‘কে বাঁচায়, কে বাঁচে’ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর
Ke Banchay Ke Banche HS Previous Year MCQ
কে বাঁচায়, কে বাঁচে – মানিক বন্দ্যোপাধ্যায়
[উচ্চ-মাধ্যমিক – ২০২৪]
“সংসারে তার নাকি মন নেই।”- এখানে যার কথা বলা হয়েছে, সে হল –
- ক) মৃত্যুঞ্জয়
- খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
- গ) নিখিল
- ঘ) নিখিলের স্ত্রী।
উত্তর: Show
গ) নিখিল
“সকলে এক কথাই বলে।” – সকলে যে-কথা বলে তা হল –
- (ক) মনের কথা
- (খ) সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনি
- (গ) কালোবাজারির কথা
- (ঘ) দেশের কথা।
উত্তর: Show
(খ) সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনি
“তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক, আর ………. তালা লাগানো গুদামেই থাক।” শূন্যস্থানে যে-শব্দটি বসবে, সেটি হল –
- ক) একুশটা
- খ) একত্রিশটা
- গ) দশটা
- ঘ) কয়েকটা।
উত্তর: Show
খ) একত্রিশটা
[উচ্চ-মাধ্যমিক – ২০২৩]
‘যথেষ্ট রিলিফ ওয়ার্ক’ না হওয়ার কারণ –
- ক) টাকার অভাব
- খ) লোকের অভাব
- গ) সদিচ্ছার অভাব
- ঘ) সামগ্রীর অভাব
উত্তর: Show
খ) লোকের অভাব
“নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে”-
- ক) যা ঘটেছে ভুলে যেতে
- খ) অফিসের কাজে মন বসাতে
- গ) সংসারে মন দিতে
- ঘ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
উত্তর: Show
ঘ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
[উচ্চ-মাধ্যমিক – ২০২২]
[২০২২ – সালে করোনা মহামারীর কারণে নির্ধারিত উচ্চ মাধ্যমিক সিলেবাসে না থাকায় প্রশ্ন হয়নি।][উচ্চ-মাধ্যমিক – ২০২১]
[২০২১ – সালে করোনা মহামারীর কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি।][উচ্চ-মাধ্যমিক – ২০২০]
মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে –
- ক) নিখিল
- খ) টুনুর মা
- গ) সে নিজে
- ঘ) চাকর ও ছোট ভাই
উত্তর: Show
ঘ) চাকর ও ছোট ভাই
[উচ্চ-মাধ্যমিক – ২০১৯]
“কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।” কারণ –
- ক) অফিসে কাজের প্রবল চাপ ছিল
- খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিস গিয়েছিল
- গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
- ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল।
উত্তর: Show
গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
[উচ্চ-মাধ্যমিক – ২০১৮]
“যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ—
- ক) টাকার অভাব
- খ) লোকের অভাব
- গ) সদিচ্ছার অভাব
- ঘ) পরিকল্পনার অভাব
উত্তর: Show
খ) লোকের অভাব
‘টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল?’
- ক) একবেলার খাবার বিলিয়ে দিতে
- খ) মাইনের অর্থ দান করতে
- গ) আর্থিক সাহায্য করতে
- ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
উত্তর: Show
ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
[উচ্চ-মাধ্যমিক – ২০১৭]
আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখল?
- ক) ফুটপাথে মৃত্যু
- খ) অনাহারে মৃত্যু
- গ) বস্তিবাসীর মৃত্যু
- ঘ) পাগলের মৃত্যু
উত্তর: Show
খ) অনাহারে মৃত্যু
নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায়?
- ক) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
- খ) সংসারধর্ম পালন করে
- গ) সামাজিক কাজকর্ম করে
- ঘ) অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে
উত্তর: Show
ক) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
[উচ্চ-মাধ্যমিক – ২০১৬]
মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে’ –
- ক) সংসারের অভাবের কথা
- খ) স্বামীর কথা
- গ) ফুটপাতের লোকগুলোর কথা
- ঘ) ছেলেমেয়েদের কথা
উত্তর: Show
গ) ফুটপাতের লোকগুলোর কথা
[উচ্চ-মাধ্যমিক – ২০১৫]
মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের –
- ক) বমি হয়
- খ) ঘুম পায়
- গ) রাগ হয়
- ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়
উত্তর: Show
ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়
”মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল।”- টাকাটা –
- ক) নিখিলকে ধার দেবে
- খ) রিলিফ ফান্ডে দেবে
- গ) নিখিলকে ঘুস দেবে
- ঘ) অফিসের সকলকে ভূরিভোজ করাবে
উত্তর: Show
খ) রিলিফ ফান্ডে দেবে
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও