বাংলা ক – সেট 14 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 14 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-14 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 14 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XIV (Page No. – 186)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(ⅰ) ‘মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায়’ – 

  • (ক) শহরের ফুটপাথে 
  • (খ) গড়ের মাঠে 
  • (গ) লেকের ধারে 
  • (ঘ) মনুমেন্টের চারপাশে

উত্তর: Show

(ক) শহরের ফুটপাথে

(ⅱ) ‘এক মুষ্টি চাইল দে’- বক্তা কে?- 

  • (ক) পিসিমা 
  • (খ) মামা 
  • (গ) উচ্ছব 
  • (ঘ) বুড়ো কত্তা

উত্তর: Show

(গ) উচ্ছব

(iii) মন্দিরের চাতালে তাস খেলে – 

  • (ক) ৩টি ছেলে 
  • (খ) ৪টি ছেলে 
  • (গ) ৫টি ছেলে 
  • (ঘ) ৬টি ছেলে

উত্তর: Show

(ক) ৩টি ছেলে

(iv) নিবারণ বাগদি ছিল – 

  • (ক) দাগি ডাকাত 
  • (খ) পাগল 
  • (গ) নিরীহ লোক
  • (ঘ) উন্মাদ লোক

উত্তর: Show

(ক) দাগি ডাকাত

(ⅴ) পউষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে, তা হল – 

  • (ক) প্রবাদ 
  • (খ) বাগধারা 
  • (গ) বচন 
  • (ঘ) রূপকথা

উত্তর: Show

(গ) বচন

(vi) ‘রূপনারান’ নদীটি কীসের প্রতীক?- 

  • (ক) কবির বাসস্থানের 
  • (খ) বিশ্বসংসারের 
  • (গ) মৃত্যুর 
  • (ঘ) কল্পনার

উত্তর: Show

(খ) বিশ্বসংসারের

(vii) হিমের রাতে আগুন জ্বেলেছিল- 

  • (ক) গ্রামবাসীরা 
  • (খ) দেশোয়ালিরা 
  • (গ) রাস্তার মানুষেরা 
  • (ঘ) শিকারীরা

উত্তর: Show

(খ) দেশোয়ালিরা

(viii) শিশির ভেজা সকালের রং- 

  • (ক) সবুজ 
  • (খ) নীল 
  • (গ) হলুদ 
  • (ঘ) লাল

উত্তর: Show

(ক) সবুজ

(ix) কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ- 

  • (ক) ঝরা পালক 
  • (খ) সোনার তরী 
  • (গ) সোনার মাছি খুন করেছি
  •  (ঘ) জলপাই কাঠের এসরাজ

উত্তর: Show

(ঘ) জলপাই কাঠের এসরাজ

(x) শম্ভু দরজা খুলে দেখতে পান- 

  • (ক) সিঁড়ি 
  • (খ) ঘর 
  • (গ) বৈঠকখানা 
  • (ঘ) খাবার জায়গা

উত্তর: Show

(ক) সিঁড়ি

অথবা, (xi) ‘A horse! A horse my kingdom for a horse!’ বক্তা কে? – 

  • (ক) মহম্মদ 
  • (খ) রজনী 
  • (গ) কালীনাথ 
  • (ঘ) রামব্রীজ

উত্তর: Show

(খ) রজনী

(xii) ‘রাজা রথারোহনম্ নাটয়তি’ অর্থ হল- 

  • (ক) রাজা রথে আরোহণ করলেন 
  • (খ) রথ থেকে নামলেন 
  • (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন 
  • (ঘ) রথে চড়ে যুদ্ধে গেলেন

উত্তর: Show

(গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি

অথবা, (xiii) ‘জাহানারা’ কোন নাটকের চরিত্র? –

  • (ক) নূরজাহান 
  • (খ) শাজাহান 
  • (গ) চন্দ্রগুপ্ত 
  • (ঘ) মেবার পতন

উত্তর: Show

(খ) শাজাহান

(xiv) ‘বিভাব’ নাটকের জন্ম- 

  • (ক) অত্যন্ত আনন্দ থেকে 
  • (খ) প্রকৃত দেশপ্রেম থেকে 
  • (গ) দুরন্ত অভাব থেকে 
  • (ঘ) আনন্দ উৎসব থেকে। 

উত্তর: Show

(গ) দুরন্ত অভাব থেকে

অথবা, (xv) ‘নানা রঙের দিন’ নাটকের চরিত্র সংখ্যা- [H.S. – 15]

  • (ক) দুই 
  • (খ) তিন 
  • (গ) চার 
  • (ঘ) পাঁচ

উত্তর: Show

(ক) দুই

(xvi) জয় তোরণে ঠাসা ছিল- 

  • (ক) রোম 
  • (খ) গ্রিস 
  • (গ) লিমা 
  • (ঘ) ব্যাবিলন

উত্তর: Show

(ক) রোম

অথবা, (xvii) ‘অলৌকিক’ গল্পের ইংরেজি নাম-

  • (ক) The power 
  • (খ) The wounder 
  • (গ) The Happning 
  • (ঘ) The miracle

উত্তর: Show

(ঘ) The miracle

(xviii) কোন্ বাঙালি প্রথম গ্র্যান্ডমাস্টার হন- 

  • (ক) দিব্যেন্দু বড়ুয়া 
  • (খ) সূর্যশেখর গাঙ্গুলি 
  • (গ) সন্দীপন চন্দ 
  • (ঘ) বিশ্বনাথন আনন্দ

উত্তর: Show

(ক) দিব্যেন্দু বড়ুয়া

(xix) পাঁচালি গানের প্রাণপুরুষ – 

  • (ক) দাশরথি রায় 
  • (খ) মনোমোহন বসু 
  • (গ) গিরিশচন্দ্র ঘোষ 
  • (ঘ) রঘুনাথ রায়

উত্তর: Show

(ক) দাশরথি রায়

(xx) ‘শ্বেত অভিসারিকা’-এর স্রষ্টা- [H.S. – 22, 18]

  • (ক) যামিনী রায় 
  • (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর 
  • (ঘ) নন্দলাল বসু

উত্তর: Show

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(xxi) পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা- 

  • (ক) ব্লুমফিল্ড 
  • (খ) গারলেন্ড 
  • (গ) চমস্কি 
  • (ঘ) সুকুমার সেন

উত্তর: Show

(গ) চমস্কি

(xxii) খণ্ড ধ্বনির অপর নাম – [H.S. – 22]

  • (ক) বিভাজ্য ধ্বনি 
  • (খ) বাগ্ ধ্বনি 
  • (গ) অবিভাজ্য ধ্বনি 
  • (ঘ) ব্যঞ্জন ধ্বনি

উত্তর: Show

(ক) বিভাজ্য ধ্বনি

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২ 

(i) রাঢ় বাংলার শীতের রূপ কেমন?

উত্তর: ‘ভারতবর্ষ’ গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের মতে রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো। 

(ii) ‘এ অপরাধের প্রায়শ্চিত কী?’ – অপরাধটা কী?

উত্তর: মৃত্যুঞ্জয় অন্নাভাবে মৃত্যু দেখে সে মৃত্যুর দায় মানসিকভাবে নিজের উপর চাপাতে থাকে। তার মনে হতে থাকে যে, সে যেখানে চার বেলা ভরপেট খেয়ে সুস্থভাবে বেঁচে রয়েছে সেখানে ফুটপাতে পড়ে থাকা মৃত ব্যক্তি না খেয়ে মারা গেল। প্রশ্নোদ্ধৃত অংশে এই অপরাধের কথাই বলা হয়েছে। 

(iii) ‘সত্য যে কঠিন’। – সত্য ‘কঠিন’ কেন? 

উত্তর: সত্যদ্রষ্টা কবি রবি ঠাকুর তার ‘রূপনারানের কূলে’ কবিতায় অনুভব করেন মানব জীবনে সত্য উপলব্ধির পথ মসৃণ নয়। সত্য অনেক দুঃখ ও দাবি নিয়ে আসে। তাই কবি সত্যকে কঠিন বলে মনে করেছেন।

(iv) ‘এসেছে সে ভোরের আলোয় নেমে।’ – কেন?

