show

খ) আত্মগােপনকারী রাজনৈতিক নেতা

“শেষে হাসতে গিয়ে কাঁদতে হবে”—বলেন – 

  • ক) অমর
  • খ) বউদি
  • গ) শম্ভ
  • ঘ) বার্নার্ড শ

উত্তর: Show

ক) অমর

“বহুরূপী তখন লাটে উঠবে”,—বহুরূপী’ একটি –

  • ক) বিদ্যালয়
  • খ) পাঠশালা
  • গ) নাট্যগােষ্ঠী
  • ঘ) গ্রাম

উত্তর: Show

গ) নাট্যগােষ্ঠী

“ওরা বােধ হয় সিঁড়ি দিয়ে উঠে আসছে—তুমি ওই 

  • ক) জানলা দিয়ে পালাও
  • খ) দরজা দিয়ে পালাও
  • গ) ছাদ দিয়ে পালাও
  • ঘ) ওপরের কোনােটিই নয়

উত্তর: Show

ক) জানলা দিয়ে পালাও

”তুমি তাে নায়ক-তুমি তো সহজে মরবে না।” নায়ককে কোথা দিয়ে পালাতে বলা হয়েছিল –

  • ক) ছাদ থেকে লাফিয়ে
  • খ) দরজা দিয়ে
  • গ) পিছনের খিড়কি দিয়ে
  • ঘ) জানলা দিয়ে লাফিয়ে 

উত্তর: Show

ঘ) জানলা দিয়ে লাফিয়ে

“The Night is calling me” – সংলাপটি কার লেখা?

  • ক) বার্নার্ড শ
  • গ) শেকসপিয়র
  • খ) শেলি
  • ঘ) বায়রন

উত্তর: Show

ক) বার্নার্ড শ

তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি–(ফিল্মিী ঢঙে) / আমি তাে চললাম ….” বক্তা কে?

  • ক) বৌদি
  • খ) শম্ভু
  • গ) অমর
  • ঘ) সার্জেন্ট 

উত্তর: Show

খ) শম্ভু

“আরে খিড়কি-সে কিউ উতার আয়া।” –বক্তা হলেন –

  • ক) পুলিশবেশী অমর
  • খ) সার্জেন্টবেশী শম্ভু
  • গ) পুলিশবেশী শম্ভু
  • ঘ) সার্জেন্টবেশী অমর 

উত্তর: Show

ক) পুলিশবেশী অমর

“চোট্টা হােঙ্গো জরুর-আরে-পাকড়াে!”— যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল তিনি হলেন – 

  • ক) অমর
  • খ) বউদি
  • গ) শম্ভু
  • ঘ) একজন পুলিশ

উত্তর: Show

গ) শম্ভু

“এতে আমার হাসি পেল না”— সংলাপটির বক্তা –

  • ক) শম্ভু মিত্র
  • খ) জনৈক দর্শক
  • গ) অমর
  • ঘ) বউদি

উত্তর: Show

গ) অমর

“দিলে তাে রাগিয়ে”— কাকে রাগিয়ে দেওয়া হয়েছিল? 

  • ক) বউদিকে
  • খ) শম্ভুকে
  • গ) অমরকে
  • ঘ) সার্জেনকে

উত্তর: Show

ক) বউদিকে

“মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম,”—কথাটির অর্থ হল –

  • ক) অপ্রিয় সত্যকথা বােলাে না
  • খ) অপ্রিয় সত্যকথা সর্বদা বােলাে না
  • গ) অপ্রিয় সত্যকথা বলবে
  • ঘ) অপ্রিয় হলেও সত্যি তাে

উত্তর: Show

ক) অপ্রিয় সত্যকথা বােলাে না

“হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রােমােশান দেননি।” – কারণ –

  • ক) সংস্কৃতে বারাে পেয়েছিলাম
  • খ) সংস্কৃতে ফেল করেছিলাম
  • গ) সংস্কৃতে দশ পেয়েছিলাম
  • ঘ) সংস্কৃতে তেরাে পেয়েছিলাম

উত্তর: Show

ঘ) সংস্কৃতে তেরাে পেয়েছিলাম

‘হাসির খােরাক, পপুলার জিনিসের খােরাক’– কোথায় পাওয়া যাবে? 

  • ক) ঘরে
  • খ) বাইরে
  • গ) মাঠে
  • ঘ) ঘাটে

উত্তর: Show

খ) বাইরে

ট্রামের ছবি নিয়ে যে লােকটি ঢোকে তার মুখে শোনা যায় –

  • ক) টুং টাং আওয়াজ
  • খ) টুং টুং আওয়াজ
  • গ) ঠুং ঠ্যাং আওয়াজ
  • ঘ) ঠ্যাং ঠ্যাং আওয়াজ 

উত্তর: Show

ঘ) ঠ্যাং ঠ্যাং আওয়াজ

“এই দেখাে আবার মিছিল আসছে”- বক্তা হলেন –

  • ক) শম্ভু
  • খ) অমর
  • গ) বউদি
  • ঘ) সার্জেন্ট

উত্তর: Show

ক) শম্ভু

“হঠাৎ পেছন থেকে শােভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়” –

  • ক) চাল চাই, কাপড় চাই
  • খ) অন্ন চাই, গৃহ চাই
  • গ) ফ্যান চাই, ভাত চাই
  • ঘ) এর কোনােটিই নয়

উত্তর: Show

ক) চাল চাই, কাপড় চাই

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *