বাংলা ক – সেট 22 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 22 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-22 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 22 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XXII (Page No. – 277)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) “মৃত্যুঞ্জয়’-এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো অনুমান করল – 

  • (ক) তার শরীর ভালো নেই 
  • (খ) তার উপর সে রাগ করে আছে 
  • (গ) তার মন ভালো নেই 
  • (ঘ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

উত্তর: Show

(ঘ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

(ii) বুড়ো কর্তার জন্য শরবত বানানো হত – 

  • (ক) দই-চিনি দিয়ে 
  • (খ) দই-বরফ দিয়ে 
  • (গ) ইসবগুল-চিনি দিয়ে 
  • (ঘ) দই-ইসবগুল দিয়ে

উত্তর: Show

(ঘ) দই-ইসবগুল দিয়ে

(iii) বড়ো বাড়িতে নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খায় – 

  • (ক) কনকপানি চালের ভাত 
  • (খ) ঝিঙেশাল চালের ভাত 
  • (গ) রামশাল চালের ভাত 
  • (ঘ) পদ্মজালি চালের ভাত

উত্তর: Show

(খ) ঝিঙেশাল চালের ভাত

(iv) “উঁকি মেরে সব দেখেশুনে বললেন- অসম্ভব।” – কে উঁকি মেরেছিলেন?- 

  • (ক) করিম ফরাজি 
  • (খ) নিবারণ বাগদি 
  • (গ) ভট্‌চাজমশাই 
  • (ঘ) ফজলু সেখ

উত্তর: Show

(গ) ভট্‌চাজমশাই

(v) “দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল।” -কারণ- 

  • (ক) গ্রামের বাজারে বিদ্যুৎ নেই 
  • (খ) রাত ন’টা বেজে গেছে 
  • (গ) হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে 
  • (ঘ) বিভিন্ন দল ধর্মঘট ডেকেছে

উত্তর: Show

(গ) হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে

(vi) রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন?- (H.S. – 22, 19, 15)

  • (ক) আপনার রূপ 
  • (খ) শহীদের আত্মদান 
  • (গ) শোষকের অত্যাচার 
  • (ঘ) সম্প্রীতির চেহারা

উত্তর: Show

(ক) আপনার রূপ

(vii) “অবসন্ন মানুষের শরীরে দেখি”- (H.S. – 15)

  • (ক) পোড়া দাগ 
  • (খ) ধুলোর কলঙ্ক 
  • (গ) চাঁদের কলঙ্ক 
  • (ঘ) অপমানের কলঙ্ক

উত্তর: Show

(খ) ধুলোর কলঙ্ক

(viii) সবুজের অনটন ঘটে- (H.S. – 16)

  • (ক) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে 
  • (খ) অনাবৃষ্টির ফলে 
  • (গ) অভিজ্ঞ মালি নেই বলে 
  • (ঘ) শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে

উত্তর: Show

(ঘ) শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে

(ix) “সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর”- তার রং কীসের মতো হয়ে গেছে?- 

  • (ক) শুকনো পাতার ধূসর ইচ্ছার মতো 
  • (খ) কচি বাতাবি লেবুর মতো সবুজ 
  • (গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো 
  • (ঘ) নীল আকাশের মরাচাঁদের আলোর মতো

উত্তর: Show

(গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো

(x) “The night is calling me-me-me” – সংলাপটি কার লেখা? – 

  • (ক) বার্নাড শ 
  • (খ) শেলী 
  • (গ) শেক্সপীয়র 
  • (ঘ) বায়রন

উত্তর: Show

(ক) বার্নাড শ

অথবা, (xi) ‘Life’s but walking shadow’ – এই সংলাপটি যে নাটকের সেটি হল- 

  • (ক) ম্যাকবেথ 
  • (খ) কিংলিয়ার 
  • (গ) হ্যামলেট 
  • (ঘ) ওথেলো

উত্তর: Show

(ক) ম্যাকবেথ

(xii) হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়- 

  • (ক) চাল চাই, কাপড় চাই 
  • (খ) অন্ন চাই, গৃহ চাই 
  • (গ) ফ্যান চাই, ভাত চাই 
  • (ঘ) এর কোনোটিই নয় 

উত্তর: Show

(ক) চাল চাই, কাপড় চাই

অথবা, (xiii) রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সে-ই, যে- 

  • (ক) পৃথিবীকে ভালোবাসে 
  • (খ) শিল্পকে ভালোবাসে 
  • (গ) শিল্পীকে ভালোবাসে 
  • (ঘ) নাটককে ভালোবাসে

উত্তর: Show

(খ) শিল্পকে ভালোবাসে

(xiv) ‘তার নীচ দিয়েই তো একটা রাস্তা আছে’। রাস্তার নাম- 

  • (ক) মনি সমাদ্দার লেন 
  • (খ) মহাত্মা গান্ধী লেন 
  • (গ) রিপন স্ট্রিট 
  • (ঘ) বিডন স্ট্রিট

উত্তর: Show

(ক) মনি সমাদ্দার লেন

অথবা, (xv) ‘আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ’- বক্তা হলেন- 

  • (ক) কালীনাথ 
  • (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায় 
  • (গ) ঔরঙ্গজেব 
  • (ঘ) রামব্রীজ

উত্তর: Show

(খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়

(xvi) সাত বছরের যুদ্ধ জিতেছিল- (H.S. – 16)

  • (ক) আলেকজান্ডার 
  • (খ) সিজার 
  • (গ) দ্বিতীয় ফ্রেডারিক 
  • (ঘ) ফিলিপ

উত্তর: Show

(গ) দ্বিতীয় ফ্রেডারিক

অথবা, (xvii) সাকা হলেই যা অনিবার্য ছিল- 

  • (ক) প্রার্থনা 
  • (খ) অরন্ধন 
  • (গ) সত্যাগ্রহ 
  • (ঘ) উপবাস

উত্তর: Show

(খ) অরন্ধন

(xviii) প্রথম ‘কয়্যার’ সঙ্গীতের প্রবর্তক হলেন – 

  • (ক) সলিল চৌধুরী 
  • (খ) শিবদাস বন্দ্যোপাধ্যায় 
  • (গ) শচীন দেববর্মন 
  • (ঘ) জগন্ময় মিত্র

উত্তর: Show

(ক) সলিল চৌধুরী

(xix) ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’- কে প্রতিষ্ঠা করেন?- 

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) নন্দলাল বসু 
  • (ঘ) যামিনী রায়

উত্তর: Show

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(xx) ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে কে পরিচিত ছিলেন?- 

  • (ক) পি এম বাগচি 
  • (খ) প্রমথনাথ বসু 
  • (গ) বিপিনবিহারী দাস 
  • (ঘ) হেমেন্দ্রমোহন বসু

উত্তর: Show

(গ) বিপিনবিহারী দাস

(xxi) পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, সেই প্রক্রিয়ার নাম – 

  • (ক) সন্ধি 
  • (খ) সমাস 
  • (গ) প্রত্যয় 
  • (ঘ) কারক

উত্তর: Show

(খ) সমাস

(xxii) ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমানে গাং’ শব্দের অর্থ ‘যে কোনো নদী’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?- 

  • (ক) শব্দার্থের প্রসার 
  • (খ) শব্দার্থের সংকোচ 
  • (গ) শব্দার্থের অবনতি 
  • (ঘ) শব্দার্থের রূপান্তর

উত্তর: Show

(ক) শব্দার্থের প্রসার

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) “মনটাও খারাপ হয়ে যায়”- কার, কেন মন খারাপ হয়ে যায়?

উত্তর: অফিস যাওয়ার পথে অনাহারে মৃত ব্যক্তিকে দেখে মৃত্যুঞ্জয় অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার এই অবসাদ একসময়ে তার দুচোখে ও ফুটে ওঠে। সাধারণভাবে নিখিল যথেষ্ট বাস্তববাদী হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জযয়ের সংবেদনশীলতা তাকে স্পর্শ করে এবং মৃত্যুঞ্জয়কে কাঁদতে দেখে তারও মন খারাপ হয়ে যায়। 

(ii) “খুবই অদ্ভুত কথা।” – ‘অদ্ভুত কথা’টি কী?

উত্তর: কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে না হওয়ার ঘটনাটিকেই ‘অদ্ভুত কথা’ বলা হয়েছে।

(iii) “নামুক মহুয়ার গন্ধ”, – কবির এই প্রার্থনা কেন?

উত্তর: নাগরিক কবি সমর সেন নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত ও অবসন্ন। আর তাই কবির প্রার্থনা, নিবিড় প্রকৃতির সান্নিধ্যে ও মহুয়া ফুলের সুবাসে দেহ মন সুরভিত করে তাঁর ক্লান্তি দূর করতে চান। 

(iv) “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”- বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কী?

উত্তর: শহুরে জীবনে অভ্যস্ত কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন শহরেই আছেন। যার কারণে সবুজের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলেও জঙ্গলে দিন কাটেনি তাঁর। 

(v) “চমক লাগিয়ে দেবার জন্য”- কে, কাকে চমক লাগিয়ে দিতে চায়?

উত্তর: আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতার চিতা বাঘিনীর হাত থেকে সারা রাতের তাড়া খাওয়া সুন্দর বাদামি হরিণটি অন্যান্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। 

(vi) “ক্রন্দনরতা জননীর পাশে” কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত থেকে’ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি।

(vii) “সত্যি কথা বলার দোষ”, – সত্যি কথাটি কী? পরিণতি কী হয়েছিল?

উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রের পরিকল্পনা মাফিক অভিনীত ‘লভ সিনে’ শম্ভু বৌদির মন রক্ষা করার জন্য হাসি পেয়েছে বললেও অমরের কিন্তু একদম হাসি পায়নি। আর এটাই হল সত্যি কথা।

এই অকপট সত্যিই কথার পরিণতি হল, বৌদি রেগে স্টেজ থেকে চলে গিয়েছিলেন। 

অথবা “তারা সব মিথ্যা কথা-বাজে কথা বলে।”- কারা, কী বাজে কথা বলে?

উত্তর: অভিনেতা রজনী চাটুজ্জের মতে – নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলা লোকেরা সব মিথ্যে এবং বাজে কথাই বলে।

(viii) “বল্লভভাই বলে গেছেন”- বল্লভভাই কে? তিনি কী বলে গেছেন?

উত্তর: ভারতের লৌহ মানব নামে খ্যাত বিশিষ্ট গান্ধীবাদী নেতা হলেন বল্লভভাই প্যাটেল। যিনি গুজরাটে ১৮৭৫ খ্রিস্টাব্দের ৩১ শে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী বীর এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মৃত্যু হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ ই ডিসেম্বর। 

বল্লভভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত।

অথবা, “কে যেন একবার বললে”- কে, কী বলেছিল?

উত্তর: মঞ্চে অভিনয় করার সময় রজনী চ্যাটার্জির মনে হল, কে যেন তার অভিনয়ের প্রশংসা করে বলছে – ‘দেখেছো, রজনী চাটুজ্জে ইজ রজনী চাটুজ্জে – মরা হাতে সোয়া লাখ।’ 

(ix) ‘রাজারা কী পাথর ঘাড়ে করে আনত?’- কবির এ প্রশ্ন কেন?

উত্তর: ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে, সাত দরজাওয়ালা থিবস নির্মাণ কাজে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। 

অথবা “হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে”- কার মনে, কী প্রশ্ন জাগলো?

উত্তর: কর্তার সিং দুগ্গালের লেখা ‘অলৌকিক’ গল্পে মর্দানা কুয়োর দিকে এগোনোর সঙ্গে সঙ্গে দরবেশ বলী কান্ধারীর মনে প্রশ্নখানি জেগেছিল। 

প্রশ্নখানি হল – এই জনমানবহীন প্রান্তরে লোকটিই বা কে এবং সে কোথা থেকে আসছে। 

(x) ধ্বনিমূল কয় প্রকার ও কী কী?

উত্তর: ধ্বনিমূল দুই প্রকার। 

যথা – বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূল। 

(xi) পদবর্গ কী?

উত্তর: একটি বাক্যকে অব্যবহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে পদ পাওয়া যায়। এই পদের যে ব্যাকরণগত পরিচয় রয়েছে, তাকে বলে পদবর্গ। 

(xii) বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী?

উত্তর: বাক্যের প্রধান অংশ দুটি। 

যথা: উদ্দেশ্য ও বিধেয়। 

ABTA Higher Secondary Test Paper 2023-2024

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *