মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞান উত্তর | Madhyamik 2024 Physical Science Answer

মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞান উত্তর (Madhyamik 2024 Physical Science Answer)

2024

PHYSICAL SCIENCE

বিভাগ – ‘ক’

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :   ১ × ১৫ = ১৫

১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল –

  • (a) CH4
  • (b) CFC
  • (c) CO2
  • (d) CO

উত্তর: (a) CH4

১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –

  • (a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  • (b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
  • (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  • (d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়

উত্তর: (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –

  • (b) 1
  • (a) 3
  • (c) 2
  • (d) 1.5

উত্তর: (c) 2

১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –

  • (a) \(\frac{1}{2}\)
  • (b) 0
  • (c) \(\frac{1}{273}\)
  • (d) 1

উত্তর: (d) 1

১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল –

  • (a) \(μ = A + \frac{B}{λ}\)
  • (b) \(μ = Α + Βλ^2\)
  • (c) \(μ = Αλ. + B\)
  • (d) \(μ = A + \frac{B}{λ^2}\)

উত্তর: (d) \(μ = A + \frac{B}{λ^2}\)

১.৬ বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়-

  • (a) উত্তল দর্পণ দ্বারা
  • (c) সমতল দর্পণ দ্বারা
  • (b) উত্তল লেন্স দ্বারা
  • (d) অবতল লেন্স দ্বারা

উত্তর: (b) উত্তল লেন্স দ্বারা

১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –

  • (a) বৃদ্ধি পাবে
  • (b) হ্রাস পাবে
  • (c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
  • (d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না

উত্তর: (b) হ্রাস পাবে

১.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে –

  • (a) 6 কুলম্ব
  • (b) 150 কুলম্ব
  • (c) 300 কুলম্ব
  • (d) 30 কুলম্ব

উত্তর: (b) 150 কুলম্ব

১.৯ ৪6A22284B210 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে –

  • (a) 6α, 3β
  • (b) 3α, 4β
  • (c) 4α, 3β
  • (d) 3α, 6β

উত্তর: (b) 3α, 4β

১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো

  • (a) C<N<O<F
  • (b) C>N>O>F
  • (c) O<N<C<F
  • (d) F>C>O>N

উত্তর: (b) C>N>O>F (অধঃক্রম) 

১.১১ NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল –

  • (a) Na – 2, 8, 8; CI – 2, 8
  • (b) Na – 2, 8, 7; Cl – 2, 8, 1
  • (c) Na – 2, 8, 1; Cl – 2, 8, 7
  • (d) Na – 2, 8; Cl – 2, 8, 8

উত্তর: (d) Na – 2, 8; Cl – 2, 8, 8 (আয়ন হিসাবে) 

১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো

  • (a) রাসায়নিক পরিবর্তন হয়
  • (b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
  • (c) উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
  • (d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়

উত্তর: (c) উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –

  • (a) NO2
  • (b) H2S
  • (c) HCI 
  • (d) NH3

উত্তর: (d) NH3

১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –

  • (a) Ag
  • (b) Mg
  • (c) Fe
  • (d) Au

উত্তর: (c) Fe

১.১৫ কোন্‌ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –

  • (a) CH4 + Cl2
  • (b) CH3CI + Cl2
  • (c) CH2Cl2 + Cl2
  • (d) CHCI3 + Cl2

উত্তর: (c) CH2Cl2 + Cl2

বিভাগ – ‘খ’

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায় – একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ১

উত্তর: Cl (সক্রিয়) + O3 → ClO + O2

২.২ বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ১

উত্তর: মেসোস্ফিয়ার। 

অথবা, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে অবস্থিত? ১

উত্তর: এক্সোস্ফিয়ার। 

২.৩ \(P\) বনাম \(\frac{1}{V}\) লেখচিত্রের প্রকৃতি কি? ১

উত্তর: মূলবিন্দুগামী সরলরেখা। 

২.৪ পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ১

উত্তর: ব্যস্তানুপাতিক। 

২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24 × 10-6 °C-1 হলে, SI এককে এর মান কত হবে? ১

উত্তর: 24 × 10-6 K-1

অথবা, কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? ১

উত্তর: চার্লসের সূত্র। 

২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? ১

উত্তর: কোনো পরিবর্তন হবে না। মাধ্যমের প্রতিসরাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না। 

২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ১

উত্তর: লেন্স থেকে বস্তুর বিপরীত দিকে 2f এর চেয়ে বেশি দূরে। 

২.৮ একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? ১

উত্তর: 3Ω 

২.৯ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়? ১

উত্তর: ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম। 

২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ১

উত্তর: নিউক্লিয় চুল্লিতে (নিউক্লিয়ার রিঅ্যাকটরে) নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়। 

অথবা, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ১

উত্তর: নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় উচ্চ উষ্ণতা সৃষ্টির জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। 

২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ১ × ৪ = ৪

বামস্তম্ভডানস্তম্ভ
(১) নোবল্ গ্যাস(a) Cs
(২) ইনভার(b) Rn
(৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল(c) কার্বন দ্বারা বিজারণ
(8) ZnO + C → Zn + CO(d) একটি সংকর ধাতু

উত্তর: 

বামস্তম্ভডানস্তম্ভ
(১) নোবল্ গ্যাস(b) Rn
(২) ইনভার(d) একটি সংকর ধাতু
(৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল(a) Cs
(8) ZnO + C → Zn + CO(c) কার্বন দ্বারা বিজারণ

২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCI দ্রবীভূত হয়? ১

উত্তর: জল। 

২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে? ১

উত্তর: অ্যানোড। 

অথবা, তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ১

উত্তর: DC

২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? ১

উত্তর: HCI গ্যাস জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিনিয়াম (H3O+) ও ক্লোরাইড (Cl) আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলি তড়িৎ পরিবহণ করে। 

HCl + H2O → H3O+ + Cl

২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ১

উত্তর: জৈব সারের নাম – ইউরিয়া এবং সংকেত – CO(NH2)2

অথবা, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১

উত্তর: Ag2S

২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয়? ১

উত্তর: ইউরিয়া। 

২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ১

উত্তর: ইথাইল অ্যালকোহল (C2H5OH) এবং ডাইমিথাইল ইথার (CH3OCH3)।

২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। ১

উত্তর: 

বিউটেন
n-বিউটেন

অথবা, 1,1,2,2-টেট্রাব্রোমোইথেন এর গঠনমূলক সংকেত লেখো। ১

উত্তর: 

1,1,2,2-টেট্রাব্রোমোইথেন
1,1,2,2-টেট্রাব্রোমোইথেন

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *