দ্বাদশ শ্রেণি – বাংলা (প্রথম ভাষা) – নানা রঙের দিন | প্র্যাকটিস সেট 1

“নানা রঙের দিন” উচ্চ-মাধ্যমিক বাংলা সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ নাটক। এটি লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

দ্বাদশ শ্রেণি – বাংলা (প্রথম ভাষা) – নানা রঙের দিন | প্র্যাকটিস সেট 1

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমে “নানা রঙের দিন” নাটকটি থেকে দেওয়া প্রশ্নগুলো পড়তে হবে। তারপর এই সেটগুলো প্র্যাকটিস করতে হবে। ফলে নিজে নিজের মূল্যায়ন করতে পারবে।

পড়ার জন্য সেটগুলোর লিংক হল –

শুধুমাত্র বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) দেওয়া আছে।

নানা রঙের দিন – অজিতেশ বন্দ্যোপাধ্যায়

/15
5

দ্বাদশ শ্রেণি – বাংলা (প্রথম ভাষা) – নানা রঙের দিন – প্র্যাকটিস সেট – 1

মোট প্রশ্নসংখ্যা – ১৫

সন্তোষজনক স্কোর – ২৫% (কমপক্ষে)

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 15

1) ‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত?

2 / 15

2) “ঘুরেফিরে কানে বাজছে আমার।”— ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে?

3 / 15

3) রজনীবাবুর নিজের মতে, তার কাণ্ডজ্ঞান লুপ্ত হওয়ার মূলে রয়েছে –

4 / 15

4) “আরে, গেল কোথায় লােকটা?”— লােকটি হল –

5 / 15

5) ‘নানা রঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় –

6 / 15

6) রজনীকান্ত কোন্ ঐতিহাসিক চরিত্রের পােশাকে ফাকা মঞ্চে প্রবেশ করেন?

7 / 15

7) ‘নানা রঙের দিন’ নাটকটিতে চরিত্র আছে –

8 / 15

8) সেদিন রজনীবাবু অভিনয় করছিলেন –

9 / 15

9) “বাঃ বাঃ বুঢ়ঢ়া! আচ্ছাহি কিয়া!”— এই ‘বুঢ়ঢ়া’ হল –

10 / 15

10) রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন?

11 / 15

11) ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স –

12 / 15

12) দিলদারের পােশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল –

13 / 15

13) থিয়েটারের মঞ্চটি ফাঁকা ছিল কারণ –

14 / 15

14) “কাল রাতেও ঠিক একই ব্যাপার।”— ব্যাপারটা হল –

15 / 15

15) ‘নানা রঙের দিন’ নাটকে মঞ্চের মাঝখানে কী ওলটানো ছিল?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
A73%
Rahat ikbal Sepay53%
Alfa An Firdos100%
Akash pradhan93%
Deep bag khanki86%

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *