নানা রঙের দিন : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

 

নাটকঃ নানা রঙের দিন (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

নানা রঙের দিন – অজিতেশ বন্দ্যোপাধ্যায়

উচ্চ মাধ্যমিক – ২০২৪

‘নানা রঙের দিন’ নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন, তিনি হলেন –

  • ক) দিলদার
  • খ) শাজাহান
  • গ) ঔরঙ্গজেব
  • ঘ) মানসিংহ।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) দিলদার [/expand]

“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই” – কথাটা হল –

  • ক) রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোনোর কথা
  • খ) রজনীকান্তের সঙ্গে বক্তার দেখা হওয়ার কথা
  • গ) বক্তার অভাব-অভিযোগের কথা
  • ঘ) বক্তার বেতন বৃদ্ধি করার কথা।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোনোর কথা [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০২৩

‘মঞ্চের মাঝখানে’ ওল্টানো রয়েছে –

  • ক) একটি ছবি
  • খ) একটি চেয়ার
  • গ) একটি লণ্ঠন
  • ঘ) একটি টুল

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) একটি টুল [/expand]

“এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না।” – বাজে কথাটি হল –

  • ক) অভিনেতার মৃত্যু নেই
  • খ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প
  • গ) রজনী চাটুজ্জে মরে গেছে
  • ঘ) পাবলিক আমাকে আর চায় না

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প [/expand]

দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল –

  • ক) জ্বলন্ত ধূপকাঠি
  • খ) তরবারি
  • গ) আতরদান
  • ঘ) জ্বলন্ত মোমবাতি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) জ্বলন্ত মোমবাতি [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০২

“শাহজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যু ভয় দেখাও কাহারে” – কোন্‌ নাটকের অংশ?

  • ক) সাজাহান
  • খ) মেবার পতন
  • গ) রিজিয়া
  • ঘ) চন্দ্রগুপ্ত

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রিজিয়া [/expand]

রামব্রীজকে রজনীবাবু কত টাকা বক্‌শিশ দিয়েছিলেন?

  • ক) এক টাকা
  • খ) তিন টাকা
  • গ) চার টাকা
  • ঘ) দুই টাকা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) তিন টাকা [/expand]

“উঃ কী শীত – সব আছে শুধু ……” – কী নেই?

  • ক) মানুষ নেই
  • খ) আলো নেই
  • গ) লোকজন নেই
  • ঘ) শীতের পোষাক নেই।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) মানুষ নেই [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০২১

[বি.দ্র. – কোভিড 19 – এর কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি]

উচ্চ মাধ্যমিক – ২০২০

‘অদৃষ্ট তো মানেন আপনি’ – সংলাপটির বক্তা কে? 

  • ক) অমর গাঙ্গুলী
  • খ) রজনী চাটুজ্জে
  • গ) কালীনাথ সেন
  • ঘ) শম্ভু মিত্র 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) কালীনাথ সেন [/expand]

“A horse! A horse! My kingdom for a horse” – উদ্ধৃত সংলাপটি কোন্ নাটক থেকে গৃহীত হয়েছে –

  • ক) ম্যাকবেথ
  • খ) ওথেলো
  • গ) রিচার্ড দ্য থার্ড
  • ঘ) জুলিয়াস সিজার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রিচার্ড দ্য থার্ড [/expand]

”তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও” – কথাটি বলেছে –

  • ক) সুজা
  • খ) দারা
  • গ) মোরাদ
  • ঘ) পিয়ারা বানু 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) সুজা [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০১৯

”শাহজাদী। সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?” – কোন্ নাটকের অংশ? 

  • ক) শাহজাহান
  • খ) মেবার পতন
  • গ) রিজিয়া
  • ঘ) চন্দ্রগুপ্ত 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রিজিয়া [/expand]

রামব্রিজকে রজনী বাবু কত টাকা বক্শিশ দিয়েছিলেন? 

  • ক) এক টাকা
  • খ) তিন টাকা
  • গ) চার টাকা
  • ঘ) দু টাকা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) তিন টাকা [/expand]

“উঃ কী শীত—সব আছে শুধু…”—কী নেই?

  • ক) মানুষ নেই
  • খ) আলো নেই
  • গ) লোকজন নেই
  • ঘ) শীতের পোশাক নেই 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) মানুষ নেই [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০১৮

“সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।” – তিনি হলেন –

  • ক) রজনীকান্ত চাটুজ্জে
  • খ) রামব্রিজ
  • গ) কালীনাথ সেন
  • ঘ) রজনীকান্তের বন্ধু

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) রামব্রিজ [/expand]

রজনীকান্ত ‘রিজিয়া’ নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন?

  • ক) বক্তিয়ার
  • খ) মহম্মদ
  • গ) শাজাহান
  • ঘ) মিরজুমলা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) বক্তিয়ার [/expand]

“তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে” – কোন্ চরিত্রের ভূমিকায় মানাবে না?

  • ক) ঔরঙ্গজেব
  • খ) দিলদার
  • গ) শাজাহান
  • ঘ) মোরাদ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দিলদার [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০১৭

‘নানা রঙের দিন’ নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন্ ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? 

  • (ক) ম্যাকবেথ
  • (খ) ওথেলাে
  • (গ) জুলিয়াস সিজার
  • (ঘ) মার্চেন্ট অফ ভেনিস

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ম্যাকবেথ [/expand]

“রাজনীতি বড়ো কূট।” কথাটি বলেছিলেন –

  • (ক) কালীনাথ
  • (খ) কিং লিয়ার
  • (গ) রজনী
  • (ঘ) মহম্মদ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) রজনী [/expand]

রজনীকান্তবাবুর মতে ‘অভিনেতা স্টেজ থেকে নামলে’ –

  • ক) অস্পৃশ্য ভাঁড়
  • খ) মস্ত বোকা
  • গ) সমাজ শিক্ষক
  • ঘ) খুবই জ্ঞানী 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) অস্পৃশ্য ভাঁড় [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০১৬

রজনীকান্তবাবু কোন্ ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাকা মঞ্চে প্রবেশ করেন? 

  • ক) সাজাহানের
  • খ) মোহম্মদের
  • গ) দিলদারের
  • ঘ) ঔরঙ্গজীবের

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দিলদারের [/expand]

“আর একদিন তাকে দেখে মনে হয়েছিল”—

  • ক) মোমের আলোর চেয়েও পবিত্র
  • খ) চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ
  • গ) ভোরের আলোর চেয়েও সুন্দর
  • ঘ) গোধূলির আলোর চেয়েও মায়াবী

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ভোরের আলোর চেয়েও সুন্দর [/expand]

“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই” – কোন্ কথাটা?

  • ক) গ্রিনরুমে ঘুমানোর কথা
  • খ) ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা
  • গ) চাটুজ্জেমশাইয়ের সঙ্গে বক্তার সাক্ষাৎ হওয়ার কথা
  • ঘ) চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) গ্রিনরুমে ঘুমানোর কথা [/expand]

উচ্চ মাধ্যমিক – ২০১৫

রজনীকান্তবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন –

  • ক) ডাকবিভাগে
  • খ) জাহাজে
  • গ) কোর্টে
  • ঘ) পুলিশে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) পুলিশে [/expand]

”যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প” – তারা সব –

  • ক) বোকা
  • খ) ছাগল
  • গ) গাধা
  • ঘ) ভেড়া

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) গাধা [/expand]

নানা রঙের দিন নাটকটিতে মোট চরিত্র আছে –

  • ক) চারটি
  • খ) তিনটি
  • গ) পাঁচটি
  • ঘ) দুটি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) দুটি [/expand]

আরও প্রশ্নোত্তরের আপডেট পেতে আমাদের সঙ্গী হও

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *