পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো: প্রতিটি প্রশ্নের মান – 1
1.1 ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান –
- (a) 1000 km
- (b) 1000 m
- (c) 1000 ft
- (d) 750 m
উত্তর: Show
(a) 1000 km
1.2 বায়ুমণ্ডলের কোন্ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
- (a) ট্রোপোস্ফিয়ার
- (b) স্ট্র্যাটোস্ফিয়ার
- (c) মেসোস্ফিয়ার
- (d) থার্মোস্ফিয়ার
উত্তর: Show
(a) ট্রোপোস্ফিয়ার
1.3 প্রদত্ত কোন্ গ্যাসটি ওজোনস্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? –
- (a) CO₂
- (b) Ar
- (c) CFC
- (d) He
উত্তর: Show
(c) CFC
1.4 প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি ওজোনস্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?
- (a) NO
- (b) NO₂
- (c) CFC
- (d) CO₂
উত্তর: Show
(d) CO₂
1.5 প্রদত্ত কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?
- (a) N₂
- (b) O₂
- (c) CH₄
- (d) He
উত্তর: Show
(c) CH₄
1.6 গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রদত্ত কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
- (a) N2O
- (b) CH₄
- (c) CO₂
- (d) H₂O
উত্তর: Show
(c) CO₂
1.7 প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
- (a) মিথেন
- (b) জলীয় বাষ্প
- (c) কার্বন ডাইঅক্সাইড
- (d) অক্সিজেন
উত্তর: Show
(d) অক্সিজেন
1.8 বায়োফুয়েলের একটি উদাহরণ হল –
- (a) কয়লা
- (b) পেট্রোল
- (c) ডিজেল
- (d) গোবর
উত্তর: Show
(d) গোবর
1.9 বায়োগ্যাসের মূল উপাদানটি হল –
- (a) CO₂
- (b) CH4
- (c) H₂
- (d) H₂S
উত্তর: Show
(b) CH4
1.10 একটি সৌরকোশে উৎপন্ন বিভব পার্থক্যের মান –
- (a) 0.5 V
- (b) 0 V
- (c) 220 V
- (d) 110 V
উত্তর: Show
(a) 0.5 V
B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান – 1
2.1 বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়।
উত্তর: Show
অক্সিজেন অথবা নাইট্রোজেন
2.2 কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,0000 জুল/গ্রাম বলতে কী বোঝায়?
উত্তর: 1 গ্রাম কয়লার নুমুনাটির অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে 30000 জুল তাপশক্তি উৎপন্ন হয়।
2.3 স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
উত্তর: স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের প্রয়োজনীয়তা হল জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ এবং এর উপর নির্ভরতা কমিয়ে নবীকরণযোগ্য ও অপ্রচলিত বিকল্প শক্তির উৎসের ব্যবহার করা। জীবাশ্ম জ্বালানির মতো বায়ুশক্তির নিঃশেষিত হওয়ার আশঙ্কা নেই।
2.4 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
উত্তর: Show
বায়োগ্যাস
2.5 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
উত্তর: Show
কার্বন ডাইঅক্সাইড
2.6 কয়লাখনি থেকে কোন্ জ্বালানি গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: Show
Ans
2.7 বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যার পরিমাণ বৃদ্ধিতে বিশ্বউন্নায়ন ঘটে।
উত্তর: Show
মিথেন
2.8 শক্তির একটি উৎসের নাম করো যেটি স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
উত্তর: Show
সৌরশক্তি
2.9 জ্বালানির তাপন মূল্যের একক লেখো।
উত্তর: Show
SI একক – জুল/কেজি
2.10 স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কেন?
উত্তর: উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে
2.11 ওজোনস্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
উত্তর: Show
অতিবেগুনি রশ্মি
2.12 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: জ্বালানিরূপে রান্নার কাজে ব্যবহার করা হয়।
2.13 ওজোনস্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী?
উত্তর: NO ওজোন গ্যাসকে O2 তে পরিনত করে। NO + O3 → NO2 + O2
2.14 কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
উত্তর: Show
ইথানল
2.15 ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
উত্তর: আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে।
2.16 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
উত্তর: Show
ক্লোরিন পরমাণু
শূন্যস্থান পূরণ করো : প্রতিটি প্রশ্নের মান – 1
2.17 ওজোনস্তর সূর্য থেকে আগত………. রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
উত্তর: Show
অতিবেগুনি
2.18 ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা……….।
উত্তর: Show
কমে
C. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান – 2
3.1 ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্বউষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
3.2 বিশ্বউষ্ণায়ন কী?
3.3 বায়ুমণ্ডলের কোন্ স্তরে চাপ সর্বোচ্চ হয় তা কারণসহ উল্লেখ করো।
3.4 স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?
3.5 মিথেন হাইড্রেট কী?
উত্তর: মিথেন হাইড্রেট হল \(4CH_4,\: 23H_2O\) সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে।
3.6 কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
উত্তর: তাপন মূল্য : একক ভরের জ্বালানির (একক আয়তনের গ্যাসীয় জ্বালানির) সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।
ডিজেলের তাপন মূল্য বেশি।