উত্তর: সারারাত ধরে চিতা বাঘিনীর হাত থেকে হরিণটি নিজেকে বাঁচানোর প্রচেষ্টায় ক্লান্ত ও ক্ষুধার্ত। ভোরের আলোয় নেমে এসেছিল কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খাবে এবং নদীর জলে স্নান করে বিহ্বল শরীরটাকে আদেশ দেওয়ার জন্য। 

(v) ‘আমি দেখি’ – কবি কী দেখতে চান?

উত্তর: নাগরিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের শরীর ও চোখ নগর যন্ত্রণায় ক্লান্ত ও বিধ্বস্ত। তাই তিনি দেখতে চান গাছ তুলে এনে বাগানে বসানো হয়েছে। 

(vi) ‘নাই যদি হয় ক্রোধ’। – ক্রোধের কারণ কী? 

উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত দেশমাতৃকার বিপন্নতায় মর্মাহত এবং সমসাময়িক নিহত ভাইয়ের মৃতদেহ দেখে কবি ক্রোধান্বিত। 

(vii) ‘তোমরা ফিরে যাও।’- এমন নির্দেশের কারণ কী? 

উত্তর: স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল অন্ন ও বস্ত্রের ভয়াবহ সংকট। এই সংকট থেকে মুক্তি পেতে জনতা মিছিলে পা মিলিয়েছে। জনগণের এই দাবি আদায়ের প্রচেষ্টাকে জোরপূর্বক বন্ধ করার জন্য সার্জেন্টের এই ফিরে যাওয়ার নির্দেশ। 

অথবা, ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ – সত্যটা কী? 

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

(viii) ‘সুতরাং চলো বাইরে’ – বাইরে যাওয়ার দরকার কেন? 

উত্তর: ‘বিভাব’ নাটকের কেন্দ্রীয় চরিত্র শম্ভু মিত্র হাসির নাটকের খোরাক যোগাড় করতে এসে চার দেওয়ালের মধ্যে যখন তিনি জীবনকে উপলব্ধি করতে পারেননি তখন সঙ্গী অমরকে নিয়ে বাইরে যাওয়ার প্রয়োজন বোধ করেছেন। 

অথবা, ‘মিছে কথা বলব না।’ – বক্তা কোন্ সত্য বলেছিল?

উত্তর: বক্তা ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটার কালীনাথ সেন রোজ রাতে গ্রীন রুমে ঘুমোন এই সত্য বামুন মানুষ রজনী চাটুজ্জেকে কথাখানি বলেছেন। 

(ix) ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।’- ‘ফিলিপ’ কে?

উত্তর: ১৫২৭ – ১৫৯৮ খ্রি. পর্যন্ত স্পেনের যিনি রাজা ছিলেন তিনি হলেন দ্বিতীয় ফিলিপ। তাঁর পিতার নাম পঞ্চম চার্লস (হোলি রোমান এম্পেরার), মায়ের নাম ইসাবেলা। অজেয় আর্মাডা ধ্বংসের সময় তিনি ছিলেন রোমের রাজা। 

অথবা, ‘সাকা’ কী?

উত্তরঃ ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘সাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।

(x) ‘Dictionary’ শব্দটি কবে, কোথায় পাওয়া যায়? [H.S. – 22, 19]

উত্তর: ১৫৩৮ খ্রীস্টাব্দে স্যার থমাস এলিয়ট-এর ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায়। 

(xi) শূন্য রূপমূল কাকে বলে? 

উত্তর: যে রূপ কানে শোনা না গেলেও ভাষায় তার পরোক্ষ উপস্থিতি টের পাওয়া, যায় তাকে শূন্যরূপ বা ফাঁকা রূপ বলে। 

উদাহরণ: শূন্য বিভক্তি 

(xii) শব্দের উৎকর্ষের দুটি উদাহরণ দাও।

উত্তর: শব্দার্থের উৎকর্ষের উদাহরণ –

  • ১। ‘ভোগ’ শব্দের আদি অর্থ ছিল ‘যে কোন ভোজ্য বস্তু’ কিন্তু বর্তমানে বোঝায় ‘দেবতাকে নিবেদিত ভোজ্য বস্তু’’
  • ২। ‘দুহিতা’ শব্দের আদি অর্থ ‘দোহনকারী’ কিন্তু বর্তমানে বোঝায় ‘কন্যা’।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